ETV Bharat / bharat

ধস বিধ্বস্ত ওয়েনাড়ে মোদি, ঘুরে দেখলেন আকাশপথে - PM Modi Wayanad Visit

PM Modi on Wayanad Landslides: ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাড়ে তিনশো জন ৷ বিস্তীর্ণ এলাকা প্রায় ধুয়ে মুছে সাফ। বাড়িঘর, মানুষজন ভেসে গিয়েছেন জলের তোড়ে। ওয়েনাড় পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভূমিধস কবলিত এলাকায় একদিনের সফরে পৌঁছেছেন। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি বৈঠকও করবেন মোদি ৷ আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 12:55 PM IST

Updated : Aug 10, 2024, 8:52 PM IST

PM Modi on Wayanad Landslides
বিধ্বস্ত ওয়েনাড়ে মোদি ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (ইটিভি ভারত)

কোঝিকোড়, 10 অগস্ট: তারিখটা 29 জুলাই ৷ সেদিন মধ্যরাত থেকে কেরলে পার্বত্য এলাকা ওয়েনাড়ে শুরু হয় তুমুল বৃষ্টি ৷ পরপর ভূমিধস, মৃত্যু মিছিল, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কেরলের ওয়েনাড় ৷ প্রকৃতির এই ধ্বংসলীলায় দক্ষিণী রাজ্যের ওই এলাকায় মৃত্যুর সংখ্যাটা সাড়ে 300'র কাছাকাছি ৷ এই বিপর্যয়ে নিয়মিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ, শনিবার বিধ্বস্ত ওয়েনাড়ের পরিস্থিতি খতিয়ে পৌঁছে গিয়েছেন তিনি ৷ বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি বৈঠকও করেন প্রধানমন্ত্রী। আকাশপথে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি ৷ তারপরে প্রশাসনের তরফে গোটা পরিস্থিতি তাঁকে ব্য়াখ্যা করা হয় ৷

ওয়েনাড় এবং কেরল প্রধানমন্ত্রীর এই একদিনের সফর থেকে অনেক কিছু আশা করছে। কেরল সরকার ভাঙাচোরা ওয়েনাড়কে ফেরাতে অর্থাৎ পুনর্বাসন কার্যক্রমের জন্য 2000 কোটি টাকার আর্জি জানিয়েছে ৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছেন, 1200 কোটি টাকার ক্ষতি হয়েছে ওয়েনাড়ে ৷ তিনি, ওয়েনাড়ের পরিস্থিতি ফের স্বাভাবিক করতে ধাপে ধাপে পরিকল্পনার কথা জানিয়েছেন মোদিকে ৷ আজ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যসচিব একটি পর্যালোচনা সভাও করবেন ৷ কেরলও এই দাবি করেছে যে ওয়েনাড় বিপর্যয়কে 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করা হোক।

সে রাজ্যের বিরোধী দলনেতা ভিডি সতীসানও ওয়েনাড়ের এই বিধ্বংস্ত অবস্থাকে যদি জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা না-করাও হয় তাহলে একটি বিশেষ প্যাকেজের অনুমতি দেওয়া উচিত বলে জানিয়েছেন। এদিন উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী ৷ পুনর্বাসনের কাজ খতিয়ে দেখবেন। ত্রাণ শিবিরগুলিতেও যাবেন প্রধানমন্ত্রী। যাবেন হাসপাতালে। দেখা করবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে। বৈঠকের পর একইসঙ্গে ত্রাণ শিবিরগুলির পরিস্থিতি নিয়েও তাঁকে তথ্য দেবেন আধিকারিকরা ৷ উল্লেখ্য, ঘটনার দু'দিন পরেই ওয়েনাড়ের বিধ্বংস্ত অবস্থা পরিদর্শনে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

ওয়েনাড়ে ভূমিধসে মৃত বেড়ে 344, নিখোঁজ এখনও তিনশোর বেশি

কোঝিকোড়, 10 অগস্ট: তারিখটা 29 জুলাই ৷ সেদিন মধ্যরাত থেকে কেরলে পার্বত্য এলাকা ওয়েনাড়ে শুরু হয় তুমুল বৃষ্টি ৷ পরপর ভূমিধস, মৃত্যু মিছিল, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কেরলের ওয়েনাড় ৷ প্রকৃতির এই ধ্বংসলীলায় দক্ষিণী রাজ্যের ওই এলাকায় মৃত্যুর সংখ্যাটা সাড়ে 300'র কাছাকাছি ৷ এই বিপর্যয়ে নিয়মিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ, শনিবার বিধ্বস্ত ওয়েনাড়ের পরিস্থিতি খতিয়ে পৌঁছে গিয়েছেন তিনি ৷ বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি বৈঠকও করেন প্রধানমন্ত্রী। আকাশপথে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি ৷ তারপরে প্রশাসনের তরফে গোটা পরিস্থিতি তাঁকে ব্য়াখ্যা করা হয় ৷

ওয়েনাড় এবং কেরল প্রধানমন্ত্রীর এই একদিনের সফর থেকে অনেক কিছু আশা করছে। কেরল সরকার ভাঙাচোরা ওয়েনাড়কে ফেরাতে অর্থাৎ পুনর্বাসন কার্যক্রমের জন্য 2000 কোটি টাকার আর্জি জানিয়েছে ৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছেন, 1200 কোটি টাকার ক্ষতি হয়েছে ওয়েনাড়ে ৷ তিনি, ওয়েনাড়ের পরিস্থিতি ফের স্বাভাবিক করতে ধাপে ধাপে পরিকল্পনার কথা জানিয়েছেন মোদিকে ৷ আজ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যসচিব একটি পর্যালোচনা সভাও করবেন ৷ কেরলও এই দাবি করেছে যে ওয়েনাড় বিপর্যয়কে 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করা হোক।

সে রাজ্যের বিরোধী দলনেতা ভিডি সতীসানও ওয়েনাড়ের এই বিধ্বংস্ত অবস্থাকে যদি জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা না-করাও হয় তাহলে একটি বিশেষ প্যাকেজের অনুমতি দেওয়া উচিত বলে জানিয়েছেন। এদিন উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী ৷ পুনর্বাসনের কাজ খতিয়ে দেখবেন। ত্রাণ শিবিরগুলিতেও যাবেন প্রধানমন্ত্রী। যাবেন হাসপাতালে। দেখা করবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে। বৈঠকের পর একইসঙ্গে ত্রাণ শিবিরগুলির পরিস্থিতি নিয়েও তাঁকে তথ্য দেবেন আধিকারিকরা ৷ উল্লেখ্য, ঘটনার দু'দিন পরেই ওয়েনাড়ের বিধ্বংস্ত অবস্থা পরিদর্শনে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

ওয়েনাড়ে ভূমিধসে মৃত বেড়ে 344, নিখোঁজ এখনও তিনশোর বেশি

Last Updated : Aug 10, 2024, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.