ETV Bharat / entertainment

উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায় - Kalki 2898 AD teaser

Amitabh Bachchan Kalki 2898 AD Look Unveils: প্রতীক্ষার অবসান ৷ দর্শকদের সামনে উপস্থিত গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা ৷ রবিবার 21 সেকেণ্ডের টিজারে ঝড় তুললেন অমিতাভ বচ্চন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 8:48 PM IST

Updated : Apr 21, 2024, 9:43 PM IST

Kalki 2898 AD Look Unveils
'কালকি' ছবিতে অমিতাভ

হায়দরাবাদ, 21 এপ্রিল: নাগ অশ্বিন পরিচালত 'কালকি 2898 এডি' শুরু থেকেই উত্তেজনার পারদ চড়িয়েছে ৷ এবার দর্শকদের জন্য নতুন চমক আনল ছবির নির্মাতারা ৷ প্রকাশ্যে আসে অমিতাভ বচ্চনের প্রথম ঝলক, যা দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই সেই লুক ভাইরাল সোশাল মিডিয়ায় ! এরপরেই আইপিএল ম্যাচ চলাকালীন সামনে আসে নতুন প্রোমো ৷

রবিবার আরসিবি ও কেকেআর-এর ম্যাচ চলাকালীন 'কালকি 2898 এডি'-র প্রোমো দর্শকদের সামনে নিয়ে আসা হয় ৷ অমিতাভ বচ্চনের চরিত্রের নাম অশ্বত্থামা ৷ প্রোমোতে দেখানো হয়েছে, বিগ বি একটি গুহায় বসে রয়েছেন ৷ শিবলিঙ্গর সামনে পুজো করছেন তিনি ৷ ব্যাকগ্রাউন্ডে সাসপেন্সফুল মিউজিক ৷ এরপর শোনা যায় এক শিশুর কণ্ঠস্বর ৷ সে অমিতাভ তথা অশ্বত্থামা প্রশ্ন করে, "তুমি কী অমর? তোমার মৃত্যু নেই ? তুমি কে?" এরপরেই শোনা যায় শাহেনশার ব্যারিটোন কণ্ঠস্বর ৷ যিনি বলেন, "প্রাচীনকাল থেকেই আমি অবতারের আগমনের অপেক্ষায় ছিলাম। আমি গুরু দ্রোণের পুত্র, অশ্বত্থামা ৷"

এর আগে রবিবার চরিত্রের ঝলক শেয়ার করে অমিতাভ সোশাল মিডিয়ায় লেখেন, "এই ছবির কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা আগে কখনও হয়নি ৷ এই ধরনের কাজ করার জন্য অন্য ধরনের চিন্তাভাবনা রাখতে হয় ৷ আধুনিক প্রযুক্তিকে যেভাবে এই ছবিতে ব্যবহার করা হয়েছে তা অসাধারণ ৷" এর আগে শাহেনশার যে লুক আসে তা দেখে অবাক হন অনুরাগীরা ৷ পোস্টারে দেখা যায়, মুখে ও কপালে ব্যান্ডেজ বাঁধা ৷ সারা শরীরও ময়লা একটা কাপড় জড়ানো ৷ হাতে ও পায়েও সমানভাবে ব্যান্ডেজ বাঁধা ৷ ক্যাপশনে লেখা, 'সময় এসে গিয়েছে তাঁকে জানার ৷'

দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন অভিনীত সাই-ফাই ছবি দেখার জন্য ৷ চলতি বছরের 9 মে প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898 এডি' ৷

আরও পড়ুন

1. রণবীর কাপুরের 'অ্যানিম্যাল পার্ক' নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার

2. বিচ্ছেদ জল্পনা অতীত! 17 বছর একসঙ্গে কাটিয়ে দিলেন অভিষেক-ঐশ্বর্য

3. প্রকাশ্যে বাফটা-র তারিখ, পাশাপাশি সামনে এল কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার

হায়দরাবাদ, 21 এপ্রিল: নাগ অশ্বিন পরিচালত 'কালকি 2898 এডি' শুরু থেকেই উত্তেজনার পারদ চড়িয়েছে ৷ এবার দর্শকদের জন্য নতুন চমক আনল ছবির নির্মাতারা ৷ প্রকাশ্যে আসে অমিতাভ বচ্চনের প্রথম ঝলক, যা দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই সেই লুক ভাইরাল সোশাল মিডিয়ায় ! এরপরেই আইপিএল ম্যাচ চলাকালীন সামনে আসে নতুন প্রোমো ৷

রবিবার আরসিবি ও কেকেআর-এর ম্যাচ চলাকালীন 'কালকি 2898 এডি'-র প্রোমো দর্শকদের সামনে নিয়ে আসা হয় ৷ অমিতাভ বচ্চনের চরিত্রের নাম অশ্বত্থামা ৷ প্রোমোতে দেখানো হয়েছে, বিগ বি একটি গুহায় বসে রয়েছেন ৷ শিবলিঙ্গর সামনে পুজো করছেন তিনি ৷ ব্যাকগ্রাউন্ডে সাসপেন্সফুল মিউজিক ৷ এরপর শোনা যায় এক শিশুর কণ্ঠস্বর ৷ সে অমিতাভ তথা অশ্বত্থামা প্রশ্ন করে, "তুমি কী অমর? তোমার মৃত্যু নেই ? তুমি কে?" এরপরেই শোনা যায় শাহেনশার ব্যারিটোন কণ্ঠস্বর ৷ যিনি বলেন, "প্রাচীনকাল থেকেই আমি অবতারের আগমনের অপেক্ষায় ছিলাম। আমি গুরু দ্রোণের পুত্র, অশ্বত্থামা ৷"

এর আগে রবিবার চরিত্রের ঝলক শেয়ার করে অমিতাভ সোশাল মিডিয়ায় লেখেন, "এই ছবির কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা আগে কখনও হয়নি ৷ এই ধরনের কাজ করার জন্য অন্য ধরনের চিন্তাভাবনা রাখতে হয় ৷ আধুনিক প্রযুক্তিকে যেভাবে এই ছবিতে ব্যবহার করা হয়েছে তা অসাধারণ ৷" এর আগে শাহেনশার যে লুক আসে তা দেখে অবাক হন অনুরাগীরা ৷ পোস্টারে দেখা যায়, মুখে ও কপালে ব্যান্ডেজ বাঁধা ৷ সারা শরীরও ময়লা একটা কাপড় জড়ানো ৷ হাতে ও পায়েও সমানভাবে ব্যান্ডেজ বাঁধা ৷ ক্যাপশনে লেখা, 'সময় এসে গিয়েছে তাঁকে জানার ৷'

দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন অভিনীত সাই-ফাই ছবি দেখার জন্য ৷ চলতি বছরের 9 মে প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898 এডি' ৷

আরও পড়ুন

1. রণবীর কাপুরের 'অ্যানিম্যাল পার্ক' নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার

2. বিচ্ছেদ জল্পনা অতীত! 17 বছর একসঙ্গে কাটিয়ে দিলেন অভিষেক-ঐশ্বর্য

3. প্রকাশ্যে বাফটা-র তারিখ, পাশাপাশি সামনে এল কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার

Last Updated : Apr 21, 2024, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.