কলকাতা, 12 সেপ্টেম্বর: প্রয়াত দুরদর্শনের আইকনিক সংবাদ পাঠিকা ছন্দা সেন। বুধবার রাত 2.25 নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় 78 বছর। রেখে গেলেন স্বামী এবং এক কন্যাকে। আকাশবাণী কলকাতা এবং কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে অবসান হল যেন এক যুগের।
তাঁকে ঘিরে স্মৃতি আওড়াতে গিয়ে প্রখ্যাত বাচিক শিল্পী জগন্নাথ বসু বলেন, "প্রকৃত গুণী মানুষ ছিলেন ছন্দা সেন। আমার আর ওঁর কাজ শুরু প্রায় একই সময়ে। ছন্দা আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। আমি কোনওদিন কোনও মেয়েকে 'তুই' বলা পছন্দ করি না। কিন্তু ছন্দা আমাকে 'তুই' বলে ডাকত আমিও ওকে 'তুই' বলে ডাকতাম। টেলিভিশনে খবর পড়ে ছন্দা বেশি জনপ্রিয় হয়।"
জগন্নাথ বসু আরও বলেন, "ছন্দার সঙ্গে মনে রাখার মতো একটাই অনুষ্ঠান ছিল আমার রেডিওতে। তখন দোলের সময় রেডিওতে একটা দারুণ অনুষ্ঠান হত। সেবার গৌরীপ্রসন্ন মজুমদার স্ক্রিপ্ট করেছিলেন। আর সেই স্ক্রিপ্ট লেখার সময় তিনি নানান রং ব্যবহার করেছিলেন। ওটা পাঠ করার ভার আমার আর ছন্দার পড়েছিল। সবাই বলে অনুষ্ঠানটা নাকি দারুণ করেছিলাম আমরা। ওটার কথা তাই আমি ভুলি না কখনও। খুব ভালো একজন বন্ধুকে হারালাম আজ।"
উল্লেখ্য, 1974 সালে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে যোগ দেন সংবাদ পাঠিকা হিসেবে। পরের বছর যোগ দেন দূরদর্শনে। কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতেই থাকতেন ছন্দাদেবী। পড়াশোনা করেছেন লেডি ব্রেবর্ন কলেজে। জানা গিয়েছ ছন্দা সেনের হৃদ্যন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা ছিল। গত এক বছরে বহু বার অসুস্থ হয়েছেন তিনি। বিগত কয়েক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে।