ভুবনেশ্বর, 27 ফেব্রুয়ারি: শিবরাত্রির দিনই বড় অঘটন ঘটল ওড়িশার লিঙ্গরাজ মন্দিরে ৷ মহাশিবরাত্রি উপলক্ষে এই মন্দিরের চূড়ায় মহাদীপ জ্বালাতে গিয়ে পড়ে গেলেন এক সেবায়েত ৷
ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের উচ্চতা 180 ফুট ৷ সেই মন্দিরের গা বেয়ে উঠে চূড়ায় মহাদীপ জ্বালানোর রীতি ৷ এই দীপ প্রজ্জ্বলনের পর তা দেখে উপবাস ভাঙেন ভক্তরা ৷ এবারও সেই রীতি মেনে মহাদীপ জ্বালাতে মন্দিরের গা বেয়ে উঠছিলেন সেবায়েত যোগেন্দ্র সমর্থ ৷ আর সেই সময়ই ঘটে দুর্ঘটনা ৷ সোজা নীচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত হয়েছেন আরও দুই সেবায়ত। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ দেরি হয় মহাদীপ জ্বালানোর প্রক্রিয়ায় ৷ পরে অন্য এক সেবক পবিত্র মহাদীপ নিয়ে মন্দিরের চূড়ায় ওঠেন। রাত 10 টায় মহাদীপ জ্বালানোর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও এই দুর্ঘটনার পর প্রায় 40 মিনিট পরে তা হয় ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি হাসপাতালে আহত সেবায়েতকে দেখতে যান ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরে এক্স-হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পোস্ট করে জানিয়েছেন, প্রশাসন অগ্রাধিকারের ভিত্তিতে ওই সেবায়েতের চিকিৎসার জন্য পর্যাপ্ত যাবতীয় পদক্ষেপ করেছে । জানা গিয়েছে, বুধবার রাত 10 টা নাগাদ মহাদীপ জ্বালানোর প্রক্রিয়া শুরু হয় ৷ কিন্তু দুর্ঘটনার পর 45 মিনিট দেরীতে জ্বলে মহাদীপ। কয়েক হাজার ভক্ত এদিন মহাদীপ দেখার জন্য অপেক্ষা করছিল। প্রথা অনুযায়ী, উপবাসে থাকা ভক্তরা মহাদীপ দেখার পরই উপবাস ভঙ্গ করেন। দিনভর লিঙ্গরাজের মন্দিরে উপচে পড়েছিল ভিড় ৷
মহাশিবরাত্রি উপলক্ষে আলপনা দিয়ে সাজানো হয়েছিল লিঙ্গরাজ মন্দির প্রাঙ্গণ। এদিন রাত 11টা পর্যন্ত ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করেছিলেন ৷ এর তারপর গর্ভগৃহ পরিষ্কার করে শিবরাত্রির পুজোর আচার শুরু হয়। পরিক্রমার পর পবিত্র প্রদীপ জ্বালিয়ে সেবায়েতরা মন্দিরের চারপাশে ঘোরে ৷ তারপর প্রধান সেবায়েত প্রদীপটি মন্দিরের চূড়ায় নিয়ে যান। এদিনও সেই প্রক্রিয়ার সময়ে মন্দিরের দেয়াল থেকে পড়ে আহত হন ওই সেবায়েত।