ETV Bharat / entertainment

লেন্স পরতেই চোখে তীব্র যন্ত্রণা! দৃষ্টি হারানোর ভয় অভিনেত্রী জসমিন ভাসিনের - JASMIN BHASIN contact lens mishap - JASMIN BHASIN CONTACT LENS MISHAP

Jasmin Bhasin hurt her Eyes during an Event: চোখ সুন্দর দেখাতে লেন্স অনেকেই পড়েন ৷ বিশেষ করে অভিনেত্রীরা ৷ চোখে সেই লেন্স পরেই চরম সমস্যায় পরলেন বলিউড অভিনেত্রী জসমিন ভাসিন ৷

Jasmin Bhasin hurt her Eyes during an Event
দৃষ্টি হারানোর ভয় অভিনেত্রী জসমিন ভাসিনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 21, 2024, 7:18 PM IST

হায়দরাবাদ, 21 জুলাই: চোখের কর্ণিয়াতে আঘাত পেয়েছেন 'বিগবস' খ্যাত অভিনেত্রী জসমিন ভাসিন ৷ দিল্লিতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় বিপত্তি ঘটে ৷ তিনি জানিয়েছেন, কন্ট্যাক্ট লেন্স পরতেই চোখে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় ৷ এমনকী, তিনি চোখে কিছু দেখতে পারছিলেন না ৷ এই ঘটনার পরেই তিনি তড়িঘড়ি মুম্বইতে ফেরেন ৷ সেখানকার এক হাসপাতালে চিকিৎসা চলে অভিনেত্রীর ৷ জসমিনের চোখে সাদা পট্টি বাঁধা ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, চোখের যা পরিস্থিতি তা দেখে চিকিৎসক বেশ কয়েকদিনের বিশ্রাম নিতে বলেছেন ৷ এক সাক্ষাৎকারে জসমিন জানিয়েছেন, 17 জুলাই নয়াদিল্লিতে এক অনুুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হন ৷ সেখানে মেকআপ ও ড্রেস করার পর তিনি কন্ট্যাক্ট লেন্স চোখে পরেন ৷ আর তাতেই পড়েন বিপত্তিতে ৷ লেন্স পরার পরেই চোখে অস্বস্তিবোধ করেন ৷ তারপর যন্ত্রণা শুরু হয় ৷ কিন্তু কাজের 'কমিটমেন্ট' থাকার কারণে ওইভাবেই তিনি অনুষ্ঠানে অংশ নেন ৷

অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি পরিস্থিতি সামলানোর জন্য চোখে সানগ্লাস পরে নেন ৷ এরপরেই অনুষ্ঠান শেষে তিনি নিজস্ব চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ৷ চোখে যন্ত্রণা থেকে অস্বস্তি পুরো বিষয়টা তিনি চিকিৎসককে জানান ৷ এমনকী, সেদিন রাতে তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না বলেও জানান ৷ জসমিন বলেন, "আমি অনুষ্ঠান শেষে মুম্বই এসে আগে চিকিৎসকের কাছে যাই ৷ চিকিৎসক জানান, চোখের যা অবস্থা তা সারতে সময় লাগবে ৷ আমাকে চোখের সম্পূর্ণ যত্ন নিতে হবে ৷"

এরপর অভিনেত্রী জানান, তাঁর চোখের যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে রাতে ঘুমোতে পর্যন্ত পারতেন না ৷ তাঁর চোখের ট্রিটমেন্টের ছবি সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷ দ্রুত তাঁর সুস্থতা কামনা করেন ৷ উল্লেখ্য, জসমিন টেলিভিশনে রিয়েলিটি শো 'খতরো কে খিলাড়ি 9', 'ফিয়ার ফ্যাক্টর', 'বিগবস 14'-এ নজর কাড়েন ৷ 2011 সালে তামিল ছবি ভানম ছবির হাত ধরে সিনে পর্দায় পা রাখেন জসমিন ভাসিন ৷ টেলিভিশনের পর্দাতেও একতা কাপুরের 'নাগিন:4', 'ভাগ্য কা জেহেরিলা খেল'-এর মতো শোয়ে দর্শকের নজরে আসেন ৷

হায়দরাবাদ, 21 জুলাই: চোখের কর্ণিয়াতে আঘাত পেয়েছেন 'বিগবস' খ্যাত অভিনেত্রী জসমিন ভাসিন ৷ দিল্লিতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় বিপত্তি ঘটে ৷ তিনি জানিয়েছেন, কন্ট্যাক্ট লেন্স পরতেই চোখে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় ৷ এমনকী, তিনি চোখে কিছু দেখতে পারছিলেন না ৷ এই ঘটনার পরেই তিনি তড়িঘড়ি মুম্বইতে ফেরেন ৷ সেখানকার এক হাসপাতালে চিকিৎসা চলে অভিনেত্রীর ৷ জসমিনের চোখে সাদা পট্টি বাঁধা ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, চোখের যা পরিস্থিতি তা দেখে চিকিৎসক বেশ কয়েকদিনের বিশ্রাম নিতে বলেছেন ৷ এক সাক্ষাৎকারে জসমিন জানিয়েছেন, 17 জুলাই নয়াদিল্লিতে এক অনুুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হন ৷ সেখানে মেকআপ ও ড্রেস করার পর তিনি কন্ট্যাক্ট লেন্স চোখে পরেন ৷ আর তাতেই পড়েন বিপত্তিতে ৷ লেন্স পরার পরেই চোখে অস্বস্তিবোধ করেন ৷ তারপর যন্ত্রণা শুরু হয় ৷ কিন্তু কাজের 'কমিটমেন্ট' থাকার কারণে ওইভাবেই তিনি অনুষ্ঠানে অংশ নেন ৷

অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি পরিস্থিতি সামলানোর জন্য চোখে সানগ্লাস পরে নেন ৷ এরপরেই অনুষ্ঠান শেষে তিনি নিজস্ব চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ৷ চোখে যন্ত্রণা থেকে অস্বস্তি পুরো বিষয়টা তিনি চিকিৎসককে জানান ৷ এমনকী, সেদিন রাতে তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না বলেও জানান ৷ জসমিন বলেন, "আমি অনুষ্ঠান শেষে মুম্বই এসে আগে চিকিৎসকের কাছে যাই ৷ চিকিৎসক জানান, চোখের যা অবস্থা তা সারতে সময় লাগবে ৷ আমাকে চোখের সম্পূর্ণ যত্ন নিতে হবে ৷"

এরপর অভিনেত্রী জানান, তাঁর চোখের যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে রাতে ঘুমোতে পর্যন্ত পারতেন না ৷ তাঁর চোখের ট্রিটমেন্টের ছবি সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷ দ্রুত তাঁর সুস্থতা কামনা করেন ৷ উল্লেখ্য, জসমিন টেলিভিশনে রিয়েলিটি শো 'খতরো কে খিলাড়ি 9', 'ফিয়ার ফ্যাক্টর', 'বিগবস 14'-এ নজর কাড়েন ৷ 2011 সালে তামিল ছবি ভানম ছবির হাত ধরে সিনে পর্দায় পা রাখেন জসমিন ভাসিন ৷ টেলিভিশনের পর্দাতেও একতা কাপুরের 'নাগিন:4', 'ভাগ্য কা জেহেরিলা খেল'-এর মতো শোয়ে দর্শকের নজরে আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.