ETV Bharat / entertainment

সামনে এল সৃজিতের 'সত্যি বলতে সত্যি কিছু নেই'-এর ফার্স্ট লুক, শীতেই মুক্তি ছবির - srijit mukherjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 2:07 PM IST

New Bengali Movie: এক ঝাঁক তারকাদের নিয়ে 'সত্য়ি বলতে সত্যি কিছু নেই' তৈরি করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ সিনেমার শুটিং শেষ হয়ে গিয়েছে ৷ এবার প্রকাশ্যে এল সেই ছবির ফাস্ট লুক ৷

Srijit Mukherjee new movie
'সত্যি বলতে সত্যি কিছু নেই' ফার্স্ট লুক (নিজস্ব চিত্র)

কলকাতা, 30 জুন: প্রকাশ্যে এল সৃজিতের আসন্ন বাংলা ছবি 'সত্যি বলতে সত্যি কিছু নেই'-এর সব চরিত্রের ফার্স্ট লুক । এক ঝাঁক তারকাদের নিয়ে 'সত্য়ি বলতে সত্যি কিছু নেই' তৈরি করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শুটিং ৷ তবে কাকে কোন চরিত্রের জন্য কাস্ট করেছেন সৃজিত, তা নিয়ে তাঁর অনুরাগী মহলে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে ৷ অবশেষে সেই জল্পনার অবসান ঘটল ৷

ছবিতে রয়েছে 12টি চরিত্র ৷ মূলত 'কোর্টরুম ড্রামা' হল এই ছবির বিষয়বস্তু । বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায় । বাসু চট্টোপাধ্যায় পরিচালিত সর্বকালের সেরা কোর্টরুম ড্রামা 1986 সালের 'এক রুকা হুয়া ফয়সলা'র অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি । হিন্দি ছবিটির অনুপ্রেরণা অবশ্য ছিল ইংরেজি নাটক 'টুয়েলভ অ্যাংরি মেন'।

ইংরেজি এই নাটকটি নিয়ে একাধিক ছবি আগেও তৈরি হয়েছে । তবে এবার সৃজিত তাঁর ছবিটিকে বানিয়েছেন একটু স্বাদ বদল করে । কেমন সেই স্বাদ? এই ব্যাপারে মুখে কুলুপ পরিচালকের । তাই নাটকের সঙ্গে হুবহু মিল খোঁজা ঠিক হব না । যেমন, মূল কাহিনিতে কোনও মহিলা চরিত্র নেই । সৃজিত এখানে মহিলা চরিত্র নিয়ে এসেছেন । ছবিতে বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের মানুষকে দেখা যাবে । রাজনীতি, ভিন্ন মত, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সবই পাওয়া যাবে ছবিতে ।

ছবির বিষয়ে বলতে গিয়ে সৃজিত বলেন, "আমরা শুটিং শেষ করেছি । চমৎকার সব অভিনেতাদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে । অনন্যা এবং সৌরসেনীর সঙ্গে এটা আমার প্রথম কাজ । পরমব্রতের সঙ্গেও অনেকদিন পর কাজ করলাম । দারুণ লাগছে । এবার মুক্তির অপেক্ষা । ছবির মধ্যে কী নতুনত্ব রয়েছে তা এক্ষুণি বলা সম্ভব না ।" উল্লেখ্য, ছবির শুটিং শুরুর প্রথম দিনেই কাঁচ ভেঙে আহত হন ফাল্গুনী চট্টোপাধ্যায় । চোট সামলে পরদিনই ফ্লোরে আসেন তিনি । কারণ কোনও একজনকে বাদ দিয়ে শুটিং সম্ভব ছিল না । গত রবিবার এই ছবির শুটিং শেষ হয় তাজপুরে । এই শীতেই মুক্তি পাবে এই ছবি ৷

কলকাতা, 30 জুন: প্রকাশ্যে এল সৃজিতের আসন্ন বাংলা ছবি 'সত্যি বলতে সত্যি কিছু নেই'-এর সব চরিত্রের ফার্স্ট লুক । এক ঝাঁক তারকাদের নিয়ে 'সত্য়ি বলতে সত্যি কিছু নেই' তৈরি করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শুটিং ৷ তবে কাকে কোন চরিত্রের জন্য কাস্ট করেছেন সৃজিত, তা নিয়ে তাঁর অনুরাগী মহলে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে ৷ অবশেষে সেই জল্পনার অবসান ঘটল ৷

ছবিতে রয়েছে 12টি চরিত্র ৷ মূলত 'কোর্টরুম ড্রামা' হল এই ছবির বিষয়বস্তু । বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায় । বাসু চট্টোপাধ্যায় পরিচালিত সর্বকালের সেরা কোর্টরুম ড্রামা 1986 সালের 'এক রুকা হুয়া ফয়সলা'র অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি । হিন্দি ছবিটির অনুপ্রেরণা অবশ্য ছিল ইংরেজি নাটক 'টুয়েলভ অ্যাংরি মেন'।

ইংরেজি এই নাটকটি নিয়ে একাধিক ছবি আগেও তৈরি হয়েছে । তবে এবার সৃজিত তাঁর ছবিটিকে বানিয়েছেন একটু স্বাদ বদল করে । কেমন সেই স্বাদ? এই ব্যাপারে মুখে কুলুপ পরিচালকের । তাই নাটকের সঙ্গে হুবহু মিল খোঁজা ঠিক হব না । যেমন, মূল কাহিনিতে কোনও মহিলা চরিত্র নেই । সৃজিত এখানে মহিলা চরিত্র নিয়ে এসেছেন । ছবিতে বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের মানুষকে দেখা যাবে । রাজনীতি, ভিন্ন মত, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সবই পাওয়া যাবে ছবিতে ।

ছবির বিষয়ে বলতে গিয়ে সৃজিত বলেন, "আমরা শুটিং শেষ করেছি । চমৎকার সব অভিনেতাদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে । অনন্যা এবং সৌরসেনীর সঙ্গে এটা আমার প্রথম কাজ । পরমব্রতের সঙ্গেও অনেকদিন পর কাজ করলাম । দারুণ লাগছে । এবার মুক্তির অপেক্ষা । ছবির মধ্যে কী নতুনত্ব রয়েছে তা এক্ষুণি বলা সম্ভব না ।" উল্লেখ্য, ছবির শুটিং শুরুর প্রথম দিনেই কাঁচ ভেঙে আহত হন ফাল্গুনী চট্টোপাধ্যায় । চোট সামলে পরদিনই ফ্লোরে আসেন তিনি । কারণ কোনও একজনকে বাদ দিয়ে শুটিং সম্ভব ছিল না । গত রবিবার এই ছবির শুটিং শেষ হয় তাজপুরে । এই শীতেই মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.