ETV Bharat / bharat

বিকৃত ভিডিয়ো পোস্টের অভিযোগ, খাড়গে-রমেশকে আইনি নোটিশ গড়কড়ির

Gadkari sends legal notice to Kharge, Ramesh: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের মিডিয়া দায়িত্বে থাকা প্রবীণ নেতা জয়রাম রমেশকে আইনি নোটিশ পাঠালেন ৷

ETV Bharat
কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে আইনি নোটিশ পাঠালেন গড়কড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 2:28 PM IST

নাগপুর, 2 মার্চ: কংগ্রেসের দুই শীর্ষকর্তাকে আইনি নোটিশ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি ৷ কেন্দ্রীয় রাজ্য সড়ক পরিবহণ মন্ত্রীর অভিযোগ, সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে অপমানকর তথ্য পরিবেশন করেছে কংগ্রেস ৷ শুধু তাই নয়, সেই তথ্য বিভ্রান্তিকরও বটে ৷ তাই কংগ্রেস সভাপতি বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে এবং দলের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন ৷

গড়কড়ির আইনজীবী বালেন্দু শেখর জানান, কংগ্রেসের নিজস্ব এক্স হ্যান্ডেলে যে পোস্ট ও তথ্য দেওয়া হয়েছে, তা দেখে তাঁর মক্কেল স্তম্ভিত ৷ তিনি নিজেও তা দেখেছেন এবং শুনেছেন ৷ মল্লিকার্জুন খাড়গে ও জয়রাম রমেশ কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ির সাক্ষাৎকারের 19 সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন ৷ এই সাক্ষাৎকারটি তিনি 'দ্য লালনটপ' ওয়েব পোর্টালকে দিয়েছিলেন গড়কড়ি ৷ আইনজীবী জানান, এই সাক্ষাৎকারের প্রসঙ্গ এবং শব্দের অর্থ বদলে দেওয়া হয়েছে ৷

ওই আইনি নোটিশে বলা হয়েছে, জনমানসে নীতীন গড়কড়িকে কলঙ্কিত করতেই ইচ্ছাকৃত এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ এর উদ্দেশ্য ধন্দ তৈরি করা ৷ আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি মানুষের আস্থা জয় করবেই ৷ এই সময়ে ভারতীয় জনতা পার্টির ঐক্যে ভাঙন ধরানোর ব্যর্থ প্রচেষ্টাও এটা ৷ নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, নীতীন গড়কড়ির সাক্ষাৎকারটির অপ্রাসঙ্গিক অংশটি আপলোড করা হয়েছে ৷ সাক্ষাৎকারটিকে বিকৃত করা হয়েছে ৷

একইভাবে হিন্দিতে লেখা হয়েছে, 'আজ গ্রাম, মজদুর আর কৃষকরা দুঃখী ৷ গ্রামে ভালো রাস্তা নেই, পান করার জন্য বিশুদ্ধ জল নেই, ভালো হাসপাতাল নেই, ভালো স্কুল নেই- মোদি সরকারের মন্ত্রী নীতীন গড়কড়ি ৷' মল্লিকার্জুন খাড়গে এবং জয়রাম রমেশ পুরো বিষয়টি জানলেও ইচ্ছাকৃত এই পোস্ট করেছেন ৷

আরও পড়ুন:

  1. মোদির টার্গেট 42, মতুয়াগড়ে সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী
  2. মোদি-মনমোহনের পর নীতিন গড়কড়ির জীবন এবার সেলুলয়েডে! প্রকাশ্যে টিজার

নাগপুর, 2 মার্চ: কংগ্রেসের দুই শীর্ষকর্তাকে আইনি নোটিশ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি ৷ কেন্দ্রীয় রাজ্য সড়ক পরিবহণ মন্ত্রীর অভিযোগ, সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে অপমানকর তথ্য পরিবেশন করেছে কংগ্রেস ৷ শুধু তাই নয়, সেই তথ্য বিভ্রান্তিকরও বটে ৷ তাই কংগ্রেস সভাপতি বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে এবং দলের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন ৷

গড়কড়ির আইনজীবী বালেন্দু শেখর জানান, কংগ্রেসের নিজস্ব এক্স হ্যান্ডেলে যে পোস্ট ও তথ্য দেওয়া হয়েছে, তা দেখে তাঁর মক্কেল স্তম্ভিত ৷ তিনি নিজেও তা দেখেছেন এবং শুনেছেন ৷ মল্লিকার্জুন খাড়গে ও জয়রাম রমেশ কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ির সাক্ষাৎকারের 19 সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন ৷ এই সাক্ষাৎকারটি তিনি 'দ্য লালনটপ' ওয়েব পোর্টালকে দিয়েছিলেন গড়কড়ি ৷ আইনজীবী জানান, এই সাক্ষাৎকারের প্রসঙ্গ এবং শব্দের অর্থ বদলে দেওয়া হয়েছে ৷

ওই আইনি নোটিশে বলা হয়েছে, জনমানসে নীতীন গড়কড়িকে কলঙ্কিত করতেই ইচ্ছাকৃত এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ এর উদ্দেশ্য ধন্দ তৈরি করা ৷ আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি মানুষের আস্থা জয় করবেই ৷ এই সময়ে ভারতীয় জনতা পার্টির ঐক্যে ভাঙন ধরানোর ব্যর্থ প্রচেষ্টাও এটা ৷ নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, নীতীন গড়কড়ির সাক্ষাৎকারটির অপ্রাসঙ্গিক অংশটি আপলোড করা হয়েছে ৷ সাক্ষাৎকারটিকে বিকৃত করা হয়েছে ৷

একইভাবে হিন্দিতে লেখা হয়েছে, 'আজ গ্রাম, মজদুর আর কৃষকরা দুঃখী ৷ গ্রামে ভালো রাস্তা নেই, পান করার জন্য বিশুদ্ধ জল নেই, ভালো হাসপাতাল নেই, ভালো স্কুল নেই- মোদি সরকারের মন্ত্রী নীতীন গড়কড়ি ৷' মল্লিকার্জুন খাড়গে এবং জয়রাম রমেশ পুরো বিষয়টি জানলেও ইচ্ছাকৃত এই পোস্ট করেছেন ৷

আরও পড়ুন:

  1. মোদির টার্গেট 42, মতুয়াগড়ে সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী
  2. মোদি-মনমোহনের পর নীতিন গড়কড়ির জীবন এবার সেলুলয়েডে! প্রকাশ্যে টিজার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.