নাগপুর, 12 অক্টোবর: বাংলাদেশের হিন্দুদের দেখে সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ প্রতিবেশী রাষ্ট্রে তাদের উপর অত্যাচার রুখতে এই প্রথম এক হয়েছেন সেদেশের হিন্দুরা ৷ তাঁরা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছেন ৷ সমগ্র হিন্দু সমাজের কাছে এটা শিক্ষণীয়। এমনই মনে করেন মোহন ভাগবত ৷ পাশাপাশি গোটা বিশ্বের তাঁদের পাশে দাঁড়ানো উচিত বলেও মনে করেন সঙ্ঘ প্রধান।
দশেরার এক অনুষ্ঠানে শনিবার তিনি বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘু শ্রেণির উপর হামলার তীব্র নিন্দা করেন ৷ ভাগবত জানান, যতদিন ক্রোধের বশে এই ধরনের কাজকর্ম চলতে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সব সংখ্যালঘুদের জীবন বিপন্ন ৷
#WATCH | Nagpur, Maharashtra | #VijayaDashami | RSS chief Mohan Bhagwat says, " in bangladesh, such discussions are going on that we have a threat from india and hence we have to side with pakistan since they have a nuclear weapon we can stop india... we all know which countries… pic.twitter.com/ptJOJ3cHGY
— ANI (@ANI) October 12, 2024
মোহন ভাগবত বলেন, "আমাদের প্রতিবেশী বাংলাদেশে কী হচ্ছে তা আমরা দেখছি। এই প্রথম হিন্দুরা নিজেদের রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়েছেন ৷ যতক্ষণ দিন পর্যন্ত এই চরমপন্থী হিংসা জারি থাকবে, ততদিন পর্যন্ত সব সংখ্যালঘুরাই বিপদের মধ্যে রয়েছেন ৷ সারা বিশ্বের হিন্দুদের তাঁদের সমর্থন করা উচিত ৷ ভারত সরকারেরও পদক্ষেপ করা উচিত ৷" হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়াকে জোর দিয়ে তিনি আরও বলেন, "আমরা দুর্বল হয়ে পড়লে অত্যাচারের ঘটনাগুলিকেই আমন্ত্রণ জানানো হবে ৷ আমরা যেখানেই থাকি না কেন, আমাদের সবাইকে এক হতে হবে ৷"
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর বাংলাদেশে বিপুল রাজনৈতিক পরিবর্তন হয়েছে ৷ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার ৷ এই প্রসঙ্গে মোহন ভাগবতের বক্তব্য, "বাংলাদেশে আলোচনা হচ্ছে, ভারত নাকি তাদের হুমকি দিয়েছে ৷ তারা বলছে, ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে তারা জোট বাঁধার কথা ভাবছে ৷ মনে করছে, তাহলেই ভারতকে থামাতে পারবে ৷" এই প্রসঙ্গে তিনি কোনও দেশের নামোল্লেখ না করে আরও বলেন, "আমরা জানি, কোন দেশগুলি এই ধরনের আলোচনায় মদত জোগাচ্ছে ৷ তাদের নাম নেওয়ার দরকার নেই ৷ তারা ভারতেও একই রকম অবস্থা তৈরি করতে চায় ৷ তারা ভারতের প্রগতির গতি রুখতে চায় ৷"