শিকার (রাজস্থান), 28 এপ্রিল: এ তো একেবারে সিনেমার গল্প উঠে আসা বাস্তবের মাটিতে ৷ পুরো রিল থেকে রিয়েল ৷ পর্দায় আরিয়ান ও শিফরার প্রেম যে রাজস্থানের যুবককের মনে দোলা দিয়ে যাবে, তা যেন স্বপ্নের অতীত ৷ রাজস্থানের শিকার এলাকার বাসিন্দা সূর্যপ্রকাশের বউ হতে চলেছে রোবটিক গিগা ৷ ছেলের এমন সিদ্ধান্তেক কথা শুনে মাথা ঘুরে গিয়েছে পরিবারের সদস্যদের ৷
চলতি বছর ভ্যালেন্টাইন ডে-র আবহে মুক্তি পায় অমিত জোশি-আরাধনা শাহ পরিচালিত 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া' ৷ রোবট ইঞ্জিনিয়র শাহিদ কাপুরের সঙ্গে রোবট শিফরার প্রেম তুলে ধরে বর্তমানে সম্পর্ক নিয়ে ঠিক কী ভাবে জেন-জি ৷ সেই প্রতিচ্ছবিই এবার দেখা গেল রাজস্থানে ৷ ছোট থেকেই সূর্যপ্রকাশের ভালোবাসার বস্তু যান্ত্রিক মানুষ। তাই এক যান্ত্রিক মানুষকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে চান তিনি ৷
গিগা তৈরি হচ্ছে তামিলনাড়ুতে। প্রযুক্তিগত সাহায্য এসেছে দিল্লি থেকে। মোট খরচ 19 লাখ টাকা। শুধু উপযুক্ত প্রযুক্তি নির্মাণ করতে খরচ হয়েছে 5 লাখ টাকা। মনের মতো পাত্রী পেয়ে বিয়ের খরচে তাই কাপর্ণ্য করতে রাজি নন সূর্যপ্রকাশ ৷ আসলে এর প্রস্তুতি শুরু হয়েছিল লকডাউনের সময় থেকে । বাড়িতে বসে রোবট সংক্রান্ত একাধিক তথ্য সংগ্রহ করেন। গবেষণাপত্র পড়েন। তখনই জীবনসঙ্গী হিসেবে রোবটকে বেছে নেওয়ার সাধ হয় তাঁর। দীর্ঘ কয়েক বছরের চেষ্টায় আসে সাফল্য।
বাড়ির বউ হবেন যান্ত্রিক মানুষ- এমনটা মেনে নিতে পরিবারের সদস্যদের প্রথমে আপত্তি হয়েছিল । তবে ধীরে ধীরে তাঁরাও রাজি হয়ে যান। শুরু হয় বিয়ের কাজকর্ম। নববধূ হিসেবে বিয়ের মণ্ডপে গিগাকে দেখতে হবে শুনে চোখ কপালে উঠেছিল আত্মীয়দেরও। তবে অন্যরকম বিয়ের সাক্ষী হতে কে না চান ৷ ফলে পরিবার থেকে আত্মীয়, সকলের মধ্যেই এখন চলছে জোর বিয়ের প্রস্তুতি ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, সূর্যপ্রকাশের রোবটের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে। যান্ত্রিক মানুষকে নিয়ে জমা আবেগের অভিঘাত এতটাই বেশি ছিল যে কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রেও প্রাধান্য পায় বিষয়টি। পরিবারের পছন্দ ছিল সূর্যপ্রকাশ সেনাবাহিনীর সদস্য হবেন । দেশের সেবা করবেন। সেকথা মাথায় রেখে প্রাথমিক পদক্ষেপও নিতে শুরু করেছিলেন পরিবারের সদস্যরা। তবে শেষমেশ ছেলের ইচ্ছাকেই প্রাধান্য় দেওয়া হয়। তথ্য-প্রযুক্তি নিয়ে পড়াশুনো করেন সূর্য। এবার জীবনের নতুন ইনিংসেও সেই অনুরাগেরই প্রকাশ ঘটালেন রাজস্থানের যুবক। ।
আরও পড়ুন: