নয়াদিল্লি, 23 জুলাই: বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেছেন ৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা ভোটের ফলাফলের পরে কংগ্রেসের এবারের ইস্তাহার পড়েছেন, এটা জানতে পেরে তিনি আনন্দিত ৷
এ দিন লোকসভায় সীতারমন বাজেট পেশ করার পরই সোশাল মিডিয়ায় পোস্ট করেন পি চিদম্বরম ৷ সেখানে তিনি লেখেন, "আমি জেনে আনন্দিত যে মাননীয় অর্থমন্ত্রী নির্বাচনের ফলাফলের পরে 2024 সালের লোকসভা ভোটের জন্য তৈরি কংগ্রেসের ইস্তাহার পড়েছেন । আমি খুশি যে তিনি কার্যত কংগ্রেসের ইস্তাহারের 30 পাতায় থাকা এমপ্লয়মেন্ট-লিঙ্কড ইনসেনটিভ (কর্মসংস্থানের সঙ্গে জড়িত উৎসাহভাতা) গ্রহণ করেছেন ।"
I am glad to know that the Hon'ble FM has read the Congress Manifesto LS 2024 after the election results
— P. Chidambaram (@PChidambaram_IN) July 23, 2024
I am happy she has virtually adopted the Employment-linked incentive (ELI) outlined on page 30 of the Congress Manifesto
I am also happy that she has introduced the…
ইউপিএ জমানায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো চিদম্বরম সোশাল মিডিয়ায় আরও লিখেছেন, "আমিও খুশি যে তিনি কংগ্রেসের ইস্তাহারের 11 পাতায় প্রতিটি শিক্ষানবীশের জন্য ভাতা-সহ শিক্ষানবীশ স্কিমের কথা বলা ছিল, তা চালু করেছেন । অর্থমন্ত্রী যদি কংগ্রেসের ইস্তাহারে থাকা আরও কিছু প্রতিশ্রুতি নিয়ে নিতেন, তাহলে ভালো হত৷ আমি শীঘ্রই জানাব যে কোন কোন বিষয়গুলি তিনি নিলেন না ৷"
I was pleased to hear that the FM will abolish the Angel Tax. Congress has pleaded for the abolition for many years and most recently in the Congress Manifesto on page 31
— P. Chidambaram (@PChidambaram_IN) July 23, 2024
প্রসঙ্গত, এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন ৷ ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মোরারজি দেশাইয়ের টানা বাজেট পেশের রেকর্ড ভাঙলেন তিনি ৷ তাছাড়া এটা তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট ৷ সেই বাজেট পেশ হওয়ার পর পি চিদম্বরম যেমন সমালোচনায় সরব হয়েছেন, তেমনই কটাক্ষ করেছেন আরেক কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷
After ten years of denial - where neither the non-biological PM nor his party's Lok Sabha Elections Manifesto would even mention jobs - the Union Government seems to have finally come around to tacitly admitting that mass unemployment is a national crisis that requires urgent…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 23, 2024
জয়রাম রমেশের দাবি, দশ বছর অস্বীকার করার পরে অবশেষে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিল গণ বেকারত্ব ক্রমশ জাতীয় ইস্যুতে পরিণত হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি লোকসভা নির্বাচনের আগে এই কথা স্বীকার করেনি ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়রাম রমেশ ৷ তিনি লিখেছেন, "এটা অনেক দেরি হয়ে গিয়েছে এবং এটা দেখা যাচ্ছে বাজেট বক্তৃতায় কাজের চেয়ে ভাবভঙ্গিতে বেশি মনোনিবেশ করা হয়েছে ৷"
তাঁরও দাবি যে কংগ্রেসের ইস্তাহার থেকেই এবার অনেক প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ দেশের 500টি শীর্ষস্থানীয় সংস্থায় আগামী পাঁচ বছর এক কোটি যুবক-যুবতী যে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই বিষয়টি কংগ্রেসের ইস্তাহার থেকেই নেওয়া বলে দাবি জয়রামের ৷
Why has it taken 10 years to announce that what was already committed to in the Andhra Pradesh Reorganisation Act, 2014 will be implemented? https://t.co/u7DrWZ4etA
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 23, 2024
বাজেটের পর শুধু বিজেপি নয়, এনডিএ-র শরিক তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর সমালোচনাও করেছে কংগ্রেস ৷ কংগ্রেসের বক্তব্য, 2018 সালে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবিতে এনডিএ ছেড়েছিলেন নায়ডু ৷ ছ’বছর পর যখন নায়ডুর সাংসদদের উপর বিজেপি নির্ভরশীল, তখন তাঁকে শুধুমাত্র অমরাবতীর জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হল ৷
উল্লেখ্য, অমরাবতীর জন্য এবারের বাজেটে 15 হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷ তাছাড়া আরও একাধিক প্রকল্পের কথা এবারের বাজেটে শুধু অন্ধ্রপ্রদেশের জন্যই ঘোষণা করা হয়েছে ৷