ETV Bharat / business

দাম কমছে জাগুয়ার ল্যান্ডরোভারের, এক ধাক্কায় সস্তা হচ্ছে প্রায় 20 লক্ষ টাকা! - JLR India Production

Jaguar Land Rover: টেসলার পর এবার ভারতে তৈরি হতে চলেছে বিলাসবহুল গাড়ি রেঞ্জ রোভার ৷ টাটা মটোর্স-এর উদ্যোগেই মহারাষ্ট্রের পুনে-তে তৈরি হবে রেঞ্জরোভার এবং রেঞ্জরোভার স্পোর্টস মডেল ৷ এক ধাক্কায় প্রায় 18-22 শতাংশ দাম কমবে এই বিলাসবহুল গাড়ির ৷ সম্ভবত জুলাই থেকেই ভারতীয় ভার্সন আসছে এই দুই গাড়ির ৷

Jaguar Land Rover
কমতে চলেছে জাগুয়ার ল্যান্ডরোভারের দাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 8:32 PM IST

Updated : May 28, 2024, 8:38 PM IST

হায়দরাবাদ, 28 মে: জাগুয়ারের ল্যান্ড রোভারের প্রতি গাড়িপ্রেমীদের আলাদা দূর্বলতা যে উচ্চ মাত্রায়, তা বলার অপেক্ষা রাখে না ৷ ব্রিটেনে তৈরি এই দুই গাড়ির চাহিদা কোনও অংশে কমেনি ৷ বিলাসবহুল এই দুই গাড়ি সামাজের বিত্তবান শ্রেণির 'স্ট্যাটাস সিম্বল' ৷ সাধারণত, টাটা মোটর্স-এর উদ্যোগে এবার ভারতে তৈরি হচ্ছে এই মডেল ৷ 54 বছরের ইতিহাসে এই প্রথম লন্ডনের বাইরে তৈরি হচ্ছে এই গাড়ির বিশেষ দু’টি মডেল ৷ এতদিন পর্যন্ত লন্ডনের সোলিহুল প্ল্য়ান্টে জাগুয়ার ল্যান্ডরোভার তৈরি হতো ৷ এই তৈরি গাড়িগুলি বিশ্বের 121টি বাজারে রফতানি করা হতো, যার মধ্যে একটি দেশ ভারত ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানানো হয়েছে, বিখ্যাত এই ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ি দু’টি মডেলের নির্দিষ্ট ক্রেতা আছে, যাঁরা সাধারণত ব্রিটেনের বাইরে থাকেন ৷ সেই সমস্ত ক্রেতাদের বেশি দামে এই গাড়ি কিনতে হতো ৷ সেই তালিকায় ছিল ভারতও ৷ এবার ভারতে এই গাড়ি তৈরি হওয়ায় দাম কমবে, যা দেশের অনেক ক্রেতাদেরই আগ্রহী করে তুলবে ৷ দেশের মধ্যে তৈরি হাওয়ায় উৎপাদন খরচও এক ধাক্কায় 18-22 শতাংশ কমে যাবে এই দুই বিশেষ মডেলের ৷

টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর বলেন, "জাগুয়ার ল্যান্ডরোভার ব্র্যান্ডটি টাটার পরিবারে সঙ্গে 15 বছর আগেই জড়িয়ে গিয়েছে ৷ তবে ভারতে রেঞ্জ রোভারের উৎপাদন করার সুযোগ পেয়ে আমরা খুবই আপ্লুত ! এই পথ চলা যে সফল হবে, সেই ব্যপারেও আমরা আশাবাদী ৷" এই দু’টি গাড়ির উৎপাদন নিয়ে আশাবাদী জাগুয়ার ল্যান্ডরোভার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজন আম্বা ৷ তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "ইতিহাসে প্রথমবার রেঞ্জরোভার এবং রেঞ্জরেভার স্পোর্টস মডেল ভারতে তৈরি হচ্ছে, যা ভারতের গাড়ি তৈরির বাজারের বৃ্দ্ধির ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ৷ এবার নাগরিকরা আরও কম দমে পাবেন এই গাড়ি ৷"

তিনি আরও উল্লেখ করেন, গত অর্থবর্ষে ভারতে 4 হাজার 436 ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল ৷ আগামী 3 বছরের মধ্যে এই বিক্রি আরও বাড়বে বলে তিনি মনে করছেন ৷ ভারতে তৈরি এই গাড়িগুলির দাম শুরু হবে 1.4 কোটি টাকা থেকে ৷ বিদেশে তৈরি এই একই মডেলের জন্য 1.9 কোটি টাকা দিতে হতো ক্রেতাদের ৷ ভারতে উৎপাদিত গাড়ির দাম কমায় নাগরিকদের পকেটে চাপও কম পড়বে বলে তিনি মনে করছেন ৷

হায়দরাবাদ, 28 মে: জাগুয়ারের ল্যান্ড রোভারের প্রতি গাড়িপ্রেমীদের আলাদা দূর্বলতা যে উচ্চ মাত্রায়, তা বলার অপেক্ষা রাখে না ৷ ব্রিটেনে তৈরি এই দুই গাড়ির চাহিদা কোনও অংশে কমেনি ৷ বিলাসবহুল এই দুই গাড়ি সামাজের বিত্তবান শ্রেণির 'স্ট্যাটাস সিম্বল' ৷ সাধারণত, টাটা মোটর্স-এর উদ্যোগে এবার ভারতে তৈরি হচ্ছে এই মডেল ৷ 54 বছরের ইতিহাসে এই প্রথম লন্ডনের বাইরে তৈরি হচ্ছে এই গাড়ির বিশেষ দু’টি মডেল ৷ এতদিন পর্যন্ত লন্ডনের সোলিহুল প্ল্য়ান্টে জাগুয়ার ল্যান্ডরোভার তৈরি হতো ৷ এই তৈরি গাড়িগুলি বিশ্বের 121টি বাজারে রফতানি করা হতো, যার মধ্যে একটি দেশ ভারত ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানানো হয়েছে, বিখ্যাত এই ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ি দু’টি মডেলের নির্দিষ্ট ক্রেতা আছে, যাঁরা সাধারণত ব্রিটেনের বাইরে থাকেন ৷ সেই সমস্ত ক্রেতাদের বেশি দামে এই গাড়ি কিনতে হতো ৷ সেই তালিকায় ছিল ভারতও ৷ এবার ভারতে এই গাড়ি তৈরি হওয়ায় দাম কমবে, যা দেশের অনেক ক্রেতাদেরই আগ্রহী করে তুলবে ৷ দেশের মধ্যে তৈরি হাওয়ায় উৎপাদন খরচও এক ধাক্কায় 18-22 শতাংশ কমে যাবে এই দুই বিশেষ মডেলের ৷

টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর বলেন, "জাগুয়ার ল্যান্ডরোভার ব্র্যান্ডটি টাটার পরিবারে সঙ্গে 15 বছর আগেই জড়িয়ে গিয়েছে ৷ তবে ভারতে রেঞ্জ রোভারের উৎপাদন করার সুযোগ পেয়ে আমরা খুবই আপ্লুত ! এই পথ চলা যে সফল হবে, সেই ব্যপারেও আমরা আশাবাদী ৷" এই দু’টি গাড়ির উৎপাদন নিয়ে আশাবাদী জাগুয়ার ল্যান্ডরোভার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজন আম্বা ৷ তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "ইতিহাসে প্রথমবার রেঞ্জরোভার এবং রেঞ্জরেভার স্পোর্টস মডেল ভারতে তৈরি হচ্ছে, যা ভারতের গাড়ি তৈরির বাজারের বৃ্দ্ধির ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ৷ এবার নাগরিকরা আরও কম দমে পাবেন এই গাড়ি ৷"

তিনি আরও উল্লেখ করেন, গত অর্থবর্ষে ভারতে 4 হাজার 436 ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল ৷ আগামী 3 বছরের মধ্যে এই বিক্রি আরও বাড়বে বলে তিনি মনে করছেন ৷ ভারতে তৈরি এই গাড়িগুলির দাম শুরু হবে 1.4 কোটি টাকা থেকে ৷ বিদেশে তৈরি এই একই মডেলের জন্য 1.9 কোটি টাকা দিতে হতো ক্রেতাদের ৷ ভারতে উৎপাদিত গাড়ির দাম কমায় নাগরিকদের পকেটে চাপও কম পড়বে বলে তিনি মনে করছেন ৷

Last Updated : May 28, 2024, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.