ETV Bharat / bharat

রাজস্থানে পুকুর ধসে 7 যুবকের মৃত্যু, নদীর স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা কয়েকটি শিশুরও - Pond collapsed in Rajasthan - POND COLLAPSED IN RAJASTHAN

Seven Youths Died in Bharatpur: ভরতপুরের বায়নায় বনগঙ্গা নদীর ভাটিতে একটি পুকুর ধসে সাত যুবকের মৃত্যু হয়েছে । পুলিশ ও স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় দেহগুলি উদ্ধার করা হয়েছে । একই সঙ্গে নদীর স্রোতে কয়েকজন শিশুও ডুবে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এমন পরিস্থিতিতে এখনও তল্লাশি অভিযান চলছে।

Pond collapsed in Rajasthan
পুকুর ধসে 7 যুবকের মৃত্যু রাজস্থানে (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 4:09 PM IST

Updated : Aug 11, 2024, 4:31 PM IST

ভরতপুর(রাজস্থান), 11 অগস্ট: রাজস্থানে জলের স্রোতে পুকুর ধসে সাতজনের মৃত্যু ৷ শিশুদেরও ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তাদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ভরতপুর জেলার বায়ানা এলাকার নাগলা হোত্তা (শ্রী নগর) গ্রামে ৷ স্থানীয় ঝিল ফাঁড়ির হেড কনস্টেবল ধরমবীর জানান, মৃতরা হলেন নাগলা হোতার পবন (15), সৌরভ সিং (16), ভূপেন্দ্র (18), শান্তনু (18), লাখী (20), গৌরব (16) এবং সুগার সিংয়ের ছেলে পবন সিং (22) । নদী থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে ।

জানা গিয়েছে, রবিবার নাগলা হোত্তা গ্রামের একটি পুকুর পাড়ে বসে বনগঙ্গা নদীর জলের প্রবাহ দেখছিলেন গ্রামের কয়েকজন যুবক । এ সময় পুকুরের তলদেশে ধস নামে । তাতে ওই যুবকেরা সকলে ধসের নীচে চাপা পড়ে যান । ঘটনাস্থলে হৈচৈ শুরু হয় । জলের স্রোত দেখতে সেখানে আরও অনেক লোকজন ভিড় করেছিলেন ৷ তাৎক্ষণিকভাবে তাঁরাই ধসের নীচে চাপা পড়া যুবকদেরকে উদ্ধারের তৎপরতা শুরু করে । পরে খবর দেওয়া হল পুলিশকে ।

খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে । ধসের নীচ থেকে একই সঙ্গে সাত যুবকের দেহ উদ্ধার করা হয় । এছাড়াও জনা কয়েক শিশুরও তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ নদীতে জলের প্রবাহ বেশি ছিল । যার কারণে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে ঘটনার পিছনে সঠিক কারণ জানায় জন্য় তদন্তে নেমেছে পুলিশ ৷ ঝিল ফাঁড়ির হেড কনস্টেবল ধরমবীর জানান, সুখী নদীর ভাটির এলাকা থেকে জেসিবি দিয়ে মাটি উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে । ধসের ফলে ওই গর্তে পড়ে জলে ডুবে সাতজন যুবকের মৃত্যু হয়েছে ।

ভরতপুর(রাজস্থান), 11 অগস্ট: রাজস্থানে জলের স্রোতে পুকুর ধসে সাতজনের মৃত্যু ৷ শিশুদেরও ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তাদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ভরতপুর জেলার বায়ানা এলাকার নাগলা হোত্তা (শ্রী নগর) গ্রামে ৷ স্থানীয় ঝিল ফাঁড়ির হেড কনস্টেবল ধরমবীর জানান, মৃতরা হলেন নাগলা হোতার পবন (15), সৌরভ সিং (16), ভূপেন্দ্র (18), শান্তনু (18), লাখী (20), গৌরব (16) এবং সুগার সিংয়ের ছেলে পবন সিং (22) । নদী থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে ।

জানা গিয়েছে, রবিবার নাগলা হোত্তা গ্রামের একটি পুকুর পাড়ে বসে বনগঙ্গা নদীর জলের প্রবাহ দেখছিলেন গ্রামের কয়েকজন যুবক । এ সময় পুকুরের তলদেশে ধস নামে । তাতে ওই যুবকেরা সকলে ধসের নীচে চাপা পড়ে যান । ঘটনাস্থলে হৈচৈ শুরু হয় । জলের স্রোত দেখতে সেখানে আরও অনেক লোকজন ভিড় করেছিলেন ৷ তাৎক্ষণিকভাবে তাঁরাই ধসের নীচে চাপা পড়া যুবকদেরকে উদ্ধারের তৎপরতা শুরু করে । পরে খবর দেওয়া হল পুলিশকে ।

খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে । ধসের নীচ থেকে একই সঙ্গে সাত যুবকের দেহ উদ্ধার করা হয় । এছাড়াও জনা কয়েক শিশুরও তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ নদীতে জলের প্রবাহ বেশি ছিল । যার কারণে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে ঘটনার পিছনে সঠিক কারণ জানায় জন্য় তদন্তে নেমেছে পুলিশ ৷ ঝিল ফাঁড়ির হেড কনস্টেবল ধরমবীর জানান, সুখী নদীর ভাটির এলাকা থেকে জেসিবি দিয়ে মাটি উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে । ধসের ফলে ওই গর্তে পড়ে জলে ডুবে সাতজন যুবকের মৃত্যু হয়েছে ।

Last Updated : Aug 11, 2024, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.