ETV Bharat / bharat

জেলবন্দি মুখতার আনসারির শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে চিকিৎসাধীন - Mukhtar Ansari

Mukhtar Ansari Health: গত তিন দিন ধরে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন মুখতার আনসারি । সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মউ আসন থেকে পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ যার মধ্যে দু’বার বহুজন সমাজ পার্টির প্রার্থী ছিলেন ৷

Mukhtar Ansari
আনসারির শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে চিকিৎসাধীন৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 4:18 PM IST

বান্দা, 26 মার্চ: জেলবন্দি মাফিয়া থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। সোমবার মধ্যরাতের পর তাকে রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আপাতত তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল কলেজের আইসিইউ জোনকে সেনানিবাসে রূপান্তর করেছে পুলিশ-প্রশাসন। হাসপাতালের কর্মকর্তারা আপাতত এই বিষয়ে সবিস্তারে কিছু জানাননি। মুখতার আনসারির স্বাস্থ্য সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

দু’দিন আগে মুখতারের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কারণে একজন জেলার আর দু’জন ডেপুটি জেলারকে বরখাস্ত করেছিল সরকার । ভার্চুয়াল উপস্থিতির সময়, মুখতার আনসারি আদালতে জেল প্রশাসনের বিরুদ্ধে তাঁকে 'স্লো পয়জন' করার অভিযোগ করেছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে মুখতারের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।

সোমবার মধ্যরাতের পর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এতে কারা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে মুখতারকে তড়িঘড়ি গোপনে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । সূত্রের খবর, মুখতার আনসারির ভাই আফজাল আনসারি-সহ পরিবারের সদস্যরা বিকেলের মধ্যে মেডিক্যাল কলেজে পৌঁছবেন।

মুখতারের আইনজীবীরা আগে থেকেই অপ্রীতিকর কিছু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। কয়েকদিন আগে মুখতার নিজেই জানিয়েছিলেন, তাঁর জীবন বিপন্ন। তিনি অভিযোগ করেছিলেন যে 19 মার্চ তিনি যে খাবার খেয়েছিলেন তাতে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল । মুখতার বহুজন সমাজ পার্টির প্রার্থী হিসেবে দু’বার-সহ মোট পাঁচবার মউ আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বশেষ 2017 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মুখতার আনসারির বিরুদ্ধে উত্তরপ্রদেশ, পঞ্জাব, নয়াদিল্লি এবং অন্যান্য রাজ্যে প্রায় 60টি মামলা চলছে।

এর আগে, 1990 সালে অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য জাল নথি ব্যবহার সংক্রান্ত একটি মামলায় মুখতারকে গত 13 মার্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এটি ছিল গত দু’বছরে উত্তরপ্রদেশে অষ্টম মামলা যেখানে পাঁচবারের প্রাক্তন বিধায়ককে আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে।

আরও পড়ুন:

  1. তিন দশকের পুরনো মামলায় মুখতার আনসারির যাবজ্জীবন
  2. দোষী সাব্যস্ত বিএসপি সাংসদ, ফের ফাঁকা হচ্ছে সংসদ !

বান্দা, 26 মার্চ: জেলবন্দি মাফিয়া থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। সোমবার মধ্যরাতের পর তাকে রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আপাতত তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল কলেজের আইসিইউ জোনকে সেনানিবাসে রূপান্তর করেছে পুলিশ-প্রশাসন। হাসপাতালের কর্মকর্তারা আপাতত এই বিষয়ে সবিস্তারে কিছু জানাননি। মুখতার আনসারির স্বাস্থ্য সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

দু’দিন আগে মুখতারের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কারণে একজন জেলার আর দু’জন ডেপুটি জেলারকে বরখাস্ত করেছিল সরকার । ভার্চুয়াল উপস্থিতির সময়, মুখতার আনসারি আদালতে জেল প্রশাসনের বিরুদ্ধে তাঁকে 'স্লো পয়জন' করার অভিযোগ করেছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে মুখতারের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।

সোমবার মধ্যরাতের পর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এতে কারা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে মুখতারকে তড়িঘড়ি গোপনে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । সূত্রের খবর, মুখতার আনসারির ভাই আফজাল আনসারি-সহ পরিবারের সদস্যরা বিকেলের মধ্যে মেডিক্যাল কলেজে পৌঁছবেন।

মুখতারের আইনজীবীরা আগে থেকেই অপ্রীতিকর কিছু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। কয়েকদিন আগে মুখতার নিজেই জানিয়েছিলেন, তাঁর জীবন বিপন্ন। তিনি অভিযোগ করেছিলেন যে 19 মার্চ তিনি যে খাবার খেয়েছিলেন তাতে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল । মুখতার বহুজন সমাজ পার্টির প্রার্থী হিসেবে দু’বার-সহ মোট পাঁচবার মউ আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বশেষ 2017 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মুখতার আনসারির বিরুদ্ধে উত্তরপ্রদেশ, পঞ্জাব, নয়াদিল্লি এবং অন্যান্য রাজ্যে প্রায় 60টি মামলা চলছে।

এর আগে, 1990 সালে অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য জাল নথি ব্যবহার সংক্রান্ত একটি মামলায় মুখতারকে গত 13 মার্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এটি ছিল গত দু’বছরে উত্তরপ্রদেশে অষ্টম মামলা যেখানে পাঁচবারের প্রাক্তন বিধায়ককে আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে।

আরও পড়ুন:

  1. তিন দশকের পুরনো মামলায় মুখতার আনসারির যাবজ্জীবন
  2. দোষী সাব্যস্ত বিএসপি সাংসদ, ফের ফাঁকা হচ্ছে সংসদ !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.