নয়াদিল্লি, 25 মে: ষষ্ঠ দফায় 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল ৷ আগের পাঁচ দফার মতো শনিবারও বিপুল ভোটদানের আর্জি জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় আজ 8টি কেন্দ্রে নির্বাচন চলছে ৷ ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটালে ভোটগ্রহণ শনিবার ৷ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হতেই দেশবাসীকে বিপুল সংখ্যক গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী ৷ বাংলা-সহ চারটি ভাষায় এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন তরুণ এবং মহিলাদের জন্য ৷ লিখলেন, "মহিলা ও তরুণ ভোটদাতাদের বিশেষ করে অনুরোধ করছি বিরাট সংখ্যায় ভোটদানে এগিয়ে আসতে।"
আজকের ভোটের কথা মাথায় রেখে বাংলা, হিন্দি, উড়িয়া ও ইংরেজি ভাষায় পোস্ট করেন মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "2024 লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে যাঁরা ভোট দেবেন তাঁদের সকলকে আমি বিপুল সংখ্যায় ভোটদানের আর্জি জানাই। প্রতিটি ভোটের গুরুত্ব রয়েছে, আপনার অধিকারকেও গুরুত্বপূর্ণ করে তুলুন ৷ মানুষ যখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ও ব্যস্ত থাকে তখনই গণতন্ত্রের সর্বাধিক পরাকাষ্ঠা হয়। মহিলা ও তরুণ ভোটদাতাদের বিশেষ করে অনুরোধ করছি বিরাট সংখ্যায় ভোটদানে এগিয়ে আসতে।"
আরও পড়ুন: সকাল সকাল ভোট দিলেন সস্ত্রীক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সুষমা-কন্যা বাঁশুরী স্বরাজ
হরিয়ানা ও দিল্লি ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ এবং বাংলায় ভোট চলছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 58টি কেন্দ্রে 1.14 লক্ষ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা ভোটে এই পর্বে প্রায় 11.13 কোটি মানুষ ভোটার ৷ এর মধ্যে রয়েছে 5.84 কোটি পুরুষ, 5.29 কোটি মহিলা এবং 5 হাজার 120 জন তৃতীয় লিঙ্গের ভোটার ৷ প্রায় 11.4 লক্ষ পোলিং অফিসার মোতায়েন করা হয়েছে ৷
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ধর্মেন্দ্র প্রধান (সম্বলপুর), মনোজ তিওয়ারি (উত্তর-পূর্ব দিল্লি), মানেকা গান্ধি (সুলতানপুর), অভিজিৎ গঙ্গোপাধ্যায় (তমলুক), নবীন জিন্দাল (কুরুক্ষেত্র) এবং মনোহর লাল খাট্টার (কারনাল), বাঁশুরী স্বরাজ (নয়াদিল্লি)। কংগ্রেস প্রার্থীদের মধ্যে রয়েছেন, কানহাইয়া কুমার (উত্তর-পূর্ব দিল্লি) এবং রাজ বব্বর (গুরগাঁও)৷ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি।
আরও পড়ুন: পঞ্চম দফা শেষে 310 আসন পেরিয়েছেন মোদি, কাঁথি থেকে দাবি শাহের