ETV Bharat / entertainment

কাঞ্চনের বলিউডে পা, বিদ্যা বালানের সঙ্গে এক ফ্রেমে ! কোন ফিল্ম ? - KANCHAN IN BHOOL BHULAIYAA 3

এবার বলিউডে পা রাখছেন কাঞ্চন মল্লিক ৷ বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁকে দেখা যাবে একই ছবিতে ৷ এই সুখবর নিজেই দিলেন অভিনেতা ৷

ETV BHARAT
কাঞ্চনের বলিউডে পা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 9, 2024, 11:36 AM IST

Updated : Oct 9, 2024, 11:56 AM IST

কলকাতা, 9 অক্টোবর: বাংলা কাঁপিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন কাঞ্চন মল্লিক । 'ভুলভুলাইয়া 3'-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে । সামাজিক মাধ্যমে নিজেই সেই সুখবর দিয়েছেন অভিনেতা । তবে, কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে, সে বিষয়ে কিছুই খোলসা করেননি তিনি ।

কাঞ্চন মল্লিক তাঁর ফেসবুকের পাতায় লিখেছেন, "আমি গত 33 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি । প্রচুর ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি । তবে যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলাম, মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম দিনটা আবার যেন ফিরে এসেছে । কিন্তু যখন সেটে পৌঁছলাম, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মতোই প্রত্যেকটা মানুষ আমায় আপন করে নিলেন । এটা আমার কাছে অন্যতম প্রাপ্তি । একজন অভিনেতা হিসেবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই ।"

ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন কাঞ্চন ৷ 'ভুলভুলাই 3'-তে তাঁর অভিনয়ের কথা জানিয়ে তিনি লেখেন, "যে সমস্ত মানুষেরা আমায় এত বছর ধরে ভালবেসেছেন, আমার কাছে প্রত্যাশা করেছেন, তাঁদের ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার কাছে নেই । আমার আগামী কাজেও আপনাদের এমনই ভালোবাসা, সম্মান আর আশীর্বাদ চাই । আমার আগামী কাজ সম্ভবত দীপাবলিতে মুক্তি পাচ্ছে বড়পর্দায় । ছবিটির নাম 'ভুলভুলাইয়া 3'। আমি গোটা 'ভুলভুলাইয়া 3'-এর টিমকে শুভেচ্ছা, ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি ।"

প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া 3-তে কাঞ্চন ছাড়াও রয়েছেন আরেক বাঙালি, তিনি হলেন প্রান্তিকা দাস । বিদ্যা বালান, কার্তিক আরিয়ানের মতো তাবড় অভিনেতারা রয়েছেন এই ছবিতে । সব ঠিকঠাক থাকলে এই দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির ।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাঞ্চন মল্লিকের অবদান কম নয় । অভিনয় ক্যারিশ্মায় দর্শকের মন জয় করেছেন তিনি । বাংলা থিয়েটার থেকে তাঁর উত্থান । অভিনয় থেকে সঞ্চালনা, সব ক্ষেত্রেই পারদর্শী তিনি । এই পারদর্শিতাই তাঁকে এবার পৌঁছে দিল ভিন রাজ্যের ফিল্মি দুনিয়ায় ।

কলকাতা, 9 অক্টোবর: বাংলা কাঁপিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন কাঞ্চন মল্লিক । 'ভুলভুলাইয়া 3'-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে । সামাজিক মাধ্যমে নিজেই সেই সুখবর দিয়েছেন অভিনেতা । তবে, কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে, সে বিষয়ে কিছুই খোলসা করেননি তিনি ।

কাঞ্চন মল্লিক তাঁর ফেসবুকের পাতায় লিখেছেন, "আমি গত 33 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি । প্রচুর ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি । তবে যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলাম, মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম দিনটা আবার যেন ফিরে এসেছে । কিন্তু যখন সেটে পৌঁছলাম, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মতোই প্রত্যেকটা মানুষ আমায় আপন করে নিলেন । এটা আমার কাছে অন্যতম প্রাপ্তি । একজন অভিনেতা হিসেবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই ।"

ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন কাঞ্চন ৷ 'ভুলভুলাই 3'-তে তাঁর অভিনয়ের কথা জানিয়ে তিনি লেখেন, "যে সমস্ত মানুষেরা আমায় এত বছর ধরে ভালবেসেছেন, আমার কাছে প্রত্যাশা করেছেন, তাঁদের ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার কাছে নেই । আমার আগামী কাজেও আপনাদের এমনই ভালোবাসা, সম্মান আর আশীর্বাদ চাই । আমার আগামী কাজ সম্ভবত দীপাবলিতে মুক্তি পাচ্ছে বড়পর্দায় । ছবিটির নাম 'ভুলভুলাইয়া 3'। আমি গোটা 'ভুলভুলাইয়া 3'-এর টিমকে শুভেচ্ছা, ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি ।"

প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া 3-তে কাঞ্চন ছাড়াও রয়েছেন আরেক বাঙালি, তিনি হলেন প্রান্তিকা দাস । বিদ্যা বালান, কার্তিক আরিয়ানের মতো তাবড় অভিনেতারা রয়েছেন এই ছবিতে । সব ঠিকঠাক থাকলে এই দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির ।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাঞ্চন মল্লিকের অবদান কম নয় । অভিনয় ক্যারিশ্মায় দর্শকের মন জয় করেছেন তিনি । বাংলা থিয়েটার থেকে তাঁর উত্থান । অভিনয় থেকে সঞ্চালনা, সব ক্ষেত্রেই পারদর্শী তিনি । এই পারদর্শিতাই তাঁকে এবার পৌঁছে দিল ভিন রাজ্যের ফিল্মি দুনিয়ায় ।

Last Updated : Oct 9, 2024, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.