শ্রীনগর, 7 মার্চ: সংবিধানের ধারা 370-এর অবলুপ্তি ঘটানোর প্রায় সাড়ে চার বছর পর প্রথমবার জম্মু ও কাশ্মীরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এসেই তাঁর মুখে শোনা গেল সেই 370 ধারার অবলুপ্তি ঘটানোর প্রসঙ্গ ৷ বৃহস্পতিবার শ্রীনগরের বকসি স্টেডিয়াম থেকে ভূস্বর্গের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন, ধারা 370-এর উঠে যাওয়ার পর জম্মু ও কাশ্মীরে মুক্ত বাতাস বইতে শুরু করেছে ৷ তাঁর আরও দাবি, আঞ্চলিক দলগুলি ভূস্বর্গের মানুষকে শিকলে বেঁধে রেখেছিল ৷ সেই শিকল থেকে মুক্তি পেয়েছেন বাসিন্দারা ৷
এ দিন শ্রীনগরের সভা থেকে কংগ্রেস ও তার শরিক দলগুলির বিরুদ্ধে আক্রমণ শানান প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, দশকের পর দশক ধরে কংগ্রেস ও তার শরিক দলগুলি 370 ধারা নিয়ে জম্মু ও কাশ্মীরের মানুষ এবং সারা দেশকে ভুল পথে চালিত করেছে ৷ তিনি প্রশ্ন তোলেন, ‘‘ধারা 370 কি জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য লাভদায়ক ছিল, নাকি কিছু পরিবারের জন্য জন্য ছিল ?’’
তাঁর আরও বক্তব্য, ‘‘জনগণ বুঝতে পেরেছে যে তাদের বিভ্রান্ত করা হয়েছে । একটি নির্বাচিত পরিবারের জন্য, তারা শিকলে আটকে পড়ে ছিল ৷ আজ 370 নেই৷ তাই জম্মু ও কাশ্মীরের যুব সমাজের আকাঙ্খা পূরণ হচ্ছে ৷ তাঁরা নতুন সুযোগ পাচ্ছেন । সবার জন্য সমান অধিকার ও সুযোগ রয়েছে ।” প্রধানমন্ত্রী আরও বলেন, "পাকিস্তানি উদ্বাস্তু ও বাল্মীকি সম্প্রদায়ের ভোটাধিকার ছিল না, তারাও আজ তাদের অধিকার পেয়েছে ।"
প্রধানমন্ত্রীর দাবি, এই ভালো পরিস্থিতির অপেক্ষাতেই ছিলেন ভূস্বর্গের বাসিন্দারা ৷ নরেন্দ্র মোদি বলেন, "এটি সেই নতুন জম্মু ও কাশ্মীর, যার জন্য আমরা হাজার বছর ধরে অপেক্ষা করছিলাম । এটি সেই জম্মু-কাশ্মীর, যার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আত্মত্যাগ করেছিলেন । এই ভালোবাসা ফিরিয়ে দিতে মোদি কোনও কসরত ছাড়বেন না । এটি মোদির গ্যারান্টি৷ গ্যারান্টি পূরণের গ্যারান্টি ৷"
আরও পড়ুন: