ETV Bharat / entertainment

অক্ষয়ের সঙ্গে বাণীর রোম্যান্স, 'খেল খেল মেঁ' চলল মন দেওয়া-নেওয়ার পালা - AKSHAY KUMAR NEW SONG - AKSHAY KUMAR NEW SONG

Khel Khel Mein second song Release: মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমারের ছবি 'খেল খেল মেঁ' ৷ সম্প্রতি সামনে এল ছবির নতুন রোম্যান্টিক গান ৷ অক্ষয় কুমার-বাণী কাপুরের গানে মজে নেটপাড়া ৷ গানে কণ্ঠ দিয়েছেন, বিশাল কুমার, জাহরাহ এস খান ৷

Khel Khel Mein second song Releases
অক্ষয়ের সঙ্গে বাণীর রোম্যান্স নতুন গানে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 30, 2024, 2:28 PM IST

হায়দরাবাদ, 30 জুলাই: 'সরফিরা'র পর আরও একটি নতুন ছবি উপহার দিতে চলেছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার ৷ তবে এবার তাঁর সঙ্গে রয়েছে আরও একাধিক তারকা ৷ মুক্তির অপেক্ষায় মুদাস্সর আজিজ পরিচালত 'খেল খেল মেঁ' ৷ মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির নতুন রোমান্টিক গান ৷ পর্দায় জমে ক্ষীর অক্ষয় কুমার ও বাণী কাপুরের মিষ্টি রোম্যান্স ৷

রোমান্টিক গান 'দূর না করি' গানটি গেয়েছেন বিশাল কুমার ও জাহরাহ এস খান ৷ গানের সুর, কথা ও চিত্রায়ন বারবার প্রেমে পড়ার অন্যতম কারণ হতে পারে ৷ ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার পর যে সিগ্ধতা থাকে, যে অনুভূতি থাকে তা অন্যরকমভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে ৷

গানে দেখা গিয়েছে, বাণী কাপুর একজন লেখিকা ৷ প্রথম দেখাতেই বাণীর প্রেমে পড়েন অক্ষয় ৷ এরপর নানা অজুহাতে নায়িকার সঙ্গে দেখা করতে থাকেন আক্কি ৷ এরপর আচমকাই ব্রেকআপ হয়ে যায় নায়িকার ৷ সেই সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নায়ক অক্ষয় ৷ সেই বন্ধুত্ব ধীরে ধীরে বদলাতে থাকে ভালোবাসায় ৷ তারপর কী হয়, গানে আন্দাজ করা সম্ভব নয় ৷ তবে বিচ্ছেদ আর মিলনের মধ্যিখানে এই গান ছবির গল্প নিয়ে আগ্রহ জাগায় ৷

এর আগে ছবির প্রথম যে গান মুক্তি পায় তা ছিল এনার্জেটিক নম্বর ৷ ট্রাডিশনাল পোশাকে ছবির নায়ক-নায়িকাদেরডান্স নম্বর 'হৌলি হৌলি'তে কোমর দোলাতে দেখা যায় ৷ অক্ষয় কুমার ছাড়াও দেখা যায় অ্যামি ভির্ক, তাপসী পান্নু, বাণী কাপুর, আদিত্য শীল ও প্রজ্ঞা জয়েসওয়াল ও ফারদিন খানকে ৷ গানটি গেয়েছেন গুরু রান্ধাওয়া, নেহা কক্কর ও হানি সিং ৷

ছবির প্রেক্ষাপট হিসাবে জানা গিয়েছে, পুরনো বন্ধুরা অনেকদিন পর এক জায়গায় মিলিত হন ৷ সেখানে তাঁরা একটি গেমের কখা ভাবেন ৷ সেই গেম খেলতে গিয়ে কী পরিণতি হয়, তাই নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷ অনেক সত্য সামনে আসে ৷ অনেক সম্পর্কে ধরে চিড় ৷ 'খেল খেল মেঁ' মুক্তি পাবে 15 অগস্ট ৷ ওই দিনই আবার মুক্তি পাচ্ছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'স্ত্রী 2' ৷ এখন স্বাধীনতা দিবসে ছবি প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করতে পারে কি না, তা সময় বলবে ৷

হায়দরাবাদ, 30 জুলাই: 'সরফিরা'র পর আরও একটি নতুন ছবি উপহার দিতে চলেছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার ৷ তবে এবার তাঁর সঙ্গে রয়েছে আরও একাধিক তারকা ৷ মুক্তির অপেক্ষায় মুদাস্সর আজিজ পরিচালত 'খেল খেল মেঁ' ৷ মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির নতুন রোমান্টিক গান ৷ পর্দায় জমে ক্ষীর অক্ষয় কুমার ও বাণী কাপুরের মিষ্টি রোম্যান্স ৷

রোমান্টিক গান 'দূর না করি' গানটি গেয়েছেন বিশাল কুমার ও জাহরাহ এস খান ৷ গানের সুর, কথা ও চিত্রায়ন বারবার প্রেমে পড়ার অন্যতম কারণ হতে পারে ৷ ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার পর যে সিগ্ধতা থাকে, যে অনুভূতি থাকে তা অন্যরকমভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে ৷

গানে দেখা গিয়েছে, বাণী কাপুর একজন লেখিকা ৷ প্রথম দেখাতেই বাণীর প্রেমে পড়েন অক্ষয় ৷ এরপর নানা অজুহাতে নায়িকার সঙ্গে দেখা করতে থাকেন আক্কি ৷ এরপর আচমকাই ব্রেকআপ হয়ে যায় নায়িকার ৷ সেই সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নায়ক অক্ষয় ৷ সেই বন্ধুত্ব ধীরে ধীরে বদলাতে থাকে ভালোবাসায় ৷ তারপর কী হয়, গানে আন্দাজ করা সম্ভব নয় ৷ তবে বিচ্ছেদ আর মিলনের মধ্যিখানে এই গান ছবির গল্প নিয়ে আগ্রহ জাগায় ৷

এর আগে ছবির প্রথম যে গান মুক্তি পায় তা ছিল এনার্জেটিক নম্বর ৷ ট্রাডিশনাল পোশাকে ছবির নায়ক-নায়িকাদেরডান্স নম্বর 'হৌলি হৌলি'তে কোমর দোলাতে দেখা যায় ৷ অক্ষয় কুমার ছাড়াও দেখা যায় অ্যামি ভির্ক, তাপসী পান্নু, বাণী কাপুর, আদিত্য শীল ও প্রজ্ঞা জয়েসওয়াল ও ফারদিন খানকে ৷ গানটি গেয়েছেন গুরু রান্ধাওয়া, নেহা কক্কর ও হানি সিং ৷

ছবির প্রেক্ষাপট হিসাবে জানা গিয়েছে, পুরনো বন্ধুরা অনেকদিন পর এক জায়গায় মিলিত হন ৷ সেখানে তাঁরা একটি গেমের কখা ভাবেন ৷ সেই গেম খেলতে গিয়ে কী পরিণতি হয়, তাই নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷ অনেক সত্য সামনে আসে ৷ অনেক সম্পর্কে ধরে চিড় ৷ 'খেল খেল মেঁ' মুক্তি পাবে 15 অগস্ট ৷ ওই দিনই আবার মুক্তি পাচ্ছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'স্ত্রী 2' ৷ এখন স্বাধীনতা দিবসে ছবি প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করতে পারে কি না, তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.