নয়াদিল্লি, এপ্রিল 11: ভারতে তাঁর প্রথম সফরেরে বিষয়টি নিশ্চিত করলেন টেসলা সিইও ইলন মাস্ক ৷ মাস্ক বুধবার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।
বুধবার তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মাস্ক পোস্ট করে লেখেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে!" সূত্রের খবর, ইলন মাস্ক, তাঁর প্রথম ভারত সফরে দেশে টেসলার প্রথম প্ল্যান্টের প্রত্যাশিত ঘোষণা করতে পারেন। খবর অনুযায়ী, আগামী 22 তারিখ দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মাস্ক। ভারতে টেসলার প্রথম অভিযানের ঘোষণা ছাড়াও, মাস্ক দেশের মেজর অটোমোবাইল সংস্থাগুলোর পরিকল্পনার বিশদ বিবরণও প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। তবে, মাস্কের ভারত সফরের চূড়ান্ত কোনও কর্মসূচি এখনও নিশ্চিত করা হয়নি কোনও তরফে। আগে জানা গিয়েছিল, টেসলার আধিকারিকরা ইতিমধ্যেই উৎপাদন কারখানার জন্য ভারতে সম্ভাব্য সাইটগুলি পরিদর্শন করছেন ৷ যার জন্য প্রায় 2 বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে।
ভারতের বাজারে নিজেদের সংস্থার সম্প্রসারণে টেসলার আগ্রহ তীব্র হয়েছে ৷ টেসলার বৈদ্যুতিক গাড়ির জন্য আন্তর্জাতিক চাহিদাও বেড়েছে বলে দাবি করা হচ্ছে সংস্থার তরফে। আর সে কারণেই কোম্পানি সক্রিয়ভাবে একটি অত্যাধুনিক উৎপাদন সুবিধা স্থাপনের জন্য উপযুক্ত অবস্থানের সন্ধানও করছে। সূত্রের খবর, মহারাষ্ট্র সরকার এবং গুজরাত সরকার এই উদ্দেশে টেসলাকে জমি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ৷ ভারতের বৈদ্যুতিক গতিশীলতার ল্যান্ডস্কেপে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে ৷ প্রস্তাবিত উৎপাদন প্ল্যান্ট, যার আনুমানিক বিনিয়োগ 2 বিলিয়ন থেকে 3 বিলিয়ন ইউএস ডলার ৷ এই পদক্ষেপটি ভারতের নতুন ইলেকট্রিক ভেহিক্যাল নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ৷ যা পরিবহনের খরচ এবং কার্বন নিঃসরণও কমাবে বলে মনে করা হচ্ছে ৷ বিশ্বের বিভিন্ন ইভি নির্মাতাদের বিনিয়োগের জন্যও ভারত আবেদন করছে ৷ ভারতীয় গ্রাহকদের মধ্যে উন্নত ইভি প্রযুক্তি গ্রহণের প্রচার করা এবং দেশের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে শক্তিশালী করারও লক্ষ্য নিয়ে দেশ এগোচ্ছে।
এছাড়াও , ভারতীয় বাজারে টেসলার প্রবেশ দেশের অর্থনীতি এবং পরিবেশের জন্য অপরিসীম প্রতিশ্রুতিও প্রদান করেছে ৷ একটি উৎপাদন কারখানা স্থাপন এবং ভারত থেকে অটো যন্ত্রাংশের ক্রয় বৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে এবং দেশীয় উৎপাদন বাস্তুতন্ত্রকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে ৷ (এএনআই)
আরও পড়ুন: