ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

75th Republic Day: 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

75th Republic Day
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ANI

Published : Jan 26, 2024, 10:32 AM IST

Updated : Jan 27, 2024, 11:25 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে সম্মান ও শুেভচ্ছা জানিয়েই এক্স হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবসের গুরুত্ব বুঝিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লিখেছেন, " দেশ অমৃত কালের যাত্রায়, যার নেতৃত্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এই দিনে দেশবাসী ও প্রতিটি পরিবারকে মনের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি । "

সাধারণতন্ত্র দিবসের আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন, "ভারতে এখন অমৃত কালের প্রথম ধাপে৷ এখনই রূপান্তরের সময় ৷ দেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে সোনার সুযোগ রয়েছে ৷ আমাদের লক্ষ্য পূরণে প্রতিটি নাগরিকের অবদান গুরুত্বপূর্ণ ৷" এবারের সাধরণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ড ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ নারীশক্তিকে সামনে রেকেই সেজে উঠেছে 75তম সাধারণতন্ত্র দিবস । যেখানে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন মহিলা সেনা ।

  • देश के अपने समस्त परिवारजनों को गणतंत्र दिवस की बहुत-बहुत शुभकामनाएं। जय हिंद!

    Best wishes on special occasion of the 75th Republic Day. Jai Hind!

    — Narendra Modi (@narendramodi) January 26, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

75তম সাধারণতন্ত্র দিবসে থিম 'বিকশিত ভারত' ও 'ভারত- লোকতন্ত্র কি মাত্রুকা' ৷ 1300জন বিশেষ অতিথি উপস্থিত থাকছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে । ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল বা জাতীয় যুদ্ধ স্মৃতি সৌধ থেকে অনুষ্ঠান শুরু হয় । সাধারণতন্ত্র দিবসের কর্তব্যপথে এবার বিশেষ গুরুত্ব নারীশক্তিকে। বিভিন্ন খাতে প্রমিলা বাহিনীর দাপট চোখে পড়ে । কর্তব্যপথ নারীশক্তির দৃঢ় সংকল্পে আরও রঙিন হয়ে ওঠে। 75তম সাধারণতন্ত্র দিবসের আগেই দেশে রাম মন্দিরের উদ্বোধন । যার আঁচ দেখা গেল কর্তব্য়পথেও। রামের নামে প্রদর্শিত হলো ট্যাবলোয় ।

আরও পড়ুন:

  1. 75তম সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতির বার্তা, গুরুত্ব পেল 'রাম মন্দির'
  2. মাটির ভাঁড়ে চায়ে চুমুক ! ইউপিআইতে দাম মিটিয়ে অভিভূত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
  3. আজ গোলাপি শহরে ফরাসি প্রেসিডেন্ট, রাতে মোদির সঙ্গে বৈঠক

নয়াদিল্লি, 26 জানুয়ারি: দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে সম্মান ও শুেভচ্ছা জানিয়েই এক্স হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবসের গুরুত্ব বুঝিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লিখেছেন, " দেশ অমৃত কালের যাত্রায়, যার নেতৃত্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এই দিনে দেশবাসী ও প্রতিটি পরিবারকে মনের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি । "

সাধারণতন্ত্র দিবসের আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন, "ভারতে এখন অমৃত কালের প্রথম ধাপে৷ এখনই রূপান্তরের সময় ৷ দেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে সোনার সুযোগ রয়েছে ৷ আমাদের লক্ষ্য পূরণে প্রতিটি নাগরিকের অবদান গুরুত্বপূর্ণ ৷" এবারের সাধরণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ড ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ নারীশক্তিকে সামনে রেকেই সেজে উঠেছে 75তম সাধারণতন্ত্র দিবস । যেখানে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন মহিলা সেনা ।

  • देश के अपने समस्त परिवारजनों को गणतंत्र दिवस की बहुत-बहुत शुभकामनाएं। जय हिंद!

    Best wishes on special occasion of the 75th Republic Day. Jai Hind!

    — Narendra Modi (@narendramodi) January 26, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

75তম সাধারণতন্ত্র দিবসে থিম 'বিকশিত ভারত' ও 'ভারত- লোকতন্ত্র কি মাত্রুকা' ৷ 1300জন বিশেষ অতিথি উপস্থিত থাকছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে । ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল বা জাতীয় যুদ্ধ স্মৃতি সৌধ থেকে অনুষ্ঠান শুরু হয় । সাধারণতন্ত্র দিবসের কর্তব্যপথে এবার বিশেষ গুরুত্ব নারীশক্তিকে। বিভিন্ন খাতে প্রমিলা বাহিনীর দাপট চোখে পড়ে । কর্তব্যপথ নারীশক্তির দৃঢ় সংকল্পে আরও রঙিন হয়ে ওঠে। 75তম সাধারণতন্ত্র দিবসের আগেই দেশে রাম মন্দিরের উদ্বোধন । যার আঁচ দেখা গেল কর্তব্য়পথেও। রামের নামে প্রদর্শিত হলো ট্যাবলোয় ।

আরও পড়ুন:

  1. 75তম সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতির বার্তা, গুরুত্ব পেল 'রাম মন্দির'
  2. মাটির ভাঁড়ে চায়ে চুমুক ! ইউপিআইতে দাম মিটিয়ে অভিভূত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
  3. আজ গোলাপি শহরে ফরাসি প্রেসিডেন্ট, রাতে মোদির সঙ্গে বৈঠক
Last Updated : Jan 27, 2024, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.