ETV Bharat / bharat

দেখা গিয়েছে পবিত্র চাঁদ, আজ থেকে শুরু রমজান - Ramzan fasting

Ramzan Start from 12 March: দেশের বিভিন্নপ্রান্ত চাঁদ দেখা গিয়েছে ৷ মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস ৷ জানাল জামিয়াত-উলেমা-ই-হিন্দ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By PTI

Published : Mar 11, 2024, 10:23 PM IST

Updated : Mar 12, 2024, 7:46 AM IST

নয়াদিল্লি, 11 মার্চ: মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে পবিত্র চাঁদ। আর তার ফলে 12 মার্চ, অর্থাৎ আগামিকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। জানাল জামিয়াত-উলেমা-ই-হিন্দ ৷ জমিয়ত উলেমা-ই-হিন্দের সেক্রেটারি মাওলানা নিয়াজ এবং আহমেদ ফারুকির সভাপতিত্বে রুয়াত-ই-হিলাল কমিটির একটি সভা বাহাদুর শাহ জাফর মার্গে অনুষ্ঠিত হয়। তারপর ইসলামিক সংগঠনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, দেশের বেশ কিছু জায়গায় পবিত্র চাঁদ দেখা গিয়েছে ৷ ফলে মঙ্গলবার থেকেই ধর্মপ্রাণ মুসলিমরা রমজানের উপবাস করতে পারবেন ৷

অন্যদিকে, ফতেহপুরি মসজিদের ইমাম মুফতি মুকাররম আহমদও সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চাঁদ দেখা গিয়েছে ৷ মঙ্গলবার রোজা শুরু হবে। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "মসজিদ ও দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ স্পষ্টভাবে চাঁদ দেখেছেন।" পবিত্র এই মাসের অপেক্ষায় থাকেন ইসলাম ধর্মের মানুষরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদ-উল ফিতর উদ্‌যাপন করা হয়।

মঙ্গলবার থেকে রোজা শুরুর কথা জানিয়েছে বিভিন্ন দেশ ৷ তার মধ্যে রয়েছে ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রমজান মাস চলাকালীন প্রথমে সূর্যোদয়ের আগে খাবার খেতে হয়, একে বলে শেহরি ৷ তারপরে প্রার্থনা করতে হয়। এরপর সারা দিন আর কিছু খাওয়ার নিয়ম নেই।

আবার সূর্যাস্তের পরে উপবাস ভাঙতে হয়। তাকে বলে ইফতার ৷ সারাদিনের উপবাস নিষ্ঠাভরে রাখেন ইসলাম ধর্মাবলম্বীরা। আজানের আগে খাবার মুখে তোলা নিষেধ। ইফতারে প্রথম যে ফলটি মুখে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে তা হল খেজুর। এ ছাড়াও, থাকে ঠান্ডা সরবত, নানারকম ফল। সকলে মিলে একটি থালায় সাজিয়ে করেন ফলাহার ৷

আরও পড়ুন

1. বাতিল হওয়া আস্ত বিমান কিনে তৈরি হল রেস্তোরাঁ, কোথায় ? খরচ কী ?

2. স্কুলের ক্লাসরুম দখল করে বেডরুম বানিয়েছেন প্রধান শিক্ষিকা, তাজ্জব জেলাশাসক

3. ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষস্তরে লিঙ্গ বৈষম্য আজও বিদ্যমান

নয়াদিল্লি, 11 মার্চ: মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে পবিত্র চাঁদ। আর তার ফলে 12 মার্চ, অর্থাৎ আগামিকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। জানাল জামিয়াত-উলেমা-ই-হিন্দ ৷ জমিয়ত উলেমা-ই-হিন্দের সেক্রেটারি মাওলানা নিয়াজ এবং আহমেদ ফারুকির সভাপতিত্বে রুয়াত-ই-হিলাল কমিটির একটি সভা বাহাদুর শাহ জাফর মার্গে অনুষ্ঠিত হয়। তারপর ইসলামিক সংগঠনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, দেশের বেশ কিছু জায়গায় পবিত্র চাঁদ দেখা গিয়েছে ৷ ফলে মঙ্গলবার থেকেই ধর্মপ্রাণ মুসলিমরা রমজানের উপবাস করতে পারবেন ৷

অন্যদিকে, ফতেহপুরি মসজিদের ইমাম মুফতি মুকাররম আহমদও সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চাঁদ দেখা গিয়েছে ৷ মঙ্গলবার রোজা শুরু হবে। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "মসজিদ ও দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ স্পষ্টভাবে চাঁদ দেখেছেন।" পবিত্র এই মাসের অপেক্ষায় থাকেন ইসলাম ধর্মের মানুষরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদ-উল ফিতর উদ্‌যাপন করা হয়।

মঙ্গলবার থেকে রোজা শুরুর কথা জানিয়েছে বিভিন্ন দেশ ৷ তার মধ্যে রয়েছে ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রমজান মাস চলাকালীন প্রথমে সূর্যোদয়ের আগে খাবার খেতে হয়, একে বলে শেহরি ৷ তারপরে প্রার্থনা করতে হয়। এরপর সারা দিন আর কিছু খাওয়ার নিয়ম নেই।

আবার সূর্যাস্তের পরে উপবাস ভাঙতে হয়। তাকে বলে ইফতার ৷ সারাদিনের উপবাস নিষ্ঠাভরে রাখেন ইসলাম ধর্মাবলম্বীরা। আজানের আগে খাবার মুখে তোলা নিষেধ। ইফতারে প্রথম যে ফলটি মুখে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে তা হল খেজুর। এ ছাড়াও, থাকে ঠান্ডা সরবত, নানারকম ফল। সকলে মিলে একটি থালায় সাজিয়ে করেন ফলাহার ৷

আরও পড়ুন

1. বাতিল হওয়া আস্ত বিমান কিনে তৈরি হল রেস্তোরাঁ, কোথায় ? খরচ কী ?

2. স্কুলের ক্লাসরুম দখল করে বেডরুম বানিয়েছেন প্রধান শিক্ষিকা, তাজ্জব জেলাশাসক

3. ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষস্তরে লিঙ্গ বৈষম্য আজও বিদ্যমান

Last Updated : Mar 12, 2024, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.