নারায়ণপুর ও দান্তেওয়াড়া, 4 অক্টোবর: নকশাল-বিরোধী অভিযানে মৃত্যু হল 31 মাওবাদীর ৷ পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুর 1টা নাগাদ ছত্তিশগড়ের অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার শুরু হয় ৷ জায়গাটি নারায়ণপুর ও দান্তেওয়াড়ার সীমানায় অবস্থিত ৷ সূত্রের খবর গত 20 বছরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এত বড় সংঘর্ষের ঘটনা ঘটেনি ৷
অতিরিক্ত এসপি আরকে বর্মন বলেন, "অবুঝমাড়ের জঙ্গলে এনকাউন্টার হয়েছে ৷ এখনও পর্যন্ত 31 জন মাওবাদীর দেহ পাওয়া গিয়েছে ৷" বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানান, শুক্রবার দুপুর 1টা নাগাদ নারায়ণপুর-দন্তেওয়াড়ার সীমানায় অবুঝামড়ে থুলথুলী এবং তেন্দুর গ্রামের মধ্যে জঙ্গলে এনকাউন্টার শুরু হয় ৷
পুলিশ জানিয়েছে, দু'তরফেই গুলিযুদ্ধ চলে ৷ দান্তেওয়াড়ার এসপি জানান, বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে ৷ বস্তারের আইজিও এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ সূত্রের খবর, পুলিশ তল্লাশি অভিযানে বেরিয়েছিল ৷ সে সময় জওয়ানরা অনুমান করতে পারেন অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে ৷ নিরাপত্তা বাহিনী এগোতেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷
নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও পালটা জবাব দেন ৷ নারায়ণপুর ও দান্তেওয়াড়া পুলিশের যৌথ বাহিনী এনকাউন্টারের জায়গায় উপস্থিত ছিল ৷ দু'পক্ষের মধ্যে গুলিযুদ্ধ হয় ৷ পুলিশের উচ্চাধিকারিকরাও ঘটনার দিকেই নজর রাখছেন ৷ দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই বলেন, "দান্তেওয়াড়া ও নারায়ণপুর সীমানায় মাওবাদী এনকাউন্টার হয়েছে ৷ বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ গুলি উদ্ধার করা হয়েছে ৷" তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে একে-47 আছে ৷ একটি এসএলআর আছে ৷ এখনও এলাকায় তল্লাশি চলছে ৷ চলতি বছরে বস্তারের সাতটি জেলায় এনকাউন্টারে নিরাপত্তাবাহিনী এখনও পর্যন্ত 164 জন মাওবাদীকে নিকেশ করেছে ৷
नारायणपुर-दंतेवाड़ा जिले के सीमावर्ती क्षेत्र में सुरक्षाबल के जवानों की नक्सलियों के साथ हुई मुठभेड़ में 28 नक्सलियों के मारे जाने की खबर है।
— Vishnu Deo Sai (@vishnudsai) October 4, 2024
जवानों को मिली यह बड़ी कामयाबी सराहनीय है। उनके हौसले और अदम्य साहस को नमन करता हूं।
नक्सलवाद के खात्मे के लिए शुरू हुई हमारी लड़ाई अब…
এসপি আরও জানিয়েছেন, নকশাল-বিরোধী অভিযানের অংশ হিসাবে নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে তল্লাশি অভিযান চলে ৷ এদিন আগে থাকতে খবর ছিল যে জঙ্গলে মাওবাদীরা রয়েছে ৷ তারা কিছু একটা দুর্ঘটনা ঘটাতে পারে ৷ খবর পেয়ে বাহিনী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় ৷ বাহিনীকে দেখেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷ সেনাও পালটা গুলির জবাব দেয় ৷ এখন সব সেনা জওয়ানই নিরাপদে রয়েছে ৷ আরও মাওবাদীদের মৃত্যু হতে পারে ৷