ETV Bharat / business

প্রতি শুক্রবার মাত্র 11 টাকায় বিমানের টিকিট! সস্তায় বিদেশ ভ্রমণের সুযোগ - PLANE TICKETS FOR RS 11

ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ারের এই 11 টাকার অফারটি প্রতি শুক্রবার পাওয়া যাবে। এই অফারের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত।

Plane Tickets For Rs 11
মাত্র 11 টাকায় বিমানের টিকিট! প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 5:32 PM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: বিমানে ভ্রমণ করা মধ্যবিত্তদের প্রায় সকলেরই স্বপ্ন। বিমানে ভ্রমণ ক্ষেত্রে বাধ সাধে এর বিপুল ভাড়া! কিন্তু, এখন মাত্র 11 টাকায় বিমানের টিকিট পাওয়া যাবে। তা-ও আবার 11 টাকার টিকিটে বিমানে বিদেশ ভ্রমণের সুযোগ!

আসলে, এই অফারটি ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ার (Vietjet Air) দিয়েছে। ভিয়েটজেট এয়ার একটি দুর্দান্ত সেল চালু করেছে যেখানে ভারত থেকে ভিয়েতনামের বিমানের টিকিট মাত্র 11 টাকায় পাওয়া যাচ্ছে (কর এবং ফি বাদে)। এই অফারটি ইকো (ইকোনমি) ক্লাস টিকিটের জন্য এবং মুম্বাই, দিল্লি, কোচি এবং আহমেদাবাদের মতো প্রধান শহরগুলি থেকে ভিয়েতনামের হো চি মিন সিটি, হ্যানয় এবং দা নাং-এর মতো গন্তব্যগুলির ক্ষেত্রে পাওয়া যাবে।

Vietjet Air Offer
এই অফারটি ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ার (Vietjet Air) দিয়েছে (ইটিভি ভারত)

কীভাবে টিকিট বুক করবেন?

ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ারের এই 11 টাকার অফারটি প্রতি শুক্রবার পাওয়া যাবে। এই অফারের মেয়াদ আগামী 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। তবে, এই অফারটি শুধুমাত্র সীমিত আসনের জন্যই প্রযোজ্য ৷ তাই উৎসাহী যাত্রীকে আগে থেকেই বুকিং করতে হবে। টিকিট বুক করার জন্য, ভিয়েতজেট এয়ারের অফিসিয়াল ওয়েবসাইট www.vietjetair.com অথবা তাদের মোবাইল অ্যাপ ব্যবহার করা যেতে পারে।

অফার সম্পর্কিত অন্যান্য তথ্য:

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, যাত্রী তাঁর ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চাইলে তা পরিবর্তন করা সম্ভব৷ তবে এর জন্য তাঁকে একটি নির্দিষ্ট ফি বা চার্জ দিতে হবে। টিকিট বাতিল করলে, টাকা যাত্রীর ট্রাভেল ওয়ালেটে জমা হবে ৷ তবে এর জন্যও বাড়তি ফি লাগবে।

ভিয়েতনাম তার আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত ৷ ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ারের (Vietjet Air) এই অফারটি আপনাকে এই দেশে ভ্রমণের একটি দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে। সস্তায় ভিয়েতনাম ভ্রমণের ইচ্ছে থাকলে আগামিকাল থেকে 11 টাকার অফারটি পাওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন ৷

আরও পড়ুন
1500 টাকারও কমে ফ্লাইটের টিকিট ! ধামাকা অফার এয়ার ইন্ডিয়ার
ভাড়া দেড় হাজার ! অফারের বন্যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: বিমানে ভ্রমণ করা মধ্যবিত্তদের প্রায় সকলেরই স্বপ্ন। বিমানে ভ্রমণ ক্ষেত্রে বাধ সাধে এর বিপুল ভাড়া! কিন্তু, এখন মাত্র 11 টাকায় বিমানের টিকিট পাওয়া যাবে। তা-ও আবার 11 টাকার টিকিটে বিমানে বিদেশ ভ্রমণের সুযোগ!

আসলে, এই অফারটি ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ার (Vietjet Air) দিয়েছে। ভিয়েটজেট এয়ার একটি দুর্দান্ত সেল চালু করেছে যেখানে ভারত থেকে ভিয়েতনামের বিমানের টিকিট মাত্র 11 টাকায় পাওয়া যাচ্ছে (কর এবং ফি বাদে)। এই অফারটি ইকো (ইকোনমি) ক্লাস টিকিটের জন্য এবং মুম্বাই, দিল্লি, কোচি এবং আহমেদাবাদের মতো প্রধান শহরগুলি থেকে ভিয়েতনামের হো চি মিন সিটি, হ্যানয় এবং দা নাং-এর মতো গন্তব্যগুলির ক্ষেত্রে পাওয়া যাবে।

Vietjet Air Offer
এই অফারটি ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ার (Vietjet Air) দিয়েছে (ইটিভি ভারত)

কীভাবে টিকিট বুক করবেন?

ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ারের এই 11 টাকার অফারটি প্রতি শুক্রবার পাওয়া যাবে। এই অফারের মেয়াদ আগামী 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। তবে, এই অফারটি শুধুমাত্র সীমিত আসনের জন্যই প্রযোজ্য ৷ তাই উৎসাহী যাত্রীকে আগে থেকেই বুকিং করতে হবে। টিকিট বুক করার জন্য, ভিয়েতজেট এয়ারের অফিসিয়াল ওয়েবসাইট www.vietjetair.com অথবা তাদের মোবাইল অ্যাপ ব্যবহার করা যেতে পারে।

অফার সম্পর্কিত অন্যান্য তথ্য:

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, যাত্রী তাঁর ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চাইলে তা পরিবর্তন করা সম্ভব৷ তবে এর জন্য তাঁকে একটি নির্দিষ্ট ফি বা চার্জ দিতে হবে। টিকিট বাতিল করলে, টাকা যাত্রীর ট্রাভেল ওয়ালেটে জমা হবে ৷ তবে এর জন্যও বাড়তি ফি লাগবে।

ভিয়েতনাম তার আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত ৷ ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ারের (Vietjet Air) এই অফারটি আপনাকে এই দেশে ভ্রমণের একটি দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে। সস্তায় ভিয়েতনাম ভ্রমণের ইচ্ছে থাকলে আগামিকাল থেকে 11 টাকার অফারটি পাওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন ৷

আরও পড়ুন
1500 টাকারও কমে ফ্লাইটের টিকিট ! ধামাকা অফার এয়ার ইন্ডিয়ার
ভাড়া দেড় হাজার ! অফারের বন্যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.