ETV Bharat / entertainment

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছবিতে বীর সেনার ভূমিকায় জ্যাকি শ্রফ, গল্পে থাকছে নারীশক্তির কথাও

Biswajit Chaterjee Movies: 87 বছর বয়সি অভিনেতা আবার পরিচালকের আসনে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ ৷ ছবির নাম 'অগ্নিযুগ: দ্য ফায়ার' মুখ্যচরিত্রে জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের পাশাপাশি দেখা যাবে জ্যাকি শ্রফকেও ৷

Etv Bharat
'অগ্নিযুগ: দ্য ফায়ার' ছবিতে থাকছে জ্যাকি শ্রফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 6:46 PM IST

মুম্বই থেকে ছবি নিয়ে ভিডিয়ো বার্তা বিশ্বজিৎ-এর

কলকাতা, 28 জানুয়ারি: 40 বছর পর আবারও পরিচালকের আসনে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ শুরু হয়েছে অভিনেতা-পরিচালকের 'অগ্নিযুগ: দ্য ফায়ার' ছবির শুটিং ৷ এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকেও ৷ ভিডিয়ো বার্তায় জানিয়েছেন পরিচালত তথা অভিনেতা বিশ্বজিৎ ৷

পরিচালক মুম্বই থেকে পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন, "এই ছবিটা আমার কাছে নিছকই ছবি নয়। এটা আমার কাছে একটা মিশন। আমি চাই আগামী প্রজন্ম সঠিক ইতিহাসটা জানুক। তারা অনেককিছুই ভুল জেনেছে আজ পর্যন্ত। আমি সঠিক ইতিহাসটা সবার কাছে তুলে ধরতে চাই। এ বছরেই ছবিটা দর্শকের দরবারে নিয়ে আসতে চাই।"

উল্লেখ্য, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের 'অগ্নিযুগ-দ্য ফায়ার' ছবিতে অভিনয় করছেন অনুপম খের, ধর্মেন্দ্র, মধু। রাশিয়ান এবং নেপালি অভিনেতাও রয়েছেন এই ছবিতে। রয়েছেন দক্ষিণী অভিনেতা গণেশ ভেঙ্কটরমন এবং সম্ভবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অনুপম খের। লালা লাজপত রাইয়ের চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে ৷ ক্যাপ্টেন লক্ষ্মী সায়গলের চরিত্রে অভিনয় করছেন মধু। জীবনের 538তম ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের। বহুভাষিক এই ছবিটিতে দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অভিনেতা বেছে নিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই মুম্বই, পুনে ও দিল্লিতে ছবির কিছুটা শুটিং সেরেছেন বিশ্বজিৎ। ছবির প্রযোজক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ইরা চট্টোপাধ্যায়। গানের দিক সামলাবেন সুনীল কাপুর এবং সুধীর কাপুর।

প্রসঙ্গত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালকের আসনে 40 বছর পর ৷ তাঁর পরিচালিত শেষ ছবি 1984 সালে 'শোরগোল' ৷ 'ছোট্ট জিজ্ঞাসা' থেকে 'আমি সিরাজের বেগম', 'বাবা তারকনাথ', 'কুহেলি', 'দুই ভাই', 'বিশ সাল বাদ', 'নাইট ইন লন্ডন', 'দাদা ঠাকুর', 'দো কালিয়া', 'গড় নসিমপুর', 'দো কয়েদি', 'মেরা সায়া'-সহ অগণিত সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা বিশ্বজিৎ। পরিচালনা করেছেন 'রক্ততিলক', 'শোরগোল', 'অবিচার', 'ক্যাহেতে হ্যায় মুঝকো রাজা'। এ ছাড়া তথ্যচিত্র 'অমর নেতাজি' বানিয়েছেন নেতাজির জন্মশতবর্ষে। ঋত্বিক ঘটককে নিয়ে বাংলাদেশে বানান 'দুর্বার গতি পদ্মা' নামের একটি তথ্যচিত্র।

আরও পড়ুন:

1. বহু পুরনো দিনের গান থাকবে ছবিতে, পরিচালনায় ফিরে অকপট বিশ্বজিৎ

2. ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ, টলিউডে সাবালক হয়ে দর্শকদের বিশেষ উপহার দেবের

3. 'আমাদের সবাইকেই ফেস ম্যাপিংয়ের শিকার হতে হচ্ছে', এআই নিয়ে উদ্বিগ্ন অমিতাভ

মুম্বই থেকে ছবি নিয়ে ভিডিয়ো বার্তা বিশ্বজিৎ-এর

কলকাতা, 28 জানুয়ারি: 40 বছর পর আবারও পরিচালকের আসনে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ শুরু হয়েছে অভিনেতা-পরিচালকের 'অগ্নিযুগ: দ্য ফায়ার' ছবির শুটিং ৷ এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকেও ৷ ভিডিয়ো বার্তায় জানিয়েছেন পরিচালত তথা অভিনেতা বিশ্বজিৎ ৷

পরিচালক মুম্বই থেকে পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন, "এই ছবিটা আমার কাছে নিছকই ছবি নয়। এটা আমার কাছে একটা মিশন। আমি চাই আগামী প্রজন্ম সঠিক ইতিহাসটা জানুক। তারা অনেককিছুই ভুল জেনেছে আজ পর্যন্ত। আমি সঠিক ইতিহাসটা সবার কাছে তুলে ধরতে চাই। এ বছরেই ছবিটা দর্শকের দরবারে নিয়ে আসতে চাই।"

উল্লেখ্য, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের 'অগ্নিযুগ-দ্য ফায়ার' ছবিতে অভিনয় করছেন অনুপম খের, ধর্মেন্দ্র, মধু। রাশিয়ান এবং নেপালি অভিনেতাও রয়েছেন এই ছবিতে। রয়েছেন দক্ষিণী অভিনেতা গণেশ ভেঙ্কটরমন এবং সম্ভবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অনুপম খের। লালা লাজপত রাইয়ের চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে ৷ ক্যাপ্টেন লক্ষ্মী সায়গলের চরিত্রে অভিনয় করছেন মধু। জীবনের 538তম ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের। বহুভাষিক এই ছবিটিতে দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অভিনেতা বেছে নিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই মুম্বই, পুনে ও দিল্লিতে ছবির কিছুটা শুটিং সেরেছেন বিশ্বজিৎ। ছবির প্রযোজক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ইরা চট্টোপাধ্যায়। গানের দিক সামলাবেন সুনীল কাপুর এবং সুধীর কাপুর।

প্রসঙ্গত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালকের আসনে 40 বছর পর ৷ তাঁর পরিচালিত শেষ ছবি 1984 সালে 'শোরগোল' ৷ 'ছোট্ট জিজ্ঞাসা' থেকে 'আমি সিরাজের বেগম', 'বাবা তারকনাথ', 'কুহেলি', 'দুই ভাই', 'বিশ সাল বাদ', 'নাইট ইন লন্ডন', 'দাদা ঠাকুর', 'দো কালিয়া', 'গড় নসিমপুর', 'দো কয়েদি', 'মেরা সায়া'-সহ অগণিত সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা বিশ্বজিৎ। পরিচালনা করেছেন 'রক্ততিলক', 'শোরগোল', 'অবিচার', 'ক্যাহেতে হ্যায় মুঝকো রাজা'। এ ছাড়া তথ্যচিত্র 'অমর নেতাজি' বানিয়েছেন নেতাজির জন্মশতবর্ষে। ঋত্বিক ঘটককে নিয়ে বাংলাদেশে বানান 'দুর্বার গতি পদ্মা' নামের একটি তথ্যচিত্র।

আরও পড়ুন:

1. বহু পুরনো দিনের গান থাকবে ছবিতে, পরিচালনায় ফিরে অকপট বিশ্বজিৎ

2. ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ, টলিউডে সাবালক হয়ে দর্শকদের বিশেষ উপহার দেবের

3. 'আমাদের সবাইকেই ফেস ম্যাপিংয়ের শিকার হতে হচ্ছে', এআই নিয়ে উদ্বিগ্ন অমিতাভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.