হায়দরাবাদ, 21 জুলাই: শহিদ দিবসে তৃণমূলের অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি ভিড় জমালেন তারকারাও ৷ বেলা গড়াতেই একে একে উপস্থিত হন টলিউডের প্রথম সারির তারকারা ৷ এর আগেই ইটিভি ভারত জানিয়েছিল কেমন পোশাকে এদিনের শহীদ স্মরণে উপস্থিত থাকবেন তাঁরা ৷ দেখা গেল, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সাদা রঙের পাঞ্জাবিতেই উপস্থিত হয়েছেন ৷ দেখা গেল শ্রীতমা ভট্টাচার্য, ভাস্বর চট্টোপাধ্যায় থেকে গায়ক নচিকেতা চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তীকেও ৷ আর কারা কারা ছিলেন তৃণমূল নেত্রীর জনসভায়?
Today, the entire Trinamool Congress family mourns the demise of the 13 great souls who sacrificed their lives for a greater cause.
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2024
People from across Bengal united under the leadership of our Hon'ble Chairperson Smt. @MamataOfficial to honour the martyrs.
Their courage and… pic.twitter.com/R8GxWYNSF1
ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন ৷ সেই কথা মন দিয়ে শুনছেন তারকারা ৷ শুটিং ও অন্য কাজ মুলতবি করে এদিনের মঞ্চে দেখা গেল ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে ৷ উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ৷ ছিলেন, মেদিনীপুরের নতুন সাংসদ জুন মালিয়া থেকে শুরু করে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷
শহীদ স্মরণে প্রতিবারের মতো এবারেও উপস্থিত ছিলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী ৷ যাদবপুরের নতুন সাংসদ সায়নী ঘোষকেও দেখা গেল মঞ্চে ৷ শুধু তাই নয়, তারকা সাংসদ হিসেবে নজরে আসেন ইউসুফ পাঠানও ৷ অন্যদিকে, স্ত্রী শ্রীময়ীকে ছাড়াই এদিনের অনুষ্ঠানে যোগ দেন কাঞ্চন মল্লিক ৷ শ্রীময়ী আগেই জানিয়েছিলেন, বাড়িতে গুরুপূর্ণিমার পুজো থাকায়, তিনি ব্যস্ত ৷ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক সুদেষ্ণা রায়, অভিনেত্রী লাভলি মৈত্র, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, কবি সুবোধ সরকার থেকে শুরু করে আবুল বাশার ৷
ইতিহাস বলে, 1993 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে নাকি বিধানসভার নির্বাচনে দাপিয়ে চলত ভোট জালিয়াতী ব্যাপক ছাপ্পা ভোট। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত সদস্যগণ ওই দিনে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযানে অহিংস সত্যাগ্রহ পদযাত্রা করেন। সেদিন তৎকালীন বামফ্রন্ট সরকারের অধিনস্থ পুলিশ, মিছিলে লাগাতার গুলি চালায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 জন তরুণ তুর্কীর ৷ সেই সকল শহীদদের স্মরণেই প্রতি বছর পালন করা হয় অমর 21 জুলাই ৷