ETV Bharat / bharat

বেঙ্গালুরুর নার্সারি স্কুলে নাবালিকাকে যৌন হেনস্তায় অভিযুক্ত শিক্ষিকা - Sexual Harassment in School - SEXUAL HARASSMENT IN SCHOOL

Sexual Harassment in School: বেঙ্গালুরুতে একটি নার্সারি স্কুলে তিন বছরের এক ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে ৷ মেয়েটি হাসপাতালে ভরতি ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Sexual Harassment in School
যৌন হেনস্তা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 4:29 PM IST

বেঙ্গালুরু, 5 জুলাই: নার্সারি স্কুলে তিন বছরের এক ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল বেঙ্গালুরুতে ৷ ওই স্কুলের এক শিক্ষিকা এই ঘটনায় অভিযুক্ত ৷ নির্যাতিতা শিশুকন্যার মা-বাবা এই নিয়ে কর্ণাটকের কেজি হাল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

পুলিশের কাছে দেওয়া অভিযোগে নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, তাঁরা তাঁদের মেয়েকে কর্ণাটকের ভেঙ্কটেশ্বরপুরার আনওয়ার লেআউটে একটি বেসরকারি নার্সারি স্কুলে ভরতি করেছিলেন ৷ গত 6 জুন থেকে তাঁদের মেয়ে স্কুলে যাওয়া শুরু করে ৷ কিছুদিন পর থেকেই মেয়ে স্কুলে যেতে চাইত না ৷ স্কুলে যাওয়ার কথা উঠলেই মেয়েটি ভয় পেয়ে যেত ৷

ওই দম্পতি প্রথমে ভেবেছিলেন যে প্রথম স্কুলে যাচ্ছে বলেই তাঁদের মেয়ে ভয় পাচ্ছে ৷ তাই যেতে চাইছে না ৷ কিন্তু মেয়েটি পরে জানায় যে তার গোপনাঙ্গে ব্যাথ্যা হচ্ছে ৷ তখনই বিষয়টি গুরুতর বলে বুঝতে পারেন ওই দম্পতি ৷ তখন তাঁরা মেয়ের সঙ্গে কথা বলেন ৷ স্কুলে যেতে কিসের ভয়, তা জানার চেষ্টা করেন ৷ অনেকক্ষণ কথা বলার পর মেয়েটি স্কুলের এক শিক্ষিকার কিছু আচরণের কথা জানায় ৷ এর থেকেই ওই দম্পতি বুঝতে পারেন যে মেয়ের উপর যৌন হেনস্তা করা হয়েছে ৷

সঙ্গে সঙ্গে তাঁরা মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান ৷ মেয়েটি আপাতত সেখানে চিকিৎসাধীন ৷ তার পর ওই দম্পতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ তবে মেয়েটি নির্দিষ্ট করে বলতে পারেনি যে কোন শিক্ষিকা তার সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে ৷ তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে ৷ সমস্ত শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কথা বলা হবে ৷ অভিযুক্তকে চিহ্নিত করতে স্কুলের অন্য পড়ুয়াদের সঙ্গেও কথা বলা হবে ৷ পুলিশের অনুমান, অন্য পড়ুয়াদের কেউ অত্যাচারিত হয়েছে কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখবে ৷ এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

বেঙ্গালুরু, 5 জুলাই: নার্সারি স্কুলে তিন বছরের এক ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল বেঙ্গালুরুতে ৷ ওই স্কুলের এক শিক্ষিকা এই ঘটনায় অভিযুক্ত ৷ নির্যাতিতা শিশুকন্যার মা-বাবা এই নিয়ে কর্ণাটকের কেজি হাল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

পুলিশের কাছে দেওয়া অভিযোগে নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, তাঁরা তাঁদের মেয়েকে কর্ণাটকের ভেঙ্কটেশ্বরপুরার আনওয়ার লেআউটে একটি বেসরকারি নার্সারি স্কুলে ভরতি করেছিলেন ৷ গত 6 জুন থেকে তাঁদের মেয়ে স্কুলে যাওয়া শুরু করে ৷ কিছুদিন পর থেকেই মেয়ে স্কুলে যেতে চাইত না ৷ স্কুলে যাওয়ার কথা উঠলেই মেয়েটি ভয় পেয়ে যেত ৷

ওই দম্পতি প্রথমে ভেবেছিলেন যে প্রথম স্কুলে যাচ্ছে বলেই তাঁদের মেয়ে ভয় পাচ্ছে ৷ তাই যেতে চাইছে না ৷ কিন্তু মেয়েটি পরে জানায় যে তার গোপনাঙ্গে ব্যাথ্যা হচ্ছে ৷ তখনই বিষয়টি গুরুতর বলে বুঝতে পারেন ওই দম্পতি ৷ তখন তাঁরা মেয়ের সঙ্গে কথা বলেন ৷ স্কুলে যেতে কিসের ভয়, তা জানার চেষ্টা করেন ৷ অনেকক্ষণ কথা বলার পর মেয়েটি স্কুলের এক শিক্ষিকার কিছু আচরণের কথা জানায় ৷ এর থেকেই ওই দম্পতি বুঝতে পারেন যে মেয়ের উপর যৌন হেনস্তা করা হয়েছে ৷

সঙ্গে সঙ্গে তাঁরা মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান ৷ মেয়েটি আপাতত সেখানে চিকিৎসাধীন ৷ তার পর ওই দম্পতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ তবে মেয়েটি নির্দিষ্ট করে বলতে পারেনি যে কোন শিক্ষিকা তার সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে ৷ তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে ৷ সমস্ত শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কথা বলা হবে ৷ অভিযুক্তকে চিহ্নিত করতে স্কুলের অন্য পড়ুয়াদের সঙ্গেও কথা বলা হবে ৷ পুলিশের অনুমান, অন্য পড়ুয়াদের কেউ অত্যাচারিত হয়েছে কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখবে ৷ এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.