ETV Bharat / business

চলতি বিয়ের মরশুমে কোটি কোটি টাকার ব্যবসার সম্ভাবনা, সমীক্ষা রিপোর্ট শুনলে চমকে যাবেন

Business during Wedding Season in India: বিয়েকে ঘিরে প্রত্যেক বছর প্রচুর টাকার ব্যবসা হয় ভারতে ৷ শুরু হয়ে গিয়েছে এবারের বিয়ের মরশুম ৷ জানুয়ারি থেকে জুলাই এই মাসে কত বিয়ে হবে ? তাতে আয়ই বা কত হবে-শুনলে চোখ কপালে উঠবে আপনার ৷ পড়ুন এস সরকারের বিশেষ প্রতিবেদন ৷

Business during Wedding Season
বিয়ের মরশুমে ব্যবসা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 6:12 PM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে ৷ এই বিয়ের মরশুমে 15 জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত দেশব্যাপী প্রায় 42 লক্ষ বিয়ে হতে চলেছে ৷ আর এই সংক্রান্ত কেনাকাটা এবং পরিষেবার মাধ্যমে প্রায় 5.5 লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই উঠে এসেছে সমীক্ষায় ৷ সোমবার প্রকাশিত হয়েছে ভারতের বৃহত্তম বিক্রেতা সংস্থা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) দ্বারা পরিচালিত একটি সমীক্ষার রিপোর্ট ৷ ভারতের বিভিন্ন রাজ্যের 30টি শহরে এই সমীক্ষা চালানো হয়েছে । সেই রিপোর্টে বিয়েকে ঘিরে এই ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে ।

সিএআইটি বলেছে, বিয়ের মরশুম ভারতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ এটির শক্তিশালী অর্থনীতি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মধ্যে বিয়ে সারার আবেদন করেন ৷ তাঁর এই আবেদনের পরই বিদেশ ছেড়ে ভারতে বিয়ের দিকে ঝুঁকেছে অনেক মানুষ ৷ জনপ্রিয়তা অর্জন করেছে দেশের বিভিন্ন স্থানগুলি ৷

সিএআইটির ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভরতিয়া এবং সেক্রেটারি জেনালের প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, শুধুমাত্র দিল্লিতেই এই মরশুমে 4 লক্ষেরও বেশি বিবাহ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে । তা থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আয় হবে । গত বছর 14 ডিসেম্বর শেষ হওয়া বিয়ের মরশুমে প্রায় 35 লক্ষ বিয়ে হয়েছিল। খরচ হয়েছিল আনুমানিক 4.25 লক্ষ কোটি টাকা ছিল ।

অনুমান করা হচ্ছে বছরের প্রথম দিকে প্রায় 5 লক্ষ বিয়ে হবে ৷ প্রতি বিয়েতে 3 লক্ষ টাকা করে খরচ হবে ৷ অন্যদিকে, বাকি 10 লক্ষ বিয়ের প্রতিটিতে আনুমানিক 6 লক্ষ টাকা খরচ হবে । এরপর 10 লক্ষ বিয়েতে প্রতি বিয়েতে 10 লক্ষ টাকা খরচ হবে ৷ তারপরে 10 লক্ষ বিয়েতে 15 লক্ষ টাকা খরচ হবে বলে অনুমান করা হয়েছে । অতিরিক্ত 6 লক্ষ বিয়ের প্রতিটিতে 25 লক্ষ টাকা, 60 হাজার বিয়েতে 50 লক্ষ টাকা খরচ এবং 40 হাজার বিয়েতে 1 কোটি টাকার বেশি খরচ হবে বলে আশা করা হচ্ছে । সামগ্রিকভাবে এই 6 মাসে আনুমানিক 5.5 লক্ষ কোটি টাকা বাজারগুলি থেকে বিবাহ সংক্রান্ত কেনাকাটার মাধ্যমে আয় হবে ।

আরও পড়ুন:

  1. কনেপক্ষ জেলা প্রশাসন, পাত্র বাছাই ইন্টারভিউয়ের মাধ্যমে; অভিনব বিয়ের আয়োজন
  2. বিদেশে 'ডেস্টিনেশন ওয়েডিং' নিয়ে আপত্তি, দেশেই বিয়ে করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  3. সামনেই বিয়ে! ব্রাইডাল মেহেন্দির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী রাখুন এভাবে

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে ৷ এই বিয়ের মরশুমে 15 জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত দেশব্যাপী প্রায় 42 লক্ষ বিয়ে হতে চলেছে ৷ আর এই সংক্রান্ত কেনাকাটা এবং পরিষেবার মাধ্যমে প্রায় 5.5 লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই উঠে এসেছে সমীক্ষায় ৷ সোমবার প্রকাশিত হয়েছে ভারতের বৃহত্তম বিক্রেতা সংস্থা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) দ্বারা পরিচালিত একটি সমীক্ষার রিপোর্ট ৷ ভারতের বিভিন্ন রাজ্যের 30টি শহরে এই সমীক্ষা চালানো হয়েছে । সেই রিপোর্টে বিয়েকে ঘিরে এই ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে ।

সিএআইটি বলেছে, বিয়ের মরশুম ভারতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ এটির শক্তিশালী অর্থনীতি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মধ্যে বিয়ে সারার আবেদন করেন ৷ তাঁর এই আবেদনের পরই বিদেশ ছেড়ে ভারতে বিয়ের দিকে ঝুঁকেছে অনেক মানুষ ৷ জনপ্রিয়তা অর্জন করেছে দেশের বিভিন্ন স্থানগুলি ৷

সিএআইটির ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভরতিয়া এবং সেক্রেটারি জেনালের প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, শুধুমাত্র দিল্লিতেই এই মরশুমে 4 লক্ষেরও বেশি বিবাহ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে । তা থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আয় হবে । গত বছর 14 ডিসেম্বর শেষ হওয়া বিয়ের মরশুমে প্রায় 35 লক্ষ বিয়ে হয়েছিল। খরচ হয়েছিল আনুমানিক 4.25 লক্ষ কোটি টাকা ছিল ।

অনুমান করা হচ্ছে বছরের প্রথম দিকে প্রায় 5 লক্ষ বিয়ে হবে ৷ প্রতি বিয়েতে 3 লক্ষ টাকা করে খরচ হবে ৷ অন্যদিকে, বাকি 10 লক্ষ বিয়ের প্রতিটিতে আনুমানিক 6 লক্ষ টাকা খরচ হবে । এরপর 10 লক্ষ বিয়েতে প্রতি বিয়েতে 10 লক্ষ টাকা খরচ হবে ৷ তারপরে 10 লক্ষ বিয়েতে 15 লক্ষ টাকা খরচ হবে বলে অনুমান করা হয়েছে । অতিরিক্ত 6 লক্ষ বিয়ের প্রতিটিতে 25 লক্ষ টাকা, 60 হাজার বিয়েতে 50 লক্ষ টাকা খরচ এবং 40 হাজার বিয়েতে 1 কোটি টাকার বেশি খরচ হবে বলে আশা করা হচ্ছে । সামগ্রিকভাবে এই 6 মাসে আনুমানিক 5.5 লক্ষ কোটি টাকা বাজারগুলি থেকে বিবাহ সংক্রান্ত কেনাকাটার মাধ্যমে আয় হবে ।

আরও পড়ুন:

  1. কনেপক্ষ জেলা প্রশাসন, পাত্র বাছাই ইন্টারভিউয়ের মাধ্যমে; অভিনব বিয়ের আয়োজন
  2. বিদেশে 'ডেস্টিনেশন ওয়েডিং' নিয়ে আপত্তি, দেশেই বিয়ে করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  3. সামনেই বিয়ে! ব্রাইডাল মেহেন্দির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী রাখুন এভাবে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.