ETV Bharat / entertainment

'ফুলটু দেশি' মুডে কাজল, তলোয়ার নিয়ে মারকাটারি দৃশ্যে তাক লাগালেন অভিনেত্রী - Kajol Prabhudeva New Movie

Kajol and Prabhudeva share screen space: 27 বছর পর ফের অভিনয়ের পর্দায় জুটি হিসাবে দেখা যাবে প্রভু দেবা ও কাজলকে ৷ ছবির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই ৷ সামনে এসেছে টিজার ৷ যা ইতিমধ্যেই কেড়েছে নজর ৷ এমন অ্যাকশন দৃশ্যে কাজলকে আগে কখনও দেখা গিয়েছে কি না, সন্দেহ আছে ৷

Kajol and Prabhudeva
মারকাটারি দৃশ্যে কাজল-প্রভু দেবা (ইন্সটাগ্রাম)
author img

By PTI

Published : May 29, 2024, 12:02 PM IST

নয়াদিল্লি, 29 মে: অ্যাকশনে ভরপুর 'মহারাগনি: কুইন অফ কুইনস' ছবিতে কাজলের রণংদেহী রূপ ৷ যা দেখে চমকে গিয়েছেন দর্শকরা ৷ পুরো দক্ষিণী স্টাইলে অ্যাকশনে তুখোড় কাজলকে দেখে চেনা চায় ৷ যোগ্য সঙ্গত দিয়েছেন প্রভু দেবাও ৷ দু'যুগের বেশি সময় পর কাজল-প্রভু দেবা আবার একসঙ্গে ৷ ছবির নাম 'মহারাগনি: কুইন অফ কুইনস' ৷ এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতি ৷

ইতিমধ্যেই ছবির প্রথম ধাপের শুটিং হয়ে গিয়েছে ৷ প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে 'মহারাগনি' ছবির অফিসিয়াল টিজার ৷ প্রভু দেবা-কাজল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, সম্যুক্ত মেনন, আদিত্য শীল, প্রমোদ পাঠক, ছায়া কদম ও বাংলার যীশু সেনগুপ্তকে ৷ ছবির গল্প লিখেছেন স্বয়ং পরিচালক ৷ প্রযোজনা করছেন হারমন বাওয়েজা ও ভেঙ্কটা অনিশ ডোরিগিল্লুর সংস্থা ৷ সামনে এসেছে ছবির টিজার ৷ যাতেই মাত দর্শকরা ৷

'অল উই ইমাজিন...' নিয়ম ভেঙে নিজের নিয়ম তৈরি করতে শিখিয়েছে : কান জয়ী ছায়া কদম

ছবির চিত্রনাট্য প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, এটি একটি 'লেবার অফ লাভ ৷' তিনি বলেন, "কাজল, প্রভু দেবা, নাসিরুদ্দিন শাহ, যীশু সেনগুপ্তের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার অক্ভিজ্ঞতা অসাধারণ ৷ তাঁদের অভিনয় দক্ষতা ছবির প্রতিটা চরিত্রে জীবন এনে দিয়েছে ৷ আমি চাই, খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে এই ছবি আসুক ৷" প্রযোজক হারমন বাওয়েজা জানিয়েছেন, এটা একটা স্পেশাল প্রোজেক্ট তাঁর কাছে ৷ ভালো গল্প বলার খিদে সকলের থাকে ৷ সেই খিদে থেকেই তামিল পরিচালক আসছেন হিন্দি ছবি নিয়ে ৷

ভেঙ্কটা অনিশ ডোরিগিল্লু জানিয়েছেন, গল্প সোনার পরেই তিনি প্রযোজনা করতে রাজি হয়ে যান ৷ গল্পের মধ্য দিয়ে পাওয়ারফুল মেসেজ দেওয়া হয়েছে ৷ ছবির কাস্টও অসাধারণ ৷ আশা, এই ছবি দর্শকদের মনে জায়গা করে নেবে ৷ জানা গিয়েছে, 'মহারাগনি' ছবির টেকনিশানও নেওয়া হয়েছে বেছে বেছে ৷ ডিওপির দায়িত্বে রয়েছেন জিকে বিষ্ণু, সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হর্ষবর্ধন রামেশ্বর ৷ প্রোডাকশন ডিজাইন করছেন সাহি সুরেশ ৷ ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন নীরঞ্জন আয়েঙ্গার ও জেসিকা খুরানা ৷ 'মহারাগনি' মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় ৷

এই পথ যদি না শেষ হয়... 'পঞ্চায়েত' সিজনের জার্নি নিয়ে নয়া চমক পরিচালক দীপকের

নয়াদিল্লি, 29 মে: অ্যাকশনে ভরপুর 'মহারাগনি: কুইন অফ কুইনস' ছবিতে কাজলের রণংদেহী রূপ ৷ যা দেখে চমকে গিয়েছেন দর্শকরা ৷ পুরো দক্ষিণী স্টাইলে অ্যাকশনে তুখোড় কাজলকে দেখে চেনা চায় ৷ যোগ্য সঙ্গত দিয়েছেন প্রভু দেবাও ৷ দু'যুগের বেশি সময় পর কাজল-প্রভু দেবা আবার একসঙ্গে ৷ ছবির নাম 'মহারাগনি: কুইন অফ কুইনস' ৷ এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতি ৷

ইতিমধ্যেই ছবির প্রথম ধাপের শুটিং হয়ে গিয়েছে ৷ প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে 'মহারাগনি' ছবির অফিসিয়াল টিজার ৷ প্রভু দেবা-কাজল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, সম্যুক্ত মেনন, আদিত্য শীল, প্রমোদ পাঠক, ছায়া কদম ও বাংলার যীশু সেনগুপ্তকে ৷ ছবির গল্প লিখেছেন স্বয়ং পরিচালক ৷ প্রযোজনা করছেন হারমন বাওয়েজা ও ভেঙ্কটা অনিশ ডোরিগিল্লুর সংস্থা ৷ সামনে এসেছে ছবির টিজার ৷ যাতেই মাত দর্শকরা ৷

'অল উই ইমাজিন...' নিয়ম ভেঙে নিজের নিয়ম তৈরি করতে শিখিয়েছে : কান জয়ী ছায়া কদম

ছবির চিত্রনাট্য প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, এটি একটি 'লেবার অফ লাভ ৷' তিনি বলেন, "কাজল, প্রভু দেবা, নাসিরুদ্দিন শাহ, যীশু সেনগুপ্তের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার অক্ভিজ্ঞতা অসাধারণ ৷ তাঁদের অভিনয় দক্ষতা ছবির প্রতিটা চরিত্রে জীবন এনে দিয়েছে ৷ আমি চাই, খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে এই ছবি আসুক ৷" প্রযোজক হারমন বাওয়েজা জানিয়েছেন, এটা একটা স্পেশাল প্রোজেক্ট তাঁর কাছে ৷ ভালো গল্প বলার খিদে সকলের থাকে ৷ সেই খিদে থেকেই তামিল পরিচালক আসছেন হিন্দি ছবি নিয়ে ৷

ভেঙ্কটা অনিশ ডোরিগিল্লু জানিয়েছেন, গল্প সোনার পরেই তিনি প্রযোজনা করতে রাজি হয়ে যান ৷ গল্পের মধ্য দিয়ে পাওয়ারফুল মেসেজ দেওয়া হয়েছে ৷ ছবির কাস্টও অসাধারণ ৷ আশা, এই ছবি দর্শকদের মনে জায়গা করে নেবে ৷ জানা গিয়েছে, 'মহারাগনি' ছবির টেকনিশানও নেওয়া হয়েছে বেছে বেছে ৷ ডিওপির দায়িত্বে রয়েছেন জিকে বিষ্ণু, সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হর্ষবর্ধন রামেশ্বর ৷ প্রোডাকশন ডিজাইন করছেন সাহি সুরেশ ৷ ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন নীরঞ্জন আয়েঙ্গার ও জেসিকা খুরানা ৷ 'মহারাগনি' মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় ৷

এই পথ যদি না শেষ হয়... 'পঞ্চায়েত' সিজনের জার্নি নিয়ে নয়া চমক পরিচালক দীপকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.