ETV Bharat / bharat

নিট-ইউজি পরীক্ষার কাউন্সেলিং পিছনোয় না সুপ্রিম কোর্টের - SC on NEET UG Row - SC ON NEET UG ROW

SC on NEET-UG Row: গত 5 মে অনুষ্ঠিত হওয়া নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে ৷ তাই ওই পরীক্ষা বাতিলের দাবিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার সেই নিয়ে সংশ্লিষ্ট সবপক্ষকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি এই পরীক্ষায় কাউন্সেলিংয়ের তারিখ পিছিয়ে দেওয়ার সায় নেই সুপ্রিম কোর্ট ৷

সুপ্রিম কোর্ট
SUPREME COURT (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jun 21, 2024, 5:01 PM IST

Updated : Jun 21, 2024, 6:42 PM IST

নয়াদিল্লি, 21 জুন: বিতর্কিত নিট-ইউজি 2024 পরীক্ষার কাউন্সেলিংয়ের তারিখ পিছিয়ে দেওয়াতে সায় দিল না সুপ্রিম কোর্টের ৷ এই কাউন্সেলিং আগামী 6 জুলাই থেকে শুরু হওয়ার কথা ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এটা কোনও ‘ওপেন অ্যান্ড শাট’ (খোলা এবং বন্ধ করা) পদ্ধতি নয় ৷

গত 5 মে এই পরীক্ষা হয়েছিল ৷ সেই পরীক্ষায় অনিময়ের অভিযোগ ওঠায় তা বাতিল করার দাবিতে যে মামলা হয়েছে, সেই মামলায় শীর্ষ আদালত ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট অন্যদের নোটিশ দিয়েছে ৷

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের দুই বিচারপতি বিক্রম নাথ ও এসভিএন ভাট্টি জানিয়েছেন আগামী 8 জুলাই নিট পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অন্যান্য আবেদনের সঙ্গেই পরীক্ষা বাতিলের বিষয়টি নিয়েও শুনানি হবে ৷ 8 জুলাইয়ের শুনানির দিন আগে থেকেই নির্ধারিত ছিল ৷ তাই দু’দিনের কাউন্সেলিং পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী ৷

এ দিন আদালতে তিনি বলেন, "আমি কাউন্সেলিং স্থগিত হোক চাই না । আমি শুধু আবেদন জানাচ্ছি যে 6 জুলাই যে কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে, তাতে শুধুমাত্র দু'দিনের জন্য পিছিয়ে দেওয়া হোক । কারণ হল মূল বিষয়টি 8 জুলাই তালিকাভুক্ত (শুনানির জন্য) করা হয়েছে ।"

এই আবেদনের প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, ‘‘আমরা একই বক্তব্য শুনে আসছি । আপনাকে বাধা দেওয়ার জন্য অন্য কিছু ভাববেন না । কাউন্সেলিং মানে শুরু হল আর শেষ হয়ে গেল, এমন ব্যাপার নয় ৷ এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়া শুরু হবে 6 জুলাই ।" আদালতের তরফে জানতে চাওয়া হয় যে প্রথম রাউন্ডের কাউন্সেলিং কতদিন চলবে ৷ শুনানিতে উপস্থিত এক আইনজীবী জানান যে প্রথম রাউন্ডের কাউন্সেলিং সপ্তাহখানেক ধরে চলবে ৷

এর পর কাউন্সেলিং পিছিয়ে দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট ৷ বরং এই মামলায় জবাব দেওয়ার জন্য এনটিএ, কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট অন্য সব পক্ষ নোটিশ দিয়েছে শীর্ষ আদালত ৷ দু’সপ্তাহের মধ্যে এর জবাব তলব করা হয়েছে ৷ এনটিএ-কে নির্দেশ দেওয়া সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিও ওই বেঞ্চে হয় ৷ সেখানে আবেদনকারীর আইনজীবী আগামী 23 জুন ফের হতে যাওয়া পরীক্ষার প্রসঙ্গ তোলেন ৷ তিনি অভিযোগ করেন, এই পরীক্ষা নিয়ে কিছু তথ্য গোপন করেছে এনটিএ ৷ আগামী 8 জুলাই মূল মামলার শুনানিতে এই নিয়ে এনটিএ-কে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট ৷

গত 13 জুন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তা বাতিল করা হয়েছে ৷ আগামী 23 জুন আবার পরীক্ষা নেওয়া হবে ৷ কিন্তু ফের পরীক্ষা দিতে হলে পরীক্ষার্থীদের মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হবে বলে এ দিন আদালতে দাবি করেন মামলাকারীর আইনজীবী ৷

আদালতের বক্তব্য, সবকিছুই বাতিল হয়ে যেতে পারে ৷ এমনকী গত 5 মে-র পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে ৷ মামলাকারীর আইনজীবীর কাছে আদালত জানতে চায়, যাঁদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, মামলাকারী কি শুধু তাঁদের নিয়েই চিন্তিত ৷ একজন পরীক্ষার্থী মেডিক্যাল গ্রাউন্ডে আর একবার পরীক্ষায় বসার সুযোগ চান ৷ সেই বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানোর জন্য এনটিএ-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 21 জুন: বিতর্কিত নিট-ইউজি 2024 পরীক্ষার কাউন্সেলিংয়ের তারিখ পিছিয়ে দেওয়াতে সায় দিল না সুপ্রিম কোর্টের ৷ এই কাউন্সেলিং আগামী 6 জুলাই থেকে শুরু হওয়ার কথা ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এটা কোনও ‘ওপেন অ্যান্ড শাট’ (খোলা এবং বন্ধ করা) পদ্ধতি নয় ৷

গত 5 মে এই পরীক্ষা হয়েছিল ৷ সেই পরীক্ষায় অনিময়ের অভিযোগ ওঠায় তা বাতিল করার দাবিতে যে মামলা হয়েছে, সেই মামলায় শীর্ষ আদালত ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট অন্যদের নোটিশ দিয়েছে ৷

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের দুই বিচারপতি বিক্রম নাথ ও এসভিএন ভাট্টি জানিয়েছেন আগামী 8 জুলাই নিট পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অন্যান্য আবেদনের সঙ্গেই পরীক্ষা বাতিলের বিষয়টি নিয়েও শুনানি হবে ৷ 8 জুলাইয়ের শুনানির দিন আগে থেকেই নির্ধারিত ছিল ৷ তাই দু’দিনের কাউন্সেলিং পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী ৷

এ দিন আদালতে তিনি বলেন, "আমি কাউন্সেলিং স্থগিত হোক চাই না । আমি শুধু আবেদন জানাচ্ছি যে 6 জুলাই যে কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে, তাতে শুধুমাত্র দু'দিনের জন্য পিছিয়ে দেওয়া হোক । কারণ হল মূল বিষয়টি 8 জুলাই তালিকাভুক্ত (শুনানির জন্য) করা হয়েছে ।"

এই আবেদনের প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, ‘‘আমরা একই বক্তব্য শুনে আসছি । আপনাকে বাধা দেওয়ার জন্য অন্য কিছু ভাববেন না । কাউন্সেলিং মানে শুরু হল আর শেষ হয়ে গেল, এমন ব্যাপার নয় ৷ এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়া শুরু হবে 6 জুলাই ।" আদালতের তরফে জানতে চাওয়া হয় যে প্রথম রাউন্ডের কাউন্সেলিং কতদিন চলবে ৷ শুনানিতে উপস্থিত এক আইনজীবী জানান যে প্রথম রাউন্ডের কাউন্সেলিং সপ্তাহখানেক ধরে চলবে ৷

এর পর কাউন্সেলিং পিছিয়ে দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট ৷ বরং এই মামলায় জবাব দেওয়ার জন্য এনটিএ, কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট অন্য সব পক্ষ নোটিশ দিয়েছে শীর্ষ আদালত ৷ দু’সপ্তাহের মধ্যে এর জবাব তলব করা হয়েছে ৷ এনটিএ-কে নির্দেশ দেওয়া সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিও ওই বেঞ্চে হয় ৷ সেখানে আবেদনকারীর আইনজীবী আগামী 23 জুন ফের হতে যাওয়া পরীক্ষার প্রসঙ্গ তোলেন ৷ তিনি অভিযোগ করেন, এই পরীক্ষা নিয়ে কিছু তথ্য গোপন করেছে এনটিএ ৷ আগামী 8 জুলাই মূল মামলার শুনানিতে এই নিয়ে এনটিএ-কে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট ৷

গত 13 জুন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তা বাতিল করা হয়েছে ৷ আগামী 23 জুন আবার পরীক্ষা নেওয়া হবে ৷ কিন্তু ফের পরীক্ষা দিতে হলে পরীক্ষার্থীদের মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হবে বলে এ দিন আদালতে দাবি করেন মামলাকারীর আইনজীবী ৷

আদালতের বক্তব্য, সবকিছুই বাতিল হয়ে যেতে পারে ৷ এমনকী গত 5 মে-র পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে ৷ মামলাকারীর আইনজীবীর কাছে আদালত জানতে চায়, যাঁদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, মামলাকারী কি শুধু তাঁদের নিয়েই চিন্তিত ৷ একজন পরীক্ষার্থী মেডিক্যাল গ্রাউন্ডে আর একবার পরীক্ষায় বসার সুযোগ চান ৷ সেই বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানোর জন্য এনটিএ-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

Last Updated : Jun 21, 2024, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.