ETV Bharat / bharat

অসমে ক্লক টাওয়ার তৈরিতে সরানো হল মহাত্মা গান্ধির মূর্তি, খতিয়ে দেখার আশ্বাস মুখ্যমন্ত্রী হিমন্তর - Himanta Biswa Sarma - HIMANTA BISWA SARMA

Himanta Biswa Sarma: অসমের ডুমডোমা শহরে একটি ক্লক টাওয়ার তৈরির জন্য মহাত্মা গান্ধির একটি মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছেন মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধি ৷ এই নিয়ে পালটা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

Himanta Biswa Sarma
হিমন্ত বিশ্বশর্মা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 5:06 PM IST

গুয়াহাটি, 12 জুলাই: ক্লক টাওয়ার নির্মাণের জন্য অসমের ডুমডোমা শহরে মহাত্মা গান্ধির একটি মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই ঘটনার পর কেটে গিয়েছে দু'দিন ৷ অবশেষে শুক্রবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই ৷ তিনি বিষয়টি খতিয়ে দেখবেন ৷

যদিও তিনসুকিয়া প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধি এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘এতে আশ্চর্যের কিছু নেই যে অসমের বিজেপি সরকার ডিব্রুগড়ে বাপুর মূর্তি সরিয়ে একটি ক্লক টাওয়ার করার সিদ্ধান্ত নিয়েছে । তাদের এখনও ঔপনিবেশিক দাসত্বের হ্যাংওভার অব্যাহত রয়েছে ।’’

সেই পোস্টটিকেই সোশাল মিডিয়ায় রিপোস্ট করেন হিমন্ত ৷ সেখানে তিনি লেখেন, ‘‘জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সম্পর্কে আমি অবগত নই । আমাকে ঘটনাটি যাচাই করা করতে হবে ৷ অসম মহাত্মা গান্ধির কাছে অনেক ঋণী । তিনি ভারতরত্ন গোপীনাথ বর্দোলোইয়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, যখন নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস দল গ্রুপিং পরিকল্পনার অধীনে অসমকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল ।’’

স্থানীয়রা জানিয়েছেন, ডুমডোমা শহরের কেন্দ্রস্থলে মহাত্মা গান্ধির মূর্তিটি বুধবার পুর-কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে সেখানে ক্লক টাওয়ার তৈরির জন্য ৷ প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা । বৃহস্পতিবার ডুমডোমার বিধায়ক রূপেশ গোওয়ালা তাঁদের আশ্বাস দেন যে একই জায়গায় জাতির জনকের একটি নতুন ও লম্বা মূর্তি বসানো হবে । বিজেপির ওই বিধায়ক দাবি করেন যে মূর্তিটি কিছুটা জরাজীর্ণ অবস্থায় ছিল ৷ ওই জায়গার সৌন্দর্যায়নের ছয় মাসের মধ্যে নতুন মূর্তি ওখানে বসানো হবে ৷

গুয়াহাটি, 12 জুলাই: ক্লক টাওয়ার নির্মাণের জন্য অসমের ডুমডোমা শহরে মহাত্মা গান্ধির একটি মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই ঘটনার পর কেটে গিয়েছে দু'দিন ৷ অবশেষে শুক্রবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই ৷ তিনি বিষয়টি খতিয়ে দেখবেন ৷

যদিও তিনসুকিয়া প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধি এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘এতে আশ্চর্যের কিছু নেই যে অসমের বিজেপি সরকার ডিব্রুগড়ে বাপুর মূর্তি সরিয়ে একটি ক্লক টাওয়ার করার সিদ্ধান্ত নিয়েছে । তাদের এখনও ঔপনিবেশিক দাসত্বের হ্যাংওভার অব্যাহত রয়েছে ।’’

সেই পোস্টটিকেই সোশাল মিডিয়ায় রিপোস্ট করেন হিমন্ত ৷ সেখানে তিনি লেখেন, ‘‘জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সম্পর্কে আমি অবগত নই । আমাকে ঘটনাটি যাচাই করা করতে হবে ৷ অসম মহাত্মা গান্ধির কাছে অনেক ঋণী । তিনি ভারতরত্ন গোপীনাথ বর্দোলোইয়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, যখন নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস দল গ্রুপিং পরিকল্পনার অধীনে অসমকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল ।’’

স্থানীয়রা জানিয়েছেন, ডুমডোমা শহরের কেন্দ্রস্থলে মহাত্মা গান্ধির মূর্তিটি বুধবার পুর-কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে সেখানে ক্লক টাওয়ার তৈরির জন্য ৷ প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা । বৃহস্পতিবার ডুমডোমার বিধায়ক রূপেশ গোওয়ালা তাঁদের আশ্বাস দেন যে একই জায়গায় জাতির জনকের একটি নতুন ও লম্বা মূর্তি বসানো হবে । বিজেপির ওই বিধায়ক দাবি করেন যে মূর্তিটি কিছুটা জরাজীর্ণ অবস্থায় ছিল ৷ ওই জায়গার সৌন্দর্যায়নের ছয় মাসের মধ্যে নতুন মূর্তি ওখানে বসানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.