হায়দরাবাদ, 5 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ এমন মন্তব্য সামনে আসতেই ধেয়ে আসেন নেটিজেনরা ৷ পালটা নিজের বক্তব্যের স্বপক্ষে দিলেন প্রমাণ ৷
বিতর্কের সূত্রপাত- হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন অভিনেত্রী ৷ ইতিমধ্যেই জোরকদমে শুরু করে দিয়েছেন প্রচার ৷ এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সাক্ষাৎকারের সময়, তিনি দাবি করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহর লাল নেহেরু নন ৷ প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ তাঁর মন্তব্যের এই ক্লিপিং ভাইরাল হয় নেটপাড়ায় ৷ ধেয়ে আসে নেটিজেনদের সমালোচনা ৷
নেটিজেনদের প্রতিক্রিয়া- অভিনেত্রী কঙ্গনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা ৷ কেউ বলেন, "ইনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ? মনে হয়, বিজেপি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন ৷" আবার কেউ লেখেন, "আমি ভগবানের কাছে প্রার্থণা করব, মান্ডির সাধারণ মানুষ যেন নির্বাচনে বুঝে মত দান করেন ৷"
কঙ্গনার পালটা জবাব- শুক্রবার ফের সোশাল মিডিয়ায় সক্রিয় হন বলিউড 'কুইন' ৷ তিনি একটি সংবাদ মাধ্যমের রিসার্চের স্ক্রিনশট শেয়ার করেন ৷ যেখানে বলা হয়েছে, 1943 সালের 21 অক্টোবর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ নামে সরকার গঠন করেন ৷ শুধু তাই নয়, তিনি নিজেকে সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন ৷ সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ ৷ ক্যাপ্টেন ডক্টর লক্ষ্মী সায়গলকে দায়িত্ব দেওয়া হয়েছিল নারী সংগঠনের প্রধান হিসেবে ৷ এমনকী, তিনি রানি ঝাঁসি রেজিমেন্টকেও নেতৃত্ব দিয়েছিলেন ৷
কঙ্গনার তোপ, "যাঁরা আমাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মন্তব্য নিয়ে জ্ঞান দিচ্ছেলেন তাঁরা দয়া করে শেয়ার করা স্ক্রিনশটটা পড়ে নেবেন ৷ এখানে কিছু সাধারণ জ্ঞান জানানো হল ৷ আর যাঁরা আমার শিক্ষা নিয়ে প্রশ্ন করছিলেন, তাঁদের বলব আমি এমারজেন্সি নামে একটি ছবির চিত্রনাট্য লিখেছি, অভিনয় করেছি এবং পরিচালনা করেছি ৷ এই গল্প মূলত, নেহেরু পরিবারকে ঘিরেই ৷ তাই আমার জ্ঞান নিয়ে প্রশ্ন না তোলাই ভালো ৷" উল্লেখ্য, 1 জুন একদফাতেই ভোট সম্পন্ন হবে হিমাচল প্রদেশে ৷ তার আগে কঙ্গনার এই বিতর্ক তাঁকে জনমানসের কাছে এগিয়ে রাখবে, নাকি নেতিবাচক প্রভাব ফেলবে তা জানা যাবে 4 জুন ৷
আরও পড়ুন
1. কেমন লাগছে শ্রীভল্লিকে? রশ্মিকার জন্মদিনে 'পুষ্পা' টিমের উপহার
2. সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট, মাথায় পনিটেল; কেমন লাগছে পাঠানকে?
3. কোর্টরুমের কচকচানি নয়, হাসাতে আসছে 'মামলা লিগাল হ্যায়' সিজন 2