বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার শনিবার বিশাখাপত্তনমের নেভাল ডকইয়ার্ডে আইএনএস সন্ধ্যায়কের সূচনা করেছেন ।
এই ঐতিহাসিক মুহূর্তে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন ভারতীয় জাহাজ-সহ বন্ধু দেশগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য ৷ ভারত মহাসাগর ও আরব সাগরে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আরব সাগরে বেশ কয়েকটি বণিক জাহাজ আক্রান্ত হওয়ার পর তাদের সহায়তা করেছে ভারতীয় নৌবাহিনী । তারই প্রেক্ষিতে এ দিন এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী ৷
আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজকে আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "অনেক চোক পয়েন্ট যেমন এডেন উপসাগর ইত্যাদি ভারত মহাসাগরে রয়েছে, যার মাধ্যমে প্রচুর পরিমাণে আন্তর্জাতিক বাণিজ্য হয় । এই চোক পয়েন্টগুলিতে জলদস্যুদের থেকে হামলার হুমকি রয়ে গিয়েছে ।"
সামুদ্রিক জলদস্যু ও চোরাচালানের সঙ্গে জড়িতদের কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং ৷ এই অবস্থানকে তিনি নতুন ভারতের অঙ্গীকার হিসেবে বর্ণনা করেছেন । সম্প্রতি আইএনএস ইম্ফলের কমিশনিংয়ের সময় তিনি বলেছিলেন, "ভারত সমুদ্রের গভীর থেকে ঘৃণ্য কার্যকলাপে জড়িতদের খুঁজে বের করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ।"
উল্লেখ্য, আইএনএস সন্ধ্যায়কের প্রাথমিক ভূমিকা হল নিরাপদ সামুদ্রিক নৌচলাচল সক্ষম করার জন্য বন্দর নৌচলাচল চ্যানেল, উপকূলীয় অঞ্চল ও গভীর সমুদ্রের হাইড্রোগ্রাফিক জরিপ করা । রাজনাথ সিং বলেন, "আইএনএস সন্ধ্যায়ক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তি হিসাবে ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করবে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতীয় নৌবাহিনীকে সাহায্য করবে ।’’
আইএনএস সন্ধ্যায়ক কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ তৈরি হয়েছে ৷ এই প্রকল্পটি ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা পরিচালিত হয়েছে৷ এটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সরঞ্জাম দিয়ে সজ্জিত ৷ 80 শতাংশ দেশীয় প্রযুক্তিতে এই রণতরী তৈরি করা হয়েছে ৷
আরও পড়ুন: