কাঠমাণ্ডু, 12 জুলাই: নেপালে ভয়াবহ ভূমিধস ৷ 7 জন ভারতীয়-সহ নিখোঁজ কমপক্ষে 65 জন ৷ স্থানীয় সংবাদমাধ্যম মাই রিপাবলিকা সূত্রে খবর, শুক্রবার ধসের কারণে রাস্তা থেকে নদীতে পড়ে যায় দু’টি বাস ৷ নিখোঁজদের মধ্যে 7 জন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে ৷
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল৷ দ্রুত তল্লাশি অভিযান শেষ করে সকলকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের ঘটনায় নদীতে তলিয়ে গিয়েছে বাস৷ ভয়াবহ এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত৷ প্রশাসনের সমস্ত সংস্থাকে দ্রুত অনুসন্ধান এবং উদ্ধারকার্যের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷"
A landslide swept two buses carrying an estimated 63 passengers, on Madan-Ashrit Highway in Central Nepal into the Trishuli River, this morning.
— ANI (@ANI) July 12, 2024
(Source: Road Division Office, Bharatpur, Nepal) https://t.co/1LZ1qYcXcQ pic.twitter.com/1xSFDB5uZY
জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে 3টে নাগাদ ঘটনাটি ঘটে ৷ চিতওয়ান জেলার সিমলতল এলাকায় নারায়ণগড়-মুগলিন সড়কের উপর দিয়ে যাচ্ছিল দুটি বাস ৷ চিতওয়ানের মুখ্য জেলা আধিকারিক ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, 24 জন যাত্রী নিয়ে কাঠমাণ্ডু থেকে রাওতাহাটের দিকে যাচ্ছিল গনপতি ডিলাক্স নামে একটি বেসরকারি বাস ৷ ড্রাইভার ছিলেন কিশোর চৌধুরী এবং কনডাক্টর ছিলেন ঋষি সিং ৷
नारायणगढ-मुग्लिन सडकखण्डको सिमतालमा पहिरोले बस बगाउँदा झण्डै पाँच दर्जन यात्रु बेपत्ता एवं देशका विभिन्न भागमा बाढी पहिरोका कारण भएको धनजनको क्षतिप्रति गहिरो दुख व्यक्त गर्दछु। यात्रुहरूको खोजी एवं प्रभावकारी उद्धारका लागि गृह प्रशासन लगायत सरकारका सबै निकायलाई निर्देशित गर्दछु।
— ☭ Comrade Prachanda (@cmprachanda) July 12, 2024
অন্যদিকে, 24 জন যাত্রী নিয়ে ইন্দো-নেপাল বর্ডার এলাকা বীরগঞ্জ থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল অ্য়াঞ্জেল ডিলাক্স নামে আর এক বেসরকারি বাস ৷ ভূমিধসের কারণে ত্রিশূলী নদীতে পড়ে যায় বাসদুটি ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর খোঁজ পাওয়া যায়নি ৷ তবে প্রাণ বাঁচানোর তাগিদে 3 জন যাত্রী বাস থেকে ঝাঁপ মারেন বলে জানা গিয়েছে ৷
आषाढ २८ गते चितवन जिल्ला, भरतपुर-२९ नारायणगढ-मुग्लिन सडक खण्डको सिमलतालमा यात्रु बाहक बसहरू पहिरोमा परेको खबर प्राप्त हुनसाथ चितवनस्थित नेपाली सेनाका गोताखोर सहित फौज खटिई अन्य सुरक्षा निकाय लगायत स्थानीयको सहयोगमा उद्धार कार्य जारी राखेको छ । #NepaliArmy #NAinSearchNRescueOps pic.twitter.com/lQS1SZv74R
— Nepali Army (@NepaliArmyHQ) July 12, 2024
এসপি ভাওয়েস রিমাল জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন নেপাল পুলিশ ৷ তড়িঘড়ি উদ্ধারকাজও শুরু করে দেন তাঁরা ৷ যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে খবর ৷