ETV Bharat / bharat

আম্বেদকর-মন্তব্য! শাহের পাশে মোদি; ফের নেহরুকে টেনে তোপ কংগ্রেসকে - ROW OVER AMBEDKAR REMARK

আম্বেদকরকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন প্রধানমন্ত্রী ৷

AMBEDKAR REMARK
শাহের পাশে মোদি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 3 hours ago

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধীদেকর সমালোচনায় সরব হলেন মোদি ৷

তিনি লেখেন, "কংগ্রেস যদি মনে করে বিদ্বেষপূর্ণ আচরণ করে বাবাসাহেবের প্রতি তাদের দীর্ঘদিনের অপমানকে আড়াল করতে পারবে তাহলে ভুল ভাবছে ৷ মানুষ জানে, বংশপরম্পরায় চলে আসা একটি রাজনৈতিক দল কীভাবে ডঃ আম্বেদকরের অস্তিত্ব মুছে ফেলার সর্বোপরি তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অপমান করেছে ৷"

তিনি আরও বলেন, "তাঁকে নির্বাচনে হারিয়েছে কংগ্রেস ৷ এমনকী, তাঁর বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালিয়েছেন খোদ পণ্ডিত জহরলাল নেহেরু ৷ শুধু তাই নয়, ভারতরত্নের মতো সম্মান থেকেও বাবাসাহবেকে বঞ্চিত করেছে কংগ্রেস ৷"

ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ সংবিধানের 75 বছরের বর্ষপূর্তী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ৷ অমিত শাহ বলেন, "এখন একটি ফ্যাশন হয়ে গিয়েছে ৷ আম্বেদকর, আম্বেদকর,আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর ৷ এতবার ভগবানের নাম নিলে সাত জন্মের জন্য স্বর্গ পাওয়া যেত ৷" তিনি আরও বলেন, "ড. আম্বেদকর কেন দেশের প্রথম মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন? তিনি তফসিলি উপজাতি, ধারা 370 এবং দেশের বিদেশ নীতির প্রতি অসন্তোষের কারণে পদত্যাগ করেছিলেন ।"

তাঁর এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদভবন ৷ বিরোধিতায় সরব হয় কংগ্রেস ৷ আম্বেদকরকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ৷ তিনি বলেন, "অমিত শাহের এই মন্তব্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, আরএসএস আসলে তেরঙ্গা এবং অশোক চক্রের বিরুদ্ধে মত পোষণ করে ।"

তিনি আরও বলেন, "দেশের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া অংশের জনগণ, সংখ্যালঘু ও গরিবদের জন্য বাবাসাহেব আম্বেডকর ভগবানের চেয়ে কম কিছু নন ।" এই বিষয়টিকে সামনে রেখেই অমিতের পদত্যাগ চেয়ে সরব হয় কংগ্রেস। শুধু তাই নয়, বিষয়টিকে নিয়ে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ৷ এদিন, সংসদের দুই কক্ষে প্রবল হট্টোগোলও করে কংগ্রেস সাংসদরা ৷ তাদের তরফে মুলতুবি প্রস্তাবও আনা হয় ৷

পড়ুন: সব রাজ্যেই লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, রাজ্যসভায় 'শাহি' ঘোষণা

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধীদেকর সমালোচনায় সরব হলেন মোদি ৷

তিনি লেখেন, "কংগ্রেস যদি মনে করে বিদ্বেষপূর্ণ আচরণ করে বাবাসাহেবের প্রতি তাদের দীর্ঘদিনের অপমানকে আড়াল করতে পারবে তাহলে ভুল ভাবছে ৷ মানুষ জানে, বংশপরম্পরায় চলে আসা একটি রাজনৈতিক দল কীভাবে ডঃ আম্বেদকরের অস্তিত্ব মুছে ফেলার সর্বোপরি তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অপমান করেছে ৷"

তিনি আরও বলেন, "তাঁকে নির্বাচনে হারিয়েছে কংগ্রেস ৷ এমনকী, তাঁর বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালিয়েছেন খোদ পণ্ডিত জহরলাল নেহেরু ৷ শুধু তাই নয়, ভারতরত্নের মতো সম্মান থেকেও বাবাসাহবেকে বঞ্চিত করেছে কংগ্রেস ৷"

ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ সংবিধানের 75 বছরের বর্ষপূর্তী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ৷ অমিত শাহ বলেন, "এখন একটি ফ্যাশন হয়ে গিয়েছে ৷ আম্বেদকর, আম্বেদকর,আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর ৷ এতবার ভগবানের নাম নিলে সাত জন্মের জন্য স্বর্গ পাওয়া যেত ৷" তিনি আরও বলেন, "ড. আম্বেদকর কেন দেশের প্রথম মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন? তিনি তফসিলি উপজাতি, ধারা 370 এবং দেশের বিদেশ নীতির প্রতি অসন্তোষের কারণে পদত্যাগ করেছিলেন ।"

তাঁর এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদভবন ৷ বিরোধিতায় সরব হয় কংগ্রেস ৷ আম্বেদকরকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ৷ তিনি বলেন, "অমিত শাহের এই মন্তব্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, আরএসএস আসলে তেরঙ্গা এবং অশোক চক্রের বিরুদ্ধে মত পোষণ করে ।"

তিনি আরও বলেন, "দেশের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া অংশের জনগণ, সংখ্যালঘু ও গরিবদের জন্য বাবাসাহেব আম্বেডকর ভগবানের চেয়ে কম কিছু নন ।" এই বিষয়টিকে সামনে রেখেই অমিতের পদত্যাগ চেয়ে সরব হয় কংগ্রেস। শুধু তাই নয়, বিষয়টিকে নিয়ে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ৷ এদিন, সংসদের দুই কক্ষে প্রবল হট্টোগোলও করে কংগ্রেস সাংসদরা ৷ তাদের তরফে মুলতুবি প্রস্তাবও আনা হয় ৷

পড়ুন: সব রাজ্যেই লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, রাজ্যসভায় 'শাহি' ঘোষণা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.