ETV Bharat / bharat

'বিপুল সংখ্যায় ভোটদান করুন', রীতি মেনে আর্জি প্রধানমন্ত্রীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PM Narendra Modi Urges People to Vote: দেশের সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ, শনিবার ষষ্ঠ দফার নির্বাচন চলছে ৷ সেইসঙ্গে বাংলার 42টি কেন্দ্রের মধ্যে আটটি আসনে ভোটপর্ব চলছে ৷ প্রথম পাঁচ দফার মতোই ষষ্ঠতেও দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্সবার্তায় লিখলেন," মহিলা ও তরুণ ভোটদাতাদের বিশেষ করে অনুরোধ করছি বিরাট সংখ্যায় ভোটদানে এগিয়ে আসতে।"

PM Narendra Modi Urged People to Vote
বিরাট সংখ্যায় ভোটদানের আর্জি নরেন্দ্র মোদির (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 7:52 AM IST

Updated : May 25, 2024, 8:13 AM IST

নয়াদিল্লি, 25 মে: ষষ্ঠ দফায় 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল ৷ আগের পাঁচ দফার মতো শনিবারও বিপুল ভোটদানের আর্জি জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় আজ 8টি কেন্দ্রে নির্বাচন চলছে ৷ ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটালে ভোটগ্রহণ শনিবার ৷ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হতেই দেশবাসীকে বিপুল সংখ্যক গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী ৷ বাংলা-সহ চারটি ভাষায় এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন তরুণ এবং মহিলাদের জন্য ৷ লিখলেন, "মহিলা ও তরুণ ভোটদাতাদের বিশেষ করে অনুরোধ করছি বিরাট সংখ্যায় ভোটদানে এগিয়ে আসতে।"

আজকের ভোটের কথা মাথায় রেখে বাংলা, হিন্দি, উড়িয়া ও ইংরেজি ভাষায় পোস্ট করেন মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "2024 লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে যাঁরা ভোট দেবেন তাঁদের সকলকে আমি বিপুল সংখ্যায় ভোটদানের আর্জি জানাই। প্রতিটি ভোটের গুরুত্ব রয়েছে, আপনার অধিকারকেও গুরুত্বপূর্ণ করে তুলুন ৷ মানুষ যখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ও ব্যস্ত থাকে তখনই গণতন্ত্রের সর্বাধিক পরাকাষ্ঠা হয়। মহিলা ও তরুণ ভোটদাতাদের বিশেষ করে অনুরোধ করছি বিরাট সংখ্যায় ভোটদানে এগিয়ে আসতে।"

আরও পড়ুন: সকাল সকাল ভোট দিলেন সস্ত্রীক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সুষমা-কন্যা বাঁশুরী স্বরাজ

হরিয়ানা ও দিল্লি ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ এবং বাংলায় ভোট চলছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 58টি কেন্দ্রে 1.14 লক্ষ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা ভোটে এই পর্বে প্রায় 11.13 কোটি মানুষ ভোটার ৷ এর মধ্যে রয়েছে 5.84 কোটি পুরুষ, 5.29 কোটি মহিলা এবং 5 হাজার 120 জন তৃতীয় লিঙ্গের ভোটার ৷ প্রায় 11.4 লক্ষ পোলিং অফিসার মোতায়েন করা হয়েছে ৷

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ধর্মেন্দ্র প্রধান (সম্বলপুর), মনোজ তিওয়ারি (উত্তর-পূর্ব দিল্লি), মানেকা গান্ধি (সুলতানপুর), অভিজিৎ গঙ্গোপাধ্যায় (তমলুক), নবীন জিন্দাল (কুরুক্ষেত্র) এবং মনোহর লাল খাট্টার (কারনাল), বাঁশুরী স্বরাজ (নয়াদিল্লি)। কংগ্রেস প্রার্থীদের মধ্যে রয়েছেন, কানহাইয়া কুমার (উত্তর-পূর্ব দিল্লি) এবং রাজ বব্বর (গুরগাঁও)৷ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি।

আরও পড়ুন: পঞ্চম দফা শেষে 310 আসন পেরিয়েছেন মোদি, কাঁথি থেকে দাবি শাহের

নয়াদিল্লি, 25 মে: ষষ্ঠ দফায় 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল ৷ আগের পাঁচ দফার মতো শনিবারও বিপুল ভোটদানের আর্জি জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় আজ 8টি কেন্দ্রে নির্বাচন চলছে ৷ ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটালে ভোটগ্রহণ শনিবার ৷ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হতেই দেশবাসীকে বিপুল সংখ্যক গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী ৷ বাংলা-সহ চারটি ভাষায় এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন তরুণ এবং মহিলাদের জন্য ৷ লিখলেন, "মহিলা ও তরুণ ভোটদাতাদের বিশেষ করে অনুরোধ করছি বিরাট সংখ্যায় ভোটদানে এগিয়ে আসতে।"

আজকের ভোটের কথা মাথায় রেখে বাংলা, হিন্দি, উড়িয়া ও ইংরেজি ভাষায় পোস্ট করেন মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "2024 লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে যাঁরা ভোট দেবেন তাঁদের সকলকে আমি বিপুল সংখ্যায় ভোটদানের আর্জি জানাই। প্রতিটি ভোটের গুরুত্ব রয়েছে, আপনার অধিকারকেও গুরুত্বপূর্ণ করে তুলুন ৷ মানুষ যখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ও ব্যস্ত থাকে তখনই গণতন্ত্রের সর্বাধিক পরাকাষ্ঠা হয়। মহিলা ও তরুণ ভোটদাতাদের বিশেষ করে অনুরোধ করছি বিরাট সংখ্যায় ভোটদানে এগিয়ে আসতে।"

আরও পড়ুন: সকাল সকাল ভোট দিলেন সস্ত্রীক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সুষমা-কন্যা বাঁশুরী স্বরাজ

হরিয়ানা ও দিল্লি ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ এবং বাংলায় ভোট চলছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 58টি কেন্দ্রে 1.14 লক্ষ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা ভোটে এই পর্বে প্রায় 11.13 কোটি মানুষ ভোটার ৷ এর মধ্যে রয়েছে 5.84 কোটি পুরুষ, 5.29 কোটি মহিলা এবং 5 হাজার 120 জন তৃতীয় লিঙ্গের ভোটার ৷ প্রায় 11.4 লক্ষ পোলিং অফিসার মোতায়েন করা হয়েছে ৷

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ধর্মেন্দ্র প্রধান (সম্বলপুর), মনোজ তিওয়ারি (উত্তর-পূর্ব দিল্লি), মানেকা গান্ধি (সুলতানপুর), অভিজিৎ গঙ্গোপাধ্যায় (তমলুক), নবীন জিন্দাল (কুরুক্ষেত্র) এবং মনোহর লাল খাট্টার (কারনাল), বাঁশুরী স্বরাজ (নয়াদিল্লি)। কংগ্রেস প্রার্থীদের মধ্যে রয়েছেন, কানহাইয়া কুমার (উত্তর-পূর্ব দিল্লি) এবং রাজ বব্বর (গুরগাঁও)৷ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি।

আরও পড়ুন: পঞ্চম দফা শেষে 310 আসন পেরিয়েছেন মোদি, কাঁথি থেকে দাবি শাহের

Last Updated : May 25, 2024, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.