ETV Bharat / bharat

মহুয়ার সাংসদ পদ খারিজ নিয়ে সোমবার শুনানি সুপ্রিম কোর্টে - SC to Hear Mahua Moitra Plea

SC to Hear Mahua Moitra Plea: গত ডিসেম্বরে সাংসদ পদ খারিজ হয়ে যায় তৃণমূলের মহুয়া মৈত্রর ৷ এর বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিলেন ৷ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার আবেদন আগেই খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত ৷ তবে আগামী সোমবার মহুয়ার সাংসদ পদ খারিজ নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷

SC to hear Mahua Moitra Plea
SC to hear Mahua Moitra Plea
author img

By PTI

Published : Mar 8, 2024, 6:31 PM IST

নয়াদিল্লি, 8 মার্চ: লোকসভা থেকে বহিষ্কারের বিরুদ্ধে মহুয়া মৈত্রর দায়ের করা মামলা আগামী সোমবার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তর বেঞ্চে এই শুনানি হবে ৷ এর আগে সুপ্রিম কোর্টের কাছে সাংসদ পদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী ৷ বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তর বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন ৷

গত তিন জানুয়ারি এই নিয়ে লোকসভার সচিবালয়ের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত ৷ পাশাপাশি এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে কি না, সেই বিষয়টিও পর্যবেক্ষণে রেখেছিল ৷ লোকসভার সচিবালয়ের পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি আদালতে জানিয়েছিলেন, দেশের অন্য একটি সার্বভৌম্য প্রতিষ্ঠানের অন্দরের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না ৷ সদস্যদের সম্পর্কিত কোনও বিষয়ে সংসদ নিজেই পদক্ষেপ করতে পারে ৷ এক্ষেত্রে বিচারব্যবস্থার পর্যালোচনা যুক্তিযুক্ত নয় ৷ তাই মহুয়া মৈত্রর আবেদন খারিজ করা উচিত বলে তিনি জানান ৷

মহুয়া মৈত্রর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি ৷ তিনি আদালতে দাবি করেন, তৃণমূলের ওই নেত্রীকে সাংসদ হিসেবে পাওয়া লগ-ইন আইডি অন্যকে দেওয়ার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে ৷ হ্যাকিং বিরুদ্ধে থাকা নিয়ম প্রয়োগ করে তাঁকে বহিষ্কার করা হয় ৷

উল্লেখ্য়, গত বছর অক্টোবরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন ৷ মহুয়া সাংসদ হিসেবে পাওয়া তাঁর লগ-ইন আইডি অন্য কাউকে দিয়েছেন ৷ এই ঘটনা দেশের সুরক্ষার সঙ্গে আপোশ করার সামিল৷ আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি লোকসভার অধ্যক্ষকে জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, তা পাঠিয়ে দেন এথিক্স কমিটির কাছে ৷

সেই কমিটি রিপোর্ট জমা দেয় ৷ সেই রিপোর্টের ভিত্তিতে গত 8 ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলার সময় এই নিয়ে লোকসভায় আলোচনা হয় ৷ তবে সেই আলোচনায় মহুয়াকে অংশ নিতে দেওয়া হয়নি ৷ পরে অনৈতিক কাজের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কারের প্রস্তাব পেশ করেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হয় ৷ লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. ফের মহুয়াকে তলব, 11 মার্চ দিল্লির ইডি অফিসে হাজিরার নির্দেশ
  2. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
  3. সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের মহুয়া মৈত্র

নয়াদিল্লি, 8 মার্চ: লোকসভা থেকে বহিষ্কারের বিরুদ্ধে মহুয়া মৈত্রর দায়ের করা মামলা আগামী সোমবার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তর বেঞ্চে এই শুনানি হবে ৷ এর আগে সুপ্রিম কোর্টের কাছে সাংসদ পদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী ৷ বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তর বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন ৷

গত তিন জানুয়ারি এই নিয়ে লোকসভার সচিবালয়ের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত ৷ পাশাপাশি এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে কি না, সেই বিষয়টিও পর্যবেক্ষণে রেখেছিল ৷ লোকসভার সচিবালয়ের পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি আদালতে জানিয়েছিলেন, দেশের অন্য একটি সার্বভৌম্য প্রতিষ্ঠানের অন্দরের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না ৷ সদস্যদের সম্পর্কিত কোনও বিষয়ে সংসদ নিজেই পদক্ষেপ করতে পারে ৷ এক্ষেত্রে বিচারব্যবস্থার পর্যালোচনা যুক্তিযুক্ত নয় ৷ তাই মহুয়া মৈত্রর আবেদন খারিজ করা উচিত বলে তিনি জানান ৷

মহুয়া মৈত্রর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি ৷ তিনি আদালতে দাবি করেন, তৃণমূলের ওই নেত্রীকে সাংসদ হিসেবে পাওয়া লগ-ইন আইডি অন্যকে দেওয়ার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে ৷ হ্যাকিং বিরুদ্ধে থাকা নিয়ম প্রয়োগ করে তাঁকে বহিষ্কার করা হয় ৷

উল্লেখ্য়, গত বছর অক্টোবরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন ৷ মহুয়া সাংসদ হিসেবে পাওয়া তাঁর লগ-ইন আইডি অন্য কাউকে দিয়েছেন ৷ এই ঘটনা দেশের সুরক্ষার সঙ্গে আপোশ করার সামিল৷ আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি লোকসভার অধ্যক্ষকে জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, তা পাঠিয়ে দেন এথিক্স কমিটির কাছে ৷

সেই কমিটি রিপোর্ট জমা দেয় ৷ সেই রিপোর্টের ভিত্তিতে গত 8 ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলার সময় এই নিয়ে লোকসভায় আলোচনা হয় ৷ তবে সেই আলোচনায় মহুয়াকে অংশ নিতে দেওয়া হয়নি ৷ পরে অনৈতিক কাজের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কারের প্রস্তাব পেশ করেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হয় ৷ লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. ফের মহুয়াকে তলব, 11 মার্চ দিল্লির ইডি অফিসে হাজিরার নির্দেশ
  2. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
  3. সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের মহুয়া মৈত্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.