ETV Bharat / entertainment

'রাজামৌলি' ডকুমেন্টারি থেকে 'ব্যাটম্যান' সিরিজ, চলতি সপ্তাহে ওটিটিতে রয়েছে একাধিক চমক - OTT Releases This Week

author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 30, 2024, 3:43 PM IST

OTT Releases This Week List: চলতি সপ্তাহে সিনেপ্রেমীদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে চমক ৷ এই সপ্তাহে একগুচ্ছ সিনেমা ও সিরিজ মুক্তি পেতে চলেছে পছন্দের প্ল্যাটফর্মে৷ আপনার কোনটা পছন্দ?

OTT Releases This Week List
চলতি সপ্তাহে ওটিটিতে রয়েছে একাধিক চমক (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 30 জুলাই: সিনেপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বিনোদনের অন্যতম মাধ্যম ৷ চলতি সপ্তাহে এসএস রাজামৌলিকে নিয়ে ডকুমেন্টারি থেকে ব্যাটম্যানের ছবি মুক্তি পাবে ওটিটিতে ৷ দেখে নিন কোন প্ল্যাটফর্মে কবে মুক্তি পাচ্ছে প্রিয় সিনেমা-সিরিজ ৷

কিংডম অফ দ্য প্লানেট অফ দ্য এপস- 'প্ল্যানেট অফ দ্য এপস' রিবুট সিরিজের চতুর্থ পর্বের পরতে পরতে থাকছে টুইস্ট ৷ গল্পটি নোয়াকে ঘিরে এগিয়েছে ৷ ওয়েন টিগ অভিনীত এক তরুণ শিম্পাঞ্জি এবং তার বন্ধু সুনা (লিডিয়া পেকহ্যাম) এবং আনায়া (ট্র্যাভিস জেফরি) অদ্ভুত এক পরীক্ষার মধ্য দিয়ে যান ৷ যেখানে জড়িয়ে থাকে একটি ঈগলের ডিমও ৷ সেখান থেকেই নানা ঘটনা ঘটতে থাকে ৷ সিরিজটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে 2 অগস্ট ৷

মর্ডান মাস্টার্স: এসএস রাজামৌলি- পরিচালককে নিয়ে পরিচালক হয়ে ওঠার গল্প শোনাবে এই সিরিজ ৷ প্রথম পর্বেই দেখানো হবে অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলির পরিচালক হয়ে ওঠার গল্প ৷ নেপথ্যের কাহিনী শোনাবেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ-সহ আরও অনেকে ৷ এই সিরিজের ট্রেলার দেখে মূল শো দেখার অপেক্ষায় দর্শকরা ৷ সিরিজটি স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে 2 অগস্ট থেকে

ব্যাটম্যান: ক্যাপড ক্রুসেডার- পয়লা অগস্ট থেকে প্রাইম ভিডিয়োতে দেখা যাবে 'ব্যাটম্যান: ক্যাপড ক্রুসেডার' ৷ অ্যানিমিটেড সিরিজ নিয়ে বেশি কৌতুহল বাচ্চাদের মধ্যে ৷

আনস্টেবল সিজন 2- নেটফ্লিক্সে পয়লা অগস্ট আসছে 'আনস্টেবল সিজন 2' ৷ প্রথম পর্বে এই সিরিজ দর্শকদের মন জয়ে করে নিয়েছিল ৷ বাবা-ছেলের সম্পর্ক নিয়ে অন্যরকম কাহিনী কোন দিকে এগোয় জানা যাবে সিজন 2-তে ৷

বর্ডারলেস ফগ- ইন্দোনেশিয়ান ছবি 'বর্ডারলেস ফগ' স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে পয়লা অগস্ট থেকেই ৷ গোয়েন্দা সানজা (পুত্রি মারিনো) ইন্দোনেশিয়া-মালয়েশিয়া সীমান্তের কাছে রহস্যময় ধারাবাহিক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেন। সানজা এই কেস নিয়ে চর্চা করতে থাকলে অতীতের কিছু ভয়ঙ্কর ঘটনা সামনে ভেসে আসে ৷ প্রতারণা এবং বিপদের গোলকধাঁধায় ক্রমশ জড়িয়ে পড়েন তিনি ৷ থ্রিলারধর্মী এই সিনেমা দর্শকদের ভালো লাগবে আশা করাই যায় ৷

হায়দরাবাদ, 30 জুলাই: সিনেপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বিনোদনের অন্যতম মাধ্যম ৷ চলতি সপ্তাহে এসএস রাজামৌলিকে নিয়ে ডকুমেন্টারি থেকে ব্যাটম্যানের ছবি মুক্তি পাবে ওটিটিতে ৷ দেখে নিন কোন প্ল্যাটফর্মে কবে মুক্তি পাচ্ছে প্রিয় সিনেমা-সিরিজ ৷

কিংডম অফ দ্য প্লানেট অফ দ্য এপস- 'প্ল্যানেট অফ দ্য এপস' রিবুট সিরিজের চতুর্থ পর্বের পরতে পরতে থাকছে টুইস্ট ৷ গল্পটি নোয়াকে ঘিরে এগিয়েছে ৷ ওয়েন টিগ অভিনীত এক তরুণ শিম্পাঞ্জি এবং তার বন্ধু সুনা (লিডিয়া পেকহ্যাম) এবং আনায়া (ট্র্যাভিস জেফরি) অদ্ভুত এক পরীক্ষার মধ্য দিয়ে যান ৷ যেখানে জড়িয়ে থাকে একটি ঈগলের ডিমও ৷ সেখান থেকেই নানা ঘটনা ঘটতে থাকে ৷ সিরিজটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে 2 অগস্ট ৷

মর্ডান মাস্টার্স: এসএস রাজামৌলি- পরিচালককে নিয়ে পরিচালক হয়ে ওঠার গল্প শোনাবে এই সিরিজ ৷ প্রথম পর্বেই দেখানো হবে অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলির পরিচালক হয়ে ওঠার গল্প ৷ নেপথ্যের কাহিনী শোনাবেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ-সহ আরও অনেকে ৷ এই সিরিজের ট্রেলার দেখে মূল শো দেখার অপেক্ষায় দর্শকরা ৷ সিরিজটি স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে 2 অগস্ট থেকে

ব্যাটম্যান: ক্যাপড ক্রুসেডার- পয়লা অগস্ট থেকে প্রাইম ভিডিয়োতে দেখা যাবে 'ব্যাটম্যান: ক্যাপড ক্রুসেডার' ৷ অ্যানিমিটেড সিরিজ নিয়ে বেশি কৌতুহল বাচ্চাদের মধ্যে ৷

আনস্টেবল সিজন 2- নেটফ্লিক্সে পয়লা অগস্ট আসছে 'আনস্টেবল সিজন 2' ৷ প্রথম পর্বে এই সিরিজ দর্শকদের মন জয়ে করে নিয়েছিল ৷ বাবা-ছেলের সম্পর্ক নিয়ে অন্যরকম কাহিনী কোন দিকে এগোয় জানা যাবে সিজন 2-তে ৷

বর্ডারলেস ফগ- ইন্দোনেশিয়ান ছবি 'বর্ডারলেস ফগ' স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে পয়লা অগস্ট থেকেই ৷ গোয়েন্দা সানজা (পুত্রি মারিনো) ইন্দোনেশিয়া-মালয়েশিয়া সীমান্তের কাছে রহস্যময় ধারাবাহিক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেন। সানজা এই কেস নিয়ে চর্চা করতে থাকলে অতীতের কিছু ভয়ঙ্কর ঘটনা সামনে ভেসে আসে ৷ প্রতারণা এবং বিপদের গোলকধাঁধায় ক্রমশ জড়িয়ে পড়েন তিনি ৷ থ্রিলারধর্মী এই সিনেমা দর্শকদের ভালো লাগবে আশা করাই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.