ETV Bharat / entertainment

শ্রীবল্লির সঙ্গে রোম্যান্টিক মুডে পুষ্পা, প্রেম-বন্ধুত্বের অফস্ক্রিন কেমিস্ট্রি ধরা পড়ল নতুন গানে - PUSHPA 2 NEW SONG - PUSHPA 2 NEW SONG

Angaaron (The Couple Song) Song: 'ও আন্তাভা', 'শ্রীবল্লি' ও 'স্বামী-স্বামী' গান 2021 সালে পুষ্পা-র মতোই রাজ করেছে চার্টবাস্টারে ৷ এবার সামনে এল 'পুষ্পা 2: দ্য রুল' ছবির দ্বিতীয় গান ৷ রোমান্টিক মুডে ধরা দিলেন আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা ৷

Angaaron (The Couple Song) Song
আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা (অভিনেত্রী রশ্মিকার ইন্সটাগ্রাম হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 1:25 PM IST

হায়দরাবাদ, 29 মে: রোমান্টিক মুডে পুষ্পা ও শ্রীবল্লি ৷ বহু প্রতীক্ষিত 'পুষ্পা 2' ছবির নতুন গান সেট করেছে রোম্যান্টিসিজমের নতুন সংজ্ঞা ৷ বুধবার কথা মতো সোশাল মিডিয়ায় 'আঙ্গারও' (দ্য কাপল সং) মুক্তি পেতেই ঝড়ের গতিতে বাড়ছে ভিউয়ার সংখ্যা ৷ ভালোবাসার গোলাপি রঙে রাঙলেন আল্লু আর্জুন ও রশ্মিকা মন্দানা ৷

সুকুমার পরিচালিত 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তি পাবে চলতি বছরের 15 অগস্ট ৷ ছবির টিজার থেকে প্রথম গান 'পুষ্পা অ্যান্থম' হিট দর্শকমহলে ৷ অপেক্ষা ছিল পুষ্পা-শ্রীবল্লিকে একসঙ্গে দেখার ৷ তাও পূর্ণ হল এদিন ৷ বুধবার সকালে গানটি মুক্তি পেতেই আল্লু ও রশ্মিকার অনস্ক্রিন-অফস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁল দর্শকদের ৷ মজার বিষয়, এইভাবেও গান মুক্তির প্রোমোশন করা যায়, তা কেউ পরিকল্পনাও করতে পারেননি ৷

প্রযোজনা সংস্থার তরফে 'আঙ্গারও' গানটি সোশাল মিডিয়ায় সামনে আনা হয় অন্যরকমভাবে ৷ কীরকম? 'আঙ্গারও'-র মেকিংই এই গানের মূল ইউএসপি ৷ গণেশ আচারিয়া কোরিয়োগ্রাফিতে ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানে-গানে তৈরি হয়েছে ম্যাজিক ৷ শুটিং ফ্লোরের খুনসুটি থেকে বন্ধুত্বে নানা মুহূর্ত, কখনও ক্যামেরার পিছনে আবার কখনও সামনে, আল্লু আর্জুন-রশ্মিকার কেমিষ্ট্রিতে মুগ্ধ অনুরাগীরা ৷

পুষ্পা 2 বাংলার টাইটেল ট্র্যাকের রেকর্ডিং কলকাতাতেই, আর কী জানালেন গায়ক তিমির ?

এক অনুরাগী লিখেছেন, "এটা কোরিয়োগ্রাফ করা গান নয় ৷ আসল গানের শুটিং দেখানো হয়নি ৷ ওটা সিনেমা হলেই দেখতে হবে ৷ দারুণ প্রোমোশন স্ট্রাটেজি ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "আল্লু-রশ্মিকা-শ্রেয়া সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷" মূলত, এই গানের কথা লিখেছেন রাকীব আলম ৷ সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' ৷ সুকুমার পরিচালিত এই ছবির প্রথম গান 'পুষ্পা অ্যান্থম' সামনে আসে পয়লা মে'তে ৷ তেলুগুর পাশাপাশি গানটি সামনে এসেছে হিন্দিতেও ৷ গানটি লিখেছেন চন্দ্র বোস, হিন্দিতে গলা দিয়েছেন মিকা সিং ও নাকাশা আজিজ ৷ সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷ সোশাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা মাইথিরি মুভি মেকার্সের তরফে গানের লিঙ্ক শেয়ার করা হয় ৷ এবার দর্শক মজেছে পুষ্পা-শ্রীবল্লির রোমান্টিক গানে ৷

আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও

হায়দরাবাদ, 29 মে: রোমান্টিক মুডে পুষ্পা ও শ্রীবল্লি ৷ বহু প্রতীক্ষিত 'পুষ্পা 2' ছবির নতুন গান সেট করেছে রোম্যান্টিসিজমের নতুন সংজ্ঞা ৷ বুধবার কথা মতো সোশাল মিডিয়ায় 'আঙ্গারও' (দ্য কাপল সং) মুক্তি পেতেই ঝড়ের গতিতে বাড়ছে ভিউয়ার সংখ্যা ৷ ভালোবাসার গোলাপি রঙে রাঙলেন আল্লু আর্জুন ও রশ্মিকা মন্দানা ৷

সুকুমার পরিচালিত 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তি পাবে চলতি বছরের 15 অগস্ট ৷ ছবির টিজার থেকে প্রথম গান 'পুষ্পা অ্যান্থম' হিট দর্শকমহলে ৷ অপেক্ষা ছিল পুষ্পা-শ্রীবল্লিকে একসঙ্গে দেখার ৷ তাও পূর্ণ হল এদিন ৷ বুধবার সকালে গানটি মুক্তি পেতেই আল্লু ও রশ্মিকার অনস্ক্রিন-অফস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁল দর্শকদের ৷ মজার বিষয়, এইভাবেও গান মুক্তির প্রোমোশন করা যায়, তা কেউ পরিকল্পনাও করতে পারেননি ৷

প্রযোজনা সংস্থার তরফে 'আঙ্গারও' গানটি সোশাল মিডিয়ায় সামনে আনা হয় অন্যরকমভাবে ৷ কীরকম? 'আঙ্গারও'-র মেকিংই এই গানের মূল ইউএসপি ৷ গণেশ আচারিয়া কোরিয়োগ্রাফিতে ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানে-গানে তৈরি হয়েছে ম্যাজিক ৷ শুটিং ফ্লোরের খুনসুটি থেকে বন্ধুত্বে নানা মুহূর্ত, কখনও ক্যামেরার পিছনে আবার কখনও সামনে, আল্লু আর্জুন-রশ্মিকার কেমিষ্ট্রিতে মুগ্ধ অনুরাগীরা ৷

পুষ্পা 2 বাংলার টাইটেল ট্র্যাকের রেকর্ডিং কলকাতাতেই, আর কী জানালেন গায়ক তিমির ?

এক অনুরাগী লিখেছেন, "এটা কোরিয়োগ্রাফ করা গান নয় ৷ আসল গানের শুটিং দেখানো হয়নি ৷ ওটা সিনেমা হলেই দেখতে হবে ৷ দারুণ প্রোমোশন স্ট্রাটেজি ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "আল্লু-রশ্মিকা-শ্রেয়া সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷" মূলত, এই গানের কথা লিখেছেন রাকীব আলম ৷ সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' ৷ সুকুমার পরিচালিত এই ছবির প্রথম গান 'পুষ্পা অ্যান্থম' সামনে আসে পয়লা মে'তে ৷ তেলুগুর পাশাপাশি গানটি সামনে এসেছে হিন্দিতেও ৷ গানটি লিখেছেন চন্দ্র বোস, হিন্দিতে গলা দিয়েছেন মিকা সিং ও নাকাশা আজিজ ৷ সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷ সোশাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা মাইথিরি মুভি মেকার্সের তরফে গানের লিঙ্ক শেয়ার করা হয় ৷ এবার দর্শক মজেছে পুষ্পা-শ্রীবল্লির রোমান্টিক গানে ৷

আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.