ETV Bharat / bharat

100 শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে - SC on EVM VVPAT Verification

SC on EVM-VVPAT Verification: 100 শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ করল বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ৷ ব্যালট পেপারে নির্বাচন ফিরিয়ে নিয়ে যাওয়া-সহ একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেগুলি নাকচ করে কয়েকটি নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

Supreme Court
ভিভিপ্যাট যাচাইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 11:21 AM IST

Updated : Apr 26, 2024, 12:16 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল: ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-সহ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটের 100 শতাংশ যাচাই চেয়ে আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতে ৷ শুক্রবার সেই 100 শতাংশ যাচাই অর্থাৎ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদন নাকচ করল দেশের শীর্ষ আদালত ৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মামলাগুলিতে দু'টি পৃথক এবং সমসাময়িক রায় দিয়েছে ৷ রায় ঘোষণার সময় বিচারপতি সঞ্জীব খান্না বলেন, "নির্বাচনে ব্যালট পেপারে ফিরে যাওয়ার আবেদন-সহ সব মামলা খারিজ করে দিয়েছে আদালত।"

ইভিএম-ভিভিপ্যাট যাচাইয়ের মামলায় এদিন শীর্ষ আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, ইভিএমে বিভিন্ন দলের প্রতীক চিহ্ন লোড হওয়ার পরে 45 দিনের জন্য প্রতীক লোডিং ইউনিটগুলি সম্পূর্ণ সিল করে দিতে হবে ৷ তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যেসব প্রার্থীরা থাকবেন, তাঁদের অনুরোধে ভোটের ফল বেরনোর পরে প্রস্তুতকারক সংস্থা ও ইঞ্জিনিয়ারদের দিয়ে ইভিএমের মাইক্রোকন্ট্রোলার যাচাই করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই যাচাইয়ের সময় ইভিএমে কারচুপির প্রমাণ পাওয়া গেলে প্রার্থীদের দেওয়া ফি ফেরত দেওয়া হবে ৷ আদালত বলেছে যে, ফি প্রদানের পরে ভোটের ফল ঘোষণার 7 দিনের মধ্যে ইভিএমের মাইক্রোকন্ট্রোলার যাচাইয়ের জন্য অনুরোধ করা যেতে পারে ।

এদিন মামলাকারী আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, "ইভিএমগুলির একটি প্রোগ্রামযোগ্য মেমরি রয়েছে ৷ সেখানে প্রতীক লোডিং করা হয় এবং সেই কারণেই আপনি যদি কোনও ক্ষতিকারক প্রোগ্রাম আপলোড করেন তবে সেগুলির মাধ্যমে ভোটে কারচুপি করা যেতে পারে ৷ সেজন্য ভিভিপ্যাট-এর পেপার ট্রেইল অডিট করা এবং পাশাপাশি সব ভিভিপ্যাট স্লিপ গণনা করা জরুরি ৷ যেহেতু ভিভিপ্যাটেও কালো কাচ লাগানো হয়েছিল, তাই আমরা অনুরোধ করছিলাম এর বদলে স্বচ্ছ কাচ লাগানো হোক এবং স্লিপটি ভোটারের হাতে তুলে দেওয়া হোক ৷ তারা স্লিপটি ব্যালট বাক্সে ফেলার পরে গণনা করা যেতে পারে ৷"

তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্ট আমাদের সব দাবি খারিজ করে বলেছে, যদি সব ব্যালট পেপারে বারকোড দেওয়া হয় তাহলে তা পরীক্ষা করে যান্ত্রিকভাবে গণনা করা যায় কি না দেখতে হবে ৷ বেঞ্চ আরও বলেছে যে নির্বাচনের পরে কমপক্ষে 45 দিনের জন্য প্রতীক লোডিং ইউনিটও সিল করা উচিত ৷ যাতে কোনও মামলা দায়ের করা হলে এবং আদালত কিছু নির্দেশ দিলে সে বিষয়ে পরীক্ষা করা যায় ৷"

বুধবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেইল (ভিভিপ্যাট)-সহ ইভিএম ব্যবহার করে দেওয়া ভোটের সম্পূর্ণ যাচাইকরণ চেয়ে মামলাগুলির উপর রায়দান স্থগিত রেখেছিল ৷ শুনানির সময় আদালত জানিয়েছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে ৷ তাই জন্য আদালত নির্বাচন নিয়ন্ত্রণ বা নির্দেশ জারি করতে পারে না ৷ আবেদনকারীরা দাবি করেছিলেন যে, ভোটের ফল প্রভাবিত করতে পোলিং ডিভাইসে কারচুপি করা হতে পারে ৷

আরও পড়ুন:

  1. 3 দিনে সিদ্ধান্ত নিন, ভোটারদের শিক্ষিত করার যাত্রার অনুমতি নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
  2. এসএসসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য
  3. রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগ করুন, রাজ্যপালকে 'সুপ্রিম' নির্দেশ

নয়াদিল্লি, 26 এপ্রিল: ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-সহ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটের 100 শতাংশ যাচাই চেয়ে আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতে ৷ শুক্রবার সেই 100 শতাংশ যাচাই অর্থাৎ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদন নাকচ করল দেশের শীর্ষ আদালত ৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মামলাগুলিতে দু'টি পৃথক এবং সমসাময়িক রায় দিয়েছে ৷ রায় ঘোষণার সময় বিচারপতি সঞ্জীব খান্না বলেন, "নির্বাচনে ব্যালট পেপারে ফিরে যাওয়ার আবেদন-সহ সব মামলা খারিজ করে দিয়েছে আদালত।"

ইভিএম-ভিভিপ্যাট যাচাইয়ের মামলায় এদিন শীর্ষ আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, ইভিএমে বিভিন্ন দলের প্রতীক চিহ্ন লোড হওয়ার পরে 45 দিনের জন্য প্রতীক লোডিং ইউনিটগুলি সম্পূর্ণ সিল করে দিতে হবে ৷ তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যেসব প্রার্থীরা থাকবেন, তাঁদের অনুরোধে ভোটের ফল বেরনোর পরে প্রস্তুতকারক সংস্থা ও ইঞ্জিনিয়ারদের দিয়ে ইভিএমের মাইক্রোকন্ট্রোলার যাচাই করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই যাচাইয়ের সময় ইভিএমে কারচুপির প্রমাণ পাওয়া গেলে প্রার্থীদের দেওয়া ফি ফেরত দেওয়া হবে ৷ আদালত বলেছে যে, ফি প্রদানের পরে ভোটের ফল ঘোষণার 7 দিনের মধ্যে ইভিএমের মাইক্রোকন্ট্রোলার যাচাইয়ের জন্য অনুরোধ করা যেতে পারে ।

এদিন মামলাকারী আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, "ইভিএমগুলির একটি প্রোগ্রামযোগ্য মেমরি রয়েছে ৷ সেখানে প্রতীক লোডিং করা হয় এবং সেই কারণেই আপনি যদি কোনও ক্ষতিকারক প্রোগ্রাম আপলোড করেন তবে সেগুলির মাধ্যমে ভোটে কারচুপি করা যেতে পারে ৷ সেজন্য ভিভিপ্যাট-এর পেপার ট্রেইল অডিট করা এবং পাশাপাশি সব ভিভিপ্যাট স্লিপ গণনা করা জরুরি ৷ যেহেতু ভিভিপ্যাটেও কালো কাচ লাগানো হয়েছিল, তাই আমরা অনুরোধ করছিলাম এর বদলে স্বচ্ছ কাচ লাগানো হোক এবং স্লিপটি ভোটারের হাতে তুলে দেওয়া হোক ৷ তারা স্লিপটি ব্যালট বাক্সে ফেলার পরে গণনা করা যেতে পারে ৷"

তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্ট আমাদের সব দাবি খারিজ করে বলেছে, যদি সব ব্যালট পেপারে বারকোড দেওয়া হয় তাহলে তা পরীক্ষা করে যান্ত্রিকভাবে গণনা করা যায় কি না দেখতে হবে ৷ বেঞ্চ আরও বলেছে যে নির্বাচনের পরে কমপক্ষে 45 দিনের জন্য প্রতীক লোডিং ইউনিটও সিল করা উচিত ৷ যাতে কোনও মামলা দায়ের করা হলে এবং আদালত কিছু নির্দেশ দিলে সে বিষয়ে পরীক্ষা করা যায় ৷"

বুধবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেইল (ভিভিপ্যাট)-সহ ইভিএম ব্যবহার করে দেওয়া ভোটের সম্পূর্ণ যাচাইকরণ চেয়ে মামলাগুলির উপর রায়দান স্থগিত রেখেছিল ৷ শুনানির সময় আদালত জানিয়েছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে ৷ তাই জন্য আদালত নির্বাচন নিয়ন্ত্রণ বা নির্দেশ জারি করতে পারে না ৷ আবেদনকারীরা দাবি করেছিলেন যে, ভোটের ফল প্রভাবিত করতে পোলিং ডিভাইসে কারচুপি করা হতে পারে ৷

আরও পড়ুন:

  1. 3 দিনে সিদ্ধান্ত নিন, ভোটারদের শিক্ষিত করার যাত্রার অনুমতি নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
  2. এসএসসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য
  3. রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগ করুন, রাজ্যপালকে 'সুপ্রিম' নির্দেশ
Last Updated : Apr 26, 2024, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.