ETV Bharat / business

জিও'র একাধিক রিচার্জে বিনামূল্য মিলবে ওটিটি সাবস্ক্রিবশনের সুযোগ - jio prepaid plans

Jio Recharge: এবার থেকে 329, 949 ও 1,049 প্রিপেড প্ল্যান রিচার্জ করলে মিলবেই ডিজনি+হটস্টারের ও বেশ কিছু ওটিটি সাবস্ক্রিবশন ৷

Jio Recharge
জিও সাবস্ক্রিবশন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 2:53 PM IST

হায়দরাবাদ: চলতি মাস থেকেই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা রিলায়েন্স জিও ৷ তারপরই গ্রাহকদের বিভিন্নভাবে ট্রলের শিকার হয় এই সংস্থা ৷ এমনকী বেশ কিছু গ্রাহক সংশ্লিষ্ট সংস্থার কানেকশন ছেড়ে দিয়ে অন্য নেটওয়ার্ক ব্যবহার করার কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ এ সব মাথায় রেখেই গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা আনল জিও টেলিকম ৷ বেশ কয়েকটি রিচার্জ প্ল্যানের সঙ্গে মিলবে এবার ওটিটি সাবস্ক্রিবশনের সুবিধাও ৷

রিলয়েন্সের জিও এনেছে নতুন 3টি প্রিপেড প্ল্যান ৷ যেগুল রিচার্জের সঙ্গে মিলবে ডিজনি+হটস্টার, সোনি লিভ, জি ফাইভ ও জিও সাভন প্রো-র সাবস্ক্রিবশন ৷ এছাড়াও হাইস্পিড 2 জিবি ডেটা ও 5জি ডেটা আনলিমিডেট ৷ এর আগে এই বেশ কিছু রিচার্জে এই সুবিধা থাকলেও ট্যারিফ চার্জ বৃদ্ধির পড়ে সেগুলি বাদ দেওয়া হয়েছিল ৷

জিও 329 টাকার প্ল্যানের সুবিধা: এই প্ল্যানের বৈধতা 28 দিন ৷ প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও জিও সাভন প্রো-র সাবস্ক্রিবশন পাবেন গ্রাহকরা ৷ সাবস্ক্রিবশনের জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না ৷

জিও 949 টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 84 দিনের ৷ প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও এই নির্দিষ্ট সময়ের জন্য ডিজনি+হটস্টারের সাবস্ক্রিবশন পাবেন গ্রাহকরা ৷

জিও1,049 টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 84 দিনের ৷ প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও এই নির্দিষ্ট সময়ের জন্য সোনি লিভ ও জি ফাইভ-এর সাবস্ক্রিবশন পাবেন গ্রাহকরা ৷

পাশাপাশি জিও টেলিকমের 349 টাকার প্ল্যানের বৈধতা আগের মতো 28 দিন আছে ৷ অন্যান্য সুবিধা একই আছে এই প্ল্যানের ৷ আগের মতোই প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ আগের মতোই জিও টিভি, জিও সিনেমা দেখার পাশাপাশি জিও ক্লাউড ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা ৷

হায়দরাবাদ: চলতি মাস থেকেই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা রিলায়েন্স জিও ৷ তারপরই গ্রাহকদের বিভিন্নভাবে ট্রলের শিকার হয় এই সংস্থা ৷ এমনকী বেশ কিছু গ্রাহক সংশ্লিষ্ট সংস্থার কানেকশন ছেড়ে দিয়ে অন্য নেটওয়ার্ক ব্যবহার করার কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ এ সব মাথায় রেখেই গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা আনল জিও টেলিকম ৷ বেশ কয়েকটি রিচার্জ প্ল্যানের সঙ্গে মিলবে এবার ওটিটি সাবস্ক্রিবশনের সুবিধাও ৷

রিলয়েন্সের জিও এনেছে নতুন 3টি প্রিপেড প্ল্যান ৷ যেগুল রিচার্জের সঙ্গে মিলবে ডিজনি+হটস্টার, সোনি লিভ, জি ফাইভ ও জিও সাভন প্রো-র সাবস্ক্রিবশন ৷ এছাড়াও হাইস্পিড 2 জিবি ডেটা ও 5জি ডেটা আনলিমিডেট ৷ এর আগে এই বেশ কিছু রিচার্জে এই সুবিধা থাকলেও ট্যারিফ চার্জ বৃদ্ধির পড়ে সেগুলি বাদ দেওয়া হয়েছিল ৷

জিও 329 টাকার প্ল্যানের সুবিধা: এই প্ল্যানের বৈধতা 28 দিন ৷ প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও জিও সাভন প্রো-র সাবস্ক্রিবশন পাবেন গ্রাহকরা ৷ সাবস্ক্রিবশনের জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না ৷

জিও 949 টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 84 দিনের ৷ প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও এই নির্দিষ্ট সময়ের জন্য ডিজনি+হটস্টারের সাবস্ক্রিবশন পাবেন গ্রাহকরা ৷

জিও1,049 টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 84 দিনের ৷ প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও এই নির্দিষ্ট সময়ের জন্য সোনি লিভ ও জি ফাইভ-এর সাবস্ক্রিবশন পাবেন গ্রাহকরা ৷

পাশাপাশি জিও টেলিকমের 349 টাকার প্ল্যানের বৈধতা আগের মতো 28 দিন আছে ৷ অন্যান্য সুবিধা একই আছে এই প্ল্যানের ৷ আগের মতোই প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ইন্টারনেট ও কলের সুবিধা পাওয়া যাবে ৷ আগের মতোই জিও টিভি, জিও সিনেমা দেখার পাশাপাশি জিও ক্লাউড ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.