ETV Bharat / bharat

নতুন শুরু ! সেনা প্রত্যাহারের পর ভারত-চিন সীমান্তে ফের টহলদারি

আন্তর্জাতিক সীমান্তে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে ৷ এবার নতুন করে টহলদারি শুরু করল ভারত ও চিনের সেনাবাহিনী ৷

Sino-India Patrolling begins at Demchok Eastern Ladakh
ডেমচকে ভারত ও চিনের সেনাবাহিনীর টহলদারি শুরু হল (ছবি সৌজন্য: এপিটিএন)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 6:25 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ ৷ এরপর শুক্রবার ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের ডেমচকে টহলদারি শুরু করল ভারতীয় সেনা ৷ সেনা বাহিনী সূত্রে খবর, পূর্ব লাদাখের দু'টি বিতর্কিত জায়গা ডেমচক ও ডেপসাং-এ সেনা প্রত্যাহার করেছে ভারত ও চিন ৷ সূত্রের খবর, ডেমচকে সেনার টহলদারি শুরু হলেও ডেপসাং-এ এখনও তেমন কিছু শুরু হয়নি ৷ কিন্তু শীঘ্রই হবে ৷

বুধবার সেনার তরফে জানানো হয়েছিল, ভারত ও চিন পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসাং উপত্যকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা সরিয়ে আনার কাজ সম্পূর্ণ করেছে ৷ এই দু'টি জায়গায় খুব শীঘ্রই সেনার টহলদারি শুরু হবে ৷ পরদিন বৃহস্পতিবার দীপাবলিতে দুই দেশের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে এবং একে অপরকে শুভেচ্ছা জানায় ৷ সেনা প্রত্যাহারের পর এই চিরাচরিত প্রথার মধ্যে দিয়ে ভারত ও চিনের মধ্যে নতুন ভাবে সম্পর্কের সূচনা হয়েছে ৷

2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে চিনের পিএলএ-র সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এরপর দু'দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হতে থাকে ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি জায়গায় সেনা প্রত্যাহার করা নিয়ে দু'দেশের মধ্যে বিতর্ক তৈরি হয় ৷ 4 বছর বাদে গত 21 অক্টোবর ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি জানান, ভারত ও চিন সেনা প্রত্যাহার নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ৷

23 অক্টোবর রাশিয়ার কাজান শহরে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ প্রধানমন্ত্রী বৈঠকে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার উপর জোর দেন ৷ এরপর বিতর্কিত জায়গাগুলি থেকে সেনা সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে ভারত ও চিন ৷

নয়াদিল্লি, 1 নভেম্বর: সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ ৷ এরপর শুক্রবার ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের ডেমচকে টহলদারি শুরু করল ভারতীয় সেনা ৷ সেনা বাহিনী সূত্রে খবর, পূর্ব লাদাখের দু'টি বিতর্কিত জায়গা ডেমচক ও ডেপসাং-এ সেনা প্রত্যাহার করেছে ভারত ও চিন ৷ সূত্রের খবর, ডেমচকে সেনার টহলদারি শুরু হলেও ডেপসাং-এ এখনও তেমন কিছু শুরু হয়নি ৷ কিন্তু শীঘ্রই হবে ৷

বুধবার সেনার তরফে জানানো হয়েছিল, ভারত ও চিন পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসাং উপত্যকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা সরিয়ে আনার কাজ সম্পূর্ণ করেছে ৷ এই দু'টি জায়গায় খুব শীঘ্রই সেনার টহলদারি শুরু হবে ৷ পরদিন বৃহস্পতিবার দীপাবলিতে দুই দেশের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে এবং একে অপরকে শুভেচ্ছা জানায় ৷ সেনা প্রত্যাহারের পর এই চিরাচরিত প্রথার মধ্যে দিয়ে ভারত ও চিনের মধ্যে নতুন ভাবে সম্পর্কের সূচনা হয়েছে ৷

2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে চিনের পিএলএ-র সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এরপর দু'দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হতে থাকে ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি জায়গায় সেনা প্রত্যাহার করা নিয়ে দু'দেশের মধ্যে বিতর্ক তৈরি হয় ৷ 4 বছর বাদে গত 21 অক্টোবর ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি জানান, ভারত ও চিন সেনা প্রত্যাহার নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ৷

23 অক্টোবর রাশিয়ার কাজান শহরে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ প্রধানমন্ত্রী বৈঠকে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার উপর জোর দেন ৷ এরপর বিতর্কিত জায়গাগুলি থেকে সেনা সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে ভারত ও চিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.