ETV Bharat / entertainment

অনেক কষ্টে আইনি বিয়ের তারিখ মনে করলেন ইমনের স্বামী নীলাঞ্জন! তারপর?

Iman-Nilanjn: আইনি বিয়ের দিন ভুলে গিয়েছেন স্বামী ৷ ভিডিয়ো বার্তায় এসে স্বামী নীলাঞ্জনকে কী বললেন ইমন ?

Etv Bharat
ইমন-নীলাঞ্জনের বিবাহবার্ষিকী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 8:28 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: সাত পাকে বাঁধা পড়ার দিনটা সব মানুষের কাছেই স্পেশাল ৷ এই দিনটা মনে রাখেন সকলেই ৷ কিন্তু ব্যতিক্রম ঘটেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর ক্ষেত্রে ৷ লাইভে এসে শিল্পী দাবি করেন, আইনি বিয়ের দিন নাকি ভুলে গিয়েছেন স্বামী নীলাঞ্জন ৷

আসলে 31 জানুয়ারি আইনি বিবাহে বাঁধা পড়েছিলেন ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। আর সামাজিক বিয়েটা হয় 2 ফেব্রুয়ারি। আইনি বিয়ের দিনটা নিয়েও স্বভাবতই আবেগী ইমন চক্রবর্তী। কিন্তু সে কথা নাকি এক প্রকার ভুলতেই বসেছেন স্বামী নীলাঞ্জন ঘোষ। আর তা ফলাও করে সামাজিক মাধ্যমে জানিয়েও দিলেন গায়িকা ইমন। সামাজিক মাধ্যমে লাইভে এসে তিনি বলেন নীলাঞ্জনের মনেই নেই যে 31 জানুয়ারি তাঁদের আইনি বিয়ে হয়েছে। আর সত্যিই তাই ৷

নীলাঞ্জনকে 31 জানুয়ারি কী হয়েছিল সেই প্রশ্ন করতেই ভাবতে বসেন তিনি ৷ বেশ খানিকটা সময় পর অনেক কষ্টে মনে করে বলেন, "ও হ্যাঁ আজ রেজেস্ট্রি হয়েছিল। তাতে কী? বিয়ে তো 2 তারিখে।" আর এরপরেই একে অপরকে ভালোবাসার চুম্বনে বাঁধেন শিল্পী ইমন চক্রবর্তী এবং সুরকার নীলাঞ্জন ঘোষ।

দিনকয়েক আগেই তাঁদের পরিবারে এসেছে নতুন অতিথি। পছন্দের মডেলের গাড়ি কিনেছেন দম্পতি। এই মডেলের গাড়ি কেনার শখ ইমনের বহুদিনের। অবশেষে সেই মডেলের গাড়ি কিনতে পেরে দু'জনেই খুশি । নিজেদের জীবনের নতুন সদস্যটিকে নিয়ে ছবি ভাগ করে নিতেও ভোলেননি তাঁরা। ইমন, নীলাঞ্জনের সঙ্গী হয়েছিলেন ইমনের বাবাও। খুব শীঘ্রই আবার বসন্ত উৎসবে মেতে উঠবেন ইমন এবং তাঁর গানের স্কুলের ছাত্রছাত্রীরা।

আগামী 9 মার্চ লিলুয়ার মীরপাড়া পার্ক ময়দানে অনুষ্ঠিত হবে 'বসন্ত উৎসব ২০২৪'। হাজির থাকবেন ঊষা উত্থুপ থেকে শুরু করে লগ্নজিতা চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সমিধ-ঊর্বি, ফকিরা ব্যান্ড, দোহার, জোজো, দেবলীনা কুমার, কেশব, সৌম্যজিৎ, সৌরেন্দ্র-সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানে তাঁর পাশে ছায়ার মতো থাকেন নীলাঞ্জন ঘোষ। অন্যথা যে এবারেও হবে না তা বলা বাহুল্য।

আরও পড়ুন:

1. রুপোলি পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, শ্যামবাজারে শুরু 'শাস্ত্রী'র শুটিং

2. ছোটপর্দায় ফের দেবীর আগমন, আসছে 'মঙ্গলময়ী মা শীতলা'

3. কলকাতা বইমেলায় লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে হাজির 'ইতি মাধবী'

কলকাতা, 1 ফেব্রুয়ারি: সাত পাকে বাঁধা পড়ার দিনটা সব মানুষের কাছেই স্পেশাল ৷ এই দিনটা মনে রাখেন সকলেই ৷ কিন্তু ব্যতিক্রম ঘটেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর ক্ষেত্রে ৷ লাইভে এসে শিল্পী দাবি করেন, আইনি বিয়ের দিন নাকি ভুলে গিয়েছেন স্বামী নীলাঞ্জন ৷

আসলে 31 জানুয়ারি আইনি বিবাহে বাঁধা পড়েছিলেন ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। আর সামাজিক বিয়েটা হয় 2 ফেব্রুয়ারি। আইনি বিয়ের দিনটা নিয়েও স্বভাবতই আবেগী ইমন চক্রবর্তী। কিন্তু সে কথা নাকি এক প্রকার ভুলতেই বসেছেন স্বামী নীলাঞ্জন ঘোষ। আর তা ফলাও করে সামাজিক মাধ্যমে জানিয়েও দিলেন গায়িকা ইমন। সামাজিক মাধ্যমে লাইভে এসে তিনি বলেন নীলাঞ্জনের মনেই নেই যে 31 জানুয়ারি তাঁদের আইনি বিয়ে হয়েছে। আর সত্যিই তাই ৷

নীলাঞ্জনকে 31 জানুয়ারি কী হয়েছিল সেই প্রশ্ন করতেই ভাবতে বসেন তিনি ৷ বেশ খানিকটা সময় পর অনেক কষ্টে মনে করে বলেন, "ও হ্যাঁ আজ রেজেস্ট্রি হয়েছিল। তাতে কী? বিয়ে তো 2 তারিখে।" আর এরপরেই একে অপরকে ভালোবাসার চুম্বনে বাঁধেন শিল্পী ইমন চক্রবর্তী এবং সুরকার নীলাঞ্জন ঘোষ।

দিনকয়েক আগেই তাঁদের পরিবারে এসেছে নতুন অতিথি। পছন্দের মডেলের গাড়ি কিনেছেন দম্পতি। এই মডেলের গাড়ি কেনার শখ ইমনের বহুদিনের। অবশেষে সেই মডেলের গাড়ি কিনতে পেরে দু'জনেই খুশি । নিজেদের জীবনের নতুন সদস্যটিকে নিয়ে ছবি ভাগ করে নিতেও ভোলেননি তাঁরা। ইমন, নীলাঞ্জনের সঙ্গী হয়েছিলেন ইমনের বাবাও। খুব শীঘ্রই আবার বসন্ত উৎসবে মেতে উঠবেন ইমন এবং তাঁর গানের স্কুলের ছাত্রছাত্রীরা।

আগামী 9 মার্চ লিলুয়ার মীরপাড়া পার্ক ময়দানে অনুষ্ঠিত হবে 'বসন্ত উৎসব ২০২৪'। হাজির থাকবেন ঊষা উত্থুপ থেকে শুরু করে লগ্নজিতা চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সমিধ-ঊর্বি, ফকিরা ব্যান্ড, দোহার, জোজো, দেবলীনা কুমার, কেশব, সৌম্যজিৎ, সৌরেন্দ্র-সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানে তাঁর পাশে ছায়ার মতো থাকেন নীলাঞ্জন ঘোষ। অন্যথা যে এবারেও হবে না তা বলা বাহুল্য।

আরও পড়ুন:

1. রুপোলি পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, শ্যামবাজারে শুরু 'শাস্ত্রী'র শুটিং

2. ছোটপর্দায় ফের দেবীর আগমন, আসছে 'মঙ্গলময়ী মা শীতলা'

3. কলকাতা বইমেলায় লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে হাজির 'ইতি মাধবী'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.