ETV Bharat / bharat

নেপালে ভয়াবহ ভূমিধস ! 65 জন যাত্রী নিয়ে নদীতে পড়ল দু’টি বাস; তালিকায় 7 ভারতীয় - Nepal Landslide

author img

By PTI

Published : Jul 12, 2024, 9:37 AM IST

Updated : Jul 12, 2024, 11:16 AM IST

Many gone Missing in Nepal Landslide: নেপালে ভয়াবহ ভূমিধস ৷ নিখোঁজ কমপক্ষে 65 জন ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ধসের কারণে রাস্তা থেকে নদীতে পড়ে যায় দু’টি বাস ৷

Nepal Landslide
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

কাঠমাণ্ডু, 12 জুলাই: নেপালে ভয়াবহ ভূমিধস ৷ 7 জন ভারতীয়-সহ নিখোঁজ কমপক্ষে 65 জন ৷ স্থানীয় সংবাদমাধ্যম মাই রিপাবলিকা সূত্রে খবর, শুক্রবার ধসের কারণে রাস্তা থেকে নদীতে পড়ে যায় দু’টি বাস ৷ নিখোঁজদের মধ্যে 7 জন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে ৷

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল৷ দ্রুত তল্লাশি অভিযান শেষ করে সকলকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের ঘটনায় নদীতে তলিয়ে গিয়েছে বাস৷ ভয়াবহ এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত৷ প্রশাসনের সমস্ত সংস্থাকে দ্রুত অনুসন্ধান এবং উদ্ধারকার্যের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷"

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে 3টে নাগাদ ঘটনাটি ঘটে ৷ চিতওয়ান জেলার সিমলতল এলাকায় নারায়ণগড়-মুগলিন সড়কের উপর দিয়ে যাচ্ছিল দুটি বাস ৷ চিতওয়ানের মুখ্য জেলা আধিকারিক ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, 24 জন যাত্রী নিয়ে কাঠমাণ্ডু থেকে রাওতাহাটের দিকে যাচ্ছিল গনপতি ডিলাক্স নামে একটি বেসরকারি বাস ৷ ড্রাইভার ছিলেন কিশোর চৌধুরী এবং কনডাক্টর ছিলেন ঋষি সিং ৷

অন্যদিকে, 24 জন যাত্রী নিয়ে ইন্দো-নেপাল বর্ডার এলাকা বীরগঞ্জ থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল অ্য়াঞ্জেল ডিলাক্স নামে আর এক বেসরকারি বাস ৷ ভূমিধসের কারণে ত্রিশূলী নদীতে পড়ে যায় বাসদুটি ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর খোঁজ পাওয়া যায়নি ৷ তবে প্রাণ বাঁচানোর তাগিদে 3 জন যাত্রী বাস থেকে ঝাঁপ মারেন বলে জানা গিয়েছে ৷

এসপি ভাওয়েস রিমাল জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন নেপাল পুলিশ ৷ তড়িঘড়ি উদ্ধারকাজও শুরু করে দেন তাঁরা ৷ যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে খবর ৷

কাঠমাণ্ডু, 12 জুলাই: নেপালে ভয়াবহ ভূমিধস ৷ 7 জন ভারতীয়-সহ নিখোঁজ কমপক্ষে 65 জন ৷ স্থানীয় সংবাদমাধ্যম মাই রিপাবলিকা সূত্রে খবর, শুক্রবার ধসের কারণে রাস্তা থেকে নদীতে পড়ে যায় দু’টি বাস ৷ নিখোঁজদের মধ্যে 7 জন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে ৷

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল৷ দ্রুত তল্লাশি অভিযান শেষ করে সকলকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের ঘটনায় নদীতে তলিয়ে গিয়েছে বাস৷ ভয়াবহ এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত৷ প্রশাসনের সমস্ত সংস্থাকে দ্রুত অনুসন্ধান এবং উদ্ধারকার্যের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷"

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে 3টে নাগাদ ঘটনাটি ঘটে ৷ চিতওয়ান জেলার সিমলতল এলাকায় নারায়ণগড়-মুগলিন সড়কের উপর দিয়ে যাচ্ছিল দুটি বাস ৷ চিতওয়ানের মুখ্য জেলা আধিকারিক ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, 24 জন যাত্রী নিয়ে কাঠমাণ্ডু থেকে রাওতাহাটের দিকে যাচ্ছিল গনপতি ডিলাক্স নামে একটি বেসরকারি বাস ৷ ড্রাইভার ছিলেন কিশোর চৌধুরী এবং কনডাক্টর ছিলেন ঋষি সিং ৷

অন্যদিকে, 24 জন যাত্রী নিয়ে ইন্দো-নেপাল বর্ডার এলাকা বীরগঞ্জ থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল অ্য়াঞ্জেল ডিলাক্স নামে আর এক বেসরকারি বাস ৷ ভূমিধসের কারণে ত্রিশূলী নদীতে পড়ে যায় বাসদুটি ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর খোঁজ পাওয়া যায়নি ৷ তবে প্রাণ বাঁচানোর তাগিদে 3 জন যাত্রী বাস থেকে ঝাঁপ মারেন বলে জানা গিয়েছে ৷

এসপি ভাওয়েস রিমাল জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন নেপাল পুলিশ ৷ তড়িঘড়ি উদ্ধারকাজও শুরু করে দেন তাঁরা ৷ যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে খবর ৷

Last Updated : Jul 12, 2024, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.