ভরতপুর(রাজস্থান), 11 অগস্ট: রাজস্থানে জলের স্রোতে পুকুর ধসে সাতজনের মৃত্যু ৷ শিশুদেরও ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তাদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ভরতপুর জেলার বায়ানা এলাকার নাগলা হোত্তা (শ্রী নগর) গ্রামে ৷ স্থানীয় ঝিল ফাঁড়ির হেড কনস্টেবল ধরমবীর জানান, মৃতরা হলেন নাগলা হোতার পবন (15), সৌরভ সিং (16), ভূপেন্দ্র (18), শান্তনু (18), লাখী (20), গৌরব (16) এবং সুগার সিংয়ের ছেলে পবন সিং (22) । নদী থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে ।
জানা গিয়েছে, রবিবার নাগলা হোত্তা গ্রামের একটি পুকুর পাড়ে বসে বনগঙ্গা নদীর জলের প্রবাহ দেখছিলেন গ্রামের কয়েকজন যুবক । এ সময় পুকুরের তলদেশে ধস নামে । তাতে ওই যুবকেরা সকলে ধসের নীচে চাপা পড়ে যান । ঘটনাস্থলে হৈচৈ শুরু হয় । জলের স্রোত দেখতে সেখানে আরও অনেক লোকজন ভিড় করেছিলেন ৷ তাৎক্ষণিকভাবে তাঁরাই ধসের নীচে চাপা পড়া যুবকদেরকে উদ্ধারের তৎপরতা শুরু করে । পরে খবর দেওয়া হল পুলিশকে ।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে । ধসের নীচ থেকে একই সঙ্গে সাত যুবকের দেহ উদ্ধার করা হয় । এছাড়াও জনা কয়েক শিশুরও তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ নদীতে জলের প্রবাহ বেশি ছিল । যার কারণে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে ঘটনার পিছনে সঠিক কারণ জানায় জন্য় তদন্তে নেমেছে পুলিশ ৷ ঝিল ফাঁড়ির হেড কনস্টেবল ধরমবীর জানান, সুখী নদীর ভাটির এলাকা থেকে জেসিবি দিয়ে মাটি উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে । ধসের ফলে ওই গর্তে পড়ে জলে ডুবে সাতজন যুবকের মৃত্যু হয়েছে ।