ETV Bharat / entertainment

অস্কারের মঞ্চে ভারতের 'তুরুপের তাস' লাপাতা লেডিজ, উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা - Laapataa Ladies picked for Oscars - LAAPATAA LADIES PICKED FOR OSCARS

Indian Movie in Oscars: কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' অফিসিয়ালি প্রবেশ করল অস্কার প্রতিযোগিতায় ৷ সোমবার ভারতীয় ছবি হিসাবে অফিসিয়ালি অস্কার দৌড়ে এন্ট্রি নিল আমির খান প্রযোজিত এই ছবি ৷

Indian Movie in Oscars
অস্কারের মঞ্চে ভারতের 'তুরুপের তাস' লাপাতা লেডিজ (সোশাল মিডিয়া)
author img

By PTI

Published : Sep 23, 2024, 1:00 PM IST

Updated : Sep 23, 2024, 1:37 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: 2025 সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে নাম ঘোষিত হয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ 29টা ছবির মধ্যে সেরার সেরা হিসাবে জায়গা পেল কিরণের এই ছবি ৷ তালিকায় পিছনে পড়েছে রণবীর কাপুরে 'অ্যানিম্যাল' ও 'আত্তম' ৷ সোমবার সিলেকশন কমিটির তরফে ছবির নাম ঘোষণা করা হয়েছে ৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক করে কোন ছবি ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার দৌড়ে সামিল হবে ৷ সেই নামই এল প্রকাশ্যে ৷

চলতি বছর ভারতীয় সিনেমায় 'লাপাতা লেডিজ' অভূতপূর্ব ছাপ ফেলে ৷ চলতি বছর পয়লা মার্চ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায় ৷ কিন্তু বক্সঅফিসে সাফল্য পায় না ৷ কিন্তু এই ছবির ভাগ্য ফেরে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে ৷ 26 এপ্রিল নেটফ্লিক্সে এই ছবি আসার পর তা ঝড় তোলে সোশাল মিডিয়ায় ৷ সমাজের বাস্তব রূপকে পরিচালক কিরণ যেভাবে কমেডির আকারে পর্দায় তুলে ধরেছেন তা ছাপ ফেলে দর্শকদের মনে ৷ দেশের পাশাপাশি বিদেশেও ছবির জয় জয়কার শোনা যায় ৷ এরপর থেকেই ছবির অস্কার জার্নি নিয়ে আশাবাদী হতে থাকে 'লাপাতা লেডিজ' টিম ৷

কিছুদিন আগেই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ জানিয়ে ছিলেন, বহুদিনের স্বপ্ন তাঁর ছবি যেন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দিতে পারে ৷ দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই ছবিকেই সেরা ছবি হিসাবে অভিহিত করেছে ৷ কিরণ বলেন, "আমার ছবি লাপাতা লেডিজ যদি অস্কারে ভারতের তরফে অফিসিয়াল এন্ট্রি নেয় তাহলে স্বপ্ন পূরণ হবে ৷ আমি আশা করছি যাতে এমনটা হয় ৷ আমি নিশ্চিত সেরা ছবিই ভারত থেকে অস্কার প্রতিযোগিতায় যাবে ৷" পরিচালকের সেই স্বপ্ন পূরণ হয়েছে ৷ আমির খান প্রযোজিত এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে নীতাংশি গোয়েল, প্রতিভা রান্টা ও স্পর্শ শ্রীবাস্তবকে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন রবি কিষান, ছায়া কদম ও গীতা আগরওয়াল শর্মা ৷

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: 2025 সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে নাম ঘোষিত হয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ 29টা ছবির মধ্যে সেরার সেরা হিসাবে জায়গা পেল কিরণের এই ছবি ৷ তালিকায় পিছনে পড়েছে রণবীর কাপুরে 'অ্যানিম্যাল' ও 'আত্তম' ৷ সোমবার সিলেকশন কমিটির তরফে ছবির নাম ঘোষণা করা হয়েছে ৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক করে কোন ছবি ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার দৌড়ে সামিল হবে ৷ সেই নামই এল প্রকাশ্যে ৷

চলতি বছর ভারতীয় সিনেমায় 'লাপাতা লেডিজ' অভূতপূর্ব ছাপ ফেলে ৷ চলতি বছর পয়লা মার্চ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায় ৷ কিন্তু বক্সঅফিসে সাফল্য পায় না ৷ কিন্তু এই ছবির ভাগ্য ফেরে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে ৷ 26 এপ্রিল নেটফ্লিক্সে এই ছবি আসার পর তা ঝড় তোলে সোশাল মিডিয়ায় ৷ সমাজের বাস্তব রূপকে পরিচালক কিরণ যেভাবে কমেডির আকারে পর্দায় তুলে ধরেছেন তা ছাপ ফেলে দর্শকদের মনে ৷ দেশের পাশাপাশি বিদেশেও ছবির জয় জয়কার শোনা যায় ৷ এরপর থেকেই ছবির অস্কার জার্নি নিয়ে আশাবাদী হতে থাকে 'লাপাতা লেডিজ' টিম ৷

কিছুদিন আগেই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ জানিয়ে ছিলেন, বহুদিনের স্বপ্ন তাঁর ছবি যেন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দিতে পারে ৷ দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই ছবিকেই সেরা ছবি হিসাবে অভিহিত করেছে ৷ কিরণ বলেন, "আমার ছবি লাপাতা লেডিজ যদি অস্কারে ভারতের তরফে অফিসিয়াল এন্ট্রি নেয় তাহলে স্বপ্ন পূরণ হবে ৷ আমি আশা করছি যাতে এমনটা হয় ৷ আমি নিশ্চিত সেরা ছবিই ভারত থেকে অস্কার প্রতিযোগিতায় যাবে ৷" পরিচালকের সেই স্বপ্ন পূরণ হয়েছে ৷ আমির খান প্রযোজিত এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে নীতাংশি গোয়েল, প্রতিভা রান্টা ও স্পর্শ শ্রীবাস্তবকে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন রবি কিষান, ছায়া কদম ও গীতা আগরওয়াল শর্মা ৷

Last Updated : Sep 23, 2024, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.