হায়দরাবাদ, 1 মে: 'ঝুকেগা নেহি শালা...' ৷ 2021 সালে এই সংলাপেই ছেয়ে গিয়েছিল নেটপাড়া ৷ গ্যাংস্টার হলেও পুষ্পা ছিল 'মাস হিরো' ৷ তাঁকে জব্দ করতে আসরে নামেন এসপি ভ্রমর সিং শেখাওয়াত ৷ তারপর কী হল? সেই গল্প নিয়ে আসছে পুষ্পা 2: দ্য রুল ৷ মুক্তি পেল ছবির প্রথম গান ৷ বলা ভাল টাইটেল সং থেকেই আন্দাজ করা যায়, পুষ্পার রাজত্বে আরও অনেক কিছু নতুন হতে চলেছে যা দেখে চমকে যেতে বাধ্য দর্শক ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষীত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' ৷ সুকুমার পরিচালিত এই ছবির প্রথম গান সামনে এল পয়লা মে-তে ৷ তেলুগুর পাশাপাশি গানটি সামনে এসেছে হিন্দিতেও ৷ গানটি লিখেছেন চন্দ্র বোস, হিন্দিতে গলা দিয়েছেন মিকা সিং ও নাকাশ আজিজ ৷ সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷ সোশাল মিডিয়াতে প্রযোজনা সংস্থা মাইথিরি মুভি মেকার্সের তরফে গানের লিঙ্ক শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "আনন্দ ও উৎসব উদযাপন করুন ৷ এসে গিয়েছে পুষ্পারাজ ৷ জপ করুন পুষ্পা পুষ্পা মন্ত্র ৷ পুষ্পা 2-এর প্রথম সিঙ্গল গান মুক্তি পেল ৷ ছবির গ্র্যান্ড মুক্তি চলতি বছর 15 অগস্ট ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গানটি শুরু থেকেই এনার্জিতে ভরা ৷ যেখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় কোরাসে পুষ্পা নাম ৷ মজার বিষয় তেলুগু, হিন্দির পাশাপাশি তামিল, কন্নড়, মালয়লম ও বাংলাতেও মুক্তি পেয়েছে এই গান ৷ বাংলায় গানটি গেয়েছেন তিমির বিশ্বাস ৷ গানের কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ মূলত, আগেই ছবি সমালোচক সুমিত কাদেল সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন 'পুষ্পা' মুক্তি পাবে বাংলাতেও ৷ অর্থাৎ বাংলা ভাষায় ডাব হবে দক্ষিণের বড় বাজেটের এই ছবি ৷ তবে সেই ছবিতে আল্লুর ও রশ্মিকার ডাবিং কোনও কলকাতার শিল্পী করবেন নাকি তা মুম্বইতে হবে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি ৷ তবে হিন্দির পাশাপাশি বাংলাতে 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তি পাওয়া একটা বড় চমক সিনেপ্রেমীদের কাছে ৷
আরও পড়ুন:
1. 'তিনি ঈশ্বরের আশীর্বাদধন্য'! অরিজিৎ সিংয়ে মুগ্ধ মাহিরা
2. সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি, জেলে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের; মৃত্যু হাসপাতালে
3. সিনে জগতে শাবানা আজমির 50 বছর, উদযাপন নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে