ETV Bharat / bharat

উন্নত ভারত গড়তে কেমন হওয়া উচিত বাজেট, অর্থনীতিবিদদের থেকে পরামর্শ নিলেন মোদি - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: আগামী 23 জুলাই লোকসভায় 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই নিয়ে অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বৃহস্পতিবার বৈঠক হল নয়াদিল্লিতে ৷ বৈঠক করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jul 11, 2024, 5:16 PM IST

Updated : Jul 11, 2024, 5:59 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই: বাজেট নিয়ে পরামর্শ নিতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিক এমনটাই জানিয়েছেন ৷ অর্থনীতিবিদরা ছাড়াও ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ৷

এছাড়া নীতি আয়োগের ভাইস চেয়ারম্য়ান সুমন বেরি ও অন্য সদস্য়রা বৈঠকে উপস্থিত ছিলেন ৷ আগামী 23 জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ করবেন লোকসভায় ৷ তিনিও এ দিন এই বৈঠকে হাজির ছিলেন ৷

এছাড়া ছিলেন পরিকল্পনা মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ৷ অর্থনীতিবিদের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল সুরজিৎ ভাল্লা ও অশোক গুলাটি ৷ বর্ষীয়ান ব্যাংকার কেভি কামাথও এ দিনের বৈঠকে হাজির ছিলেন ৷

তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকারের প্রথম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নথি হল 2024-25 আর্থিক বছরের বাজেট ৷ 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দিকনির্দেশ এই বাজেটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সম্প্রতি অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দেন, সেখানে বড় সংস্কারমূলক পদক্ষেপের ইঙ্গিত ছিল ৷ পাশাপাশি ওই ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে বাজেটের মাধ্যমে সরকার ভবিষ্যতের লক্ষ্য যেমন নির্ধারণ করবে, তেমনই সরকারের নীতিকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ৷

বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকার আলোচনা বেশ কিছুদিন ধরেই শুরু করেছে ৷ কেন্দ্রীয় অর্থনীতি নির্মলা সীতারমনও এই নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন ৷ তিনিও অর্থনীতিবিদ ও শিল্পজগতের লোকজনের সঙ্গে বৈঠক করেন ৷ বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার জন্য করছাড়ের দাবি জানানো হয়েছে ৷ এর মাধ্যমে মূল্যবৃদ্ধিতে রাশ টানা যাবে ও অর্থনৈতিক বৃদ্ধি গতি পাবে বলে বিশেষজ্ঞদের মত ৷

নয়াদিল্লি, 11 জুলাই: বাজেট নিয়ে পরামর্শ নিতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিক এমনটাই জানিয়েছেন ৷ অর্থনীতিবিদরা ছাড়াও ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ৷

এছাড়া নীতি আয়োগের ভাইস চেয়ারম্য়ান সুমন বেরি ও অন্য সদস্য়রা বৈঠকে উপস্থিত ছিলেন ৷ আগামী 23 জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ করবেন লোকসভায় ৷ তিনিও এ দিন এই বৈঠকে হাজির ছিলেন ৷

এছাড়া ছিলেন পরিকল্পনা মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ৷ অর্থনীতিবিদের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল সুরজিৎ ভাল্লা ও অশোক গুলাটি ৷ বর্ষীয়ান ব্যাংকার কেভি কামাথও এ দিনের বৈঠকে হাজির ছিলেন ৷

তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকারের প্রথম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নথি হল 2024-25 আর্থিক বছরের বাজেট ৷ 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দিকনির্দেশ এই বাজেটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সম্প্রতি অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দেন, সেখানে বড় সংস্কারমূলক পদক্ষেপের ইঙ্গিত ছিল ৷ পাশাপাশি ওই ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে বাজেটের মাধ্যমে সরকার ভবিষ্যতের লক্ষ্য যেমন নির্ধারণ করবে, তেমনই সরকারের নীতিকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ৷

বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকার আলোচনা বেশ কিছুদিন ধরেই শুরু করেছে ৷ কেন্দ্রীয় অর্থনীতি নির্মলা সীতারমনও এই নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন ৷ তিনিও অর্থনীতিবিদ ও শিল্পজগতের লোকজনের সঙ্গে বৈঠক করেন ৷ বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার জন্য করছাড়ের দাবি জানানো হয়েছে ৷ এর মাধ্যমে মূল্যবৃদ্ধিতে রাশ টানা যাবে ও অর্থনৈতিক বৃদ্ধি গতি পাবে বলে বিশেষজ্ঞদের মত ৷

Last Updated : Jul 11, 2024, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.