ETV Bharat / entertainment

'বাওয়ারচি'র রিমেক! পাঁচ দশক পর ফের পর্দায় হৃষিকেশের কালজয়ী ছবি

Bawarchi Remake : অর্ধশতক পেরিয়ে ফের রাজেশ খান্না 'বাওয়ারচি' ম্যাজিক আসতে চলেছে সিনেপর্দায় ৷ নেপথ্যে পরিচালক অনুশ্রী মেহতা ৷

Etv Bharat
ফের পর্দায় রাজেশ খান্নার 'বাওয়ারচি'
author img

By PTI

Published : Feb 8, 2024, 6:56 PM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি: ঘর আর অফিস সামলে হাঁপিয়ে ওঠার জোগাড় ৷ স্বামী-সন্তান সামলে একান্নবর্তী পরিবারে সুখ কম, অশান্তি বেশি ৷ ঠিক সেই সময়ে বাড়িতে উপস্থিত হন রঘুনন্দন ৷ চোখের নিমেষে যে একান্নবর্তী পরিবারের সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নেন নিজের কাঁধে ৷ সকলকে সঙ্গে নিয়ে হাসিখুশি পরিবার কীভাবে গড়ে তুলতে হয়, তা শিখিয়েছিল রঘু ৷ হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত, রাজেশ খান্না অভিনীত 'বাওয়ারচি' ছবি যেন আজকালকার সময়ে বড়ই প্রাসঙ্গিক ৷ সাদা-কালো পর্দার সেই ছবির গল্প আবারও উঠে আসতে চলেছে সিনেপর্দায় ৷ নেপথ্যে 'মিসেস আন্ডারকভার' খ্যাত পরিচালক অনুশ্রী মেহতা ৷

জাদুগর ফিল্মস ও সমীর রাজ সিপ্পি প্রযোজনা সংস্থা বলিউডের মন মাতানো এমনই তিনটি ছবির রিমেক করতে প্রস্তুত ৷ 'বাওয়ারচি' ছাড়াও তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন-জয়া বচ্চন অভিনীত 'মিলি' (1975), ও গুলজারের 'কোশিশ', যা মুক্তি পায় 1972 সালে ৷ জাদুগর ফিল্মস ও সমীর রাজ সিপ্পি প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছেন অনুশ্রী মেহতাও ৷ তিনি জানিয়েছেন, হিন্দি সিনেমার কাল্ট তিনটি ছবি ফের পর্দায় নিয়ে আসার বিষয়টি নিয়ে উত্তেজিত ৷ তিনি বলেন, "যখন আমার বিজনেস পার্টনার আবির সেনগুপ্ত, সমীর রাজ সিপ্পি ও আমি তিনটে আইকনিক ছবিকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করি, তখন একটা বিষয়ে নিশ্চিত ছিলাম, এই ছবি ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে বানানো হবে আধুনিক সময়কে মাথায় রেখে ৷ যার মধ্যে 'বাওয়ারচি'র রিমেক বানাবো আমি ৷"

অনুশ্রী আরও বলেন, "আমার পার্টনাররা আমাকে এই বিশ্বাস জুগিয়েছেন যে, হৃষিকেশ মুখোপাধ্যায়ের অন্যতম এই ছবি আমি বানাতে পারব, যা সকলকে গর্বিত করবে ৷ তাই এই ছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও আমিই লিখব ৷" 1972 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই ছবিতে মুখ্যচরিত্রে রাজেশ খান্না ছাড়াও দেখা যায় জয়া বচ্চন, আসরানি, একে হংগল, ঊষা কিরণ, সীমা কাপুর, হরিদ্রনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে ৷

মূলত, 1966 সালে মুক্তি পাওয়া তপন সিনহা পরিচালিত 'গল্প হলেও সত্যি' অবলম্বনে তৈরি হয়েছিল 'বাওয়ারচি' ৷ অনুশ্রী জানিয়েছেন, তিনি এই ছবিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন ৷ তিনি বলেন, "পরিচালক তপন সিনহার ছবি যেভাবে হৃষিকেশ মুখোপাধ্যায় রিমেক করেছেন, সেই সময়কে ধরে রেখে তেমনই আমিও বর্তমান সময়ের উপযোগী করে বানাব এই ছবি ৷ যাতে এখনকার প্রজন্ম এই গল্পের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন ৷" তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে, কাদের অভিনয়ে দেখা যাবে, তা নিয়ে মুখ খোলেনি ছবির নির্মাতারা ৷

আরও পড়ুন:

1. শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত প্রসেনজিৎ

2. ছোট্টবেলার প্রেমে ইতি, 11 বছরের বিবাহিত জীবন কাটিয়ে বিচ্ছেদের পথে এশা-ভরত !

3. বোনের প্রতি যত্নশীল দীপিকা, মুম্বই বিমানবন্দরে নজর কাড়লেন শীত-পোশাকের ফ্যাশনে

মুম্বই, 8 ফেব্রুয়ারি: ঘর আর অফিস সামলে হাঁপিয়ে ওঠার জোগাড় ৷ স্বামী-সন্তান সামলে একান্নবর্তী পরিবারে সুখ কম, অশান্তি বেশি ৷ ঠিক সেই সময়ে বাড়িতে উপস্থিত হন রঘুনন্দন ৷ চোখের নিমেষে যে একান্নবর্তী পরিবারের সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নেন নিজের কাঁধে ৷ সকলকে সঙ্গে নিয়ে হাসিখুশি পরিবার কীভাবে গড়ে তুলতে হয়, তা শিখিয়েছিল রঘু ৷ হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত, রাজেশ খান্না অভিনীত 'বাওয়ারচি' ছবি যেন আজকালকার সময়ে বড়ই প্রাসঙ্গিক ৷ সাদা-কালো পর্দার সেই ছবির গল্প আবারও উঠে আসতে চলেছে সিনেপর্দায় ৷ নেপথ্যে 'মিসেস আন্ডারকভার' খ্যাত পরিচালক অনুশ্রী মেহতা ৷

জাদুগর ফিল্মস ও সমীর রাজ সিপ্পি প্রযোজনা সংস্থা বলিউডের মন মাতানো এমনই তিনটি ছবির রিমেক করতে প্রস্তুত ৷ 'বাওয়ারচি' ছাড়াও তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন-জয়া বচ্চন অভিনীত 'মিলি' (1975), ও গুলজারের 'কোশিশ', যা মুক্তি পায় 1972 সালে ৷ জাদুগর ফিল্মস ও সমীর রাজ সিপ্পি প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছেন অনুশ্রী মেহতাও ৷ তিনি জানিয়েছেন, হিন্দি সিনেমার কাল্ট তিনটি ছবি ফের পর্দায় নিয়ে আসার বিষয়টি নিয়ে উত্তেজিত ৷ তিনি বলেন, "যখন আমার বিজনেস পার্টনার আবির সেনগুপ্ত, সমীর রাজ সিপ্পি ও আমি তিনটে আইকনিক ছবিকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করি, তখন একটা বিষয়ে নিশ্চিত ছিলাম, এই ছবি ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে বানানো হবে আধুনিক সময়কে মাথায় রেখে ৷ যার মধ্যে 'বাওয়ারচি'র রিমেক বানাবো আমি ৷"

অনুশ্রী আরও বলেন, "আমার পার্টনাররা আমাকে এই বিশ্বাস জুগিয়েছেন যে, হৃষিকেশ মুখোপাধ্যায়ের অন্যতম এই ছবি আমি বানাতে পারব, যা সকলকে গর্বিত করবে ৷ তাই এই ছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও আমিই লিখব ৷" 1972 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই ছবিতে মুখ্যচরিত্রে রাজেশ খান্না ছাড়াও দেখা যায় জয়া বচ্চন, আসরানি, একে হংগল, ঊষা কিরণ, সীমা কাপুর, হরিদ্রনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে ৷

মূলত, 1966 সালে মুক্তি পাওয়া তপন সিনহা পরিচালিত 'গল্প হলেও সত্যি' অবলম্বনে তৈরি হয়েছিল 'বাওয়ারচি' ৷ অনুশ্রী জানিয়েছেন, তিনি এই ছবিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন ৷ তিনি বলেন, "পরিচালক তপন সিনহার ছবি যেভাবে হৃষিকেশ মুখোপাধ্যায় রিমেক করেছেন, সেই সময়কে ধরে রেখে তেমনই আমিও বর্তমান সময়ের উপযোগী করে বানাব এই ছবি ৷ যাতে এখনকার প্রজন্ম এই গল্পের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন ৷" তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে, কাদের অভিনয়ে দেখা যাবে, তা নিয়ে মুখ খোলেনি ছবির নির্মাতারা ৷

আরও পড়ুন:

1. শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত প্রসেনজিৎ

2. ছোট্টবেলার প্রেমে ইতি, 11 বছরের বিবাহিত জীবন কাটিয়ে বিচ্ছেদের পথে এশা-ভরত !

3. বোনের প্রতি যত্নশীল দীপিকা, মুম্বই বিমানবন্দরে নজর কাড়লেন শীত-পোশাকের ফ্যাশনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.