ETV Bharat / bharat

উত্তপ্ত জিরিবামের ত্রাণ শিবিরে রাহুল গান্ধি, কথা বললেন আক্রান্তদের সঙ্গে - Rahul Gandhi at Manipur

Rahul Gandhi at Manipur: মণিপুরে পৌঁছে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ আজ অসমেরক কাছারে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর, অশান্ত মণিপুরের জিরিবাম জেলায় যান তিনি ৷ জানা গিয়েছে, আজ সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে জিরিবাম ৷

ETV BHARAT
উত্তপ্ত জিরিবামের ত্রাণ শিবিরে রাহুল গান্ধি ৷ (ছবি- কংগ্রেস এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 2:05 PM IST

ইম্ফল, 8 জুলাই: মণিপুরের জিরিবামে পৌঁছালেন রাহুল গান্ধি ৷ সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা ৷ রাহুল গান্ধির সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজন মহিলা ৷ দ্রুত মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়গুলি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল ৷

অন্যদিকে, আজ রাহুল জিরিবামে পৌঁছানোর আগে নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুরের এই জেলা ৷ সোমবার সকালে জিরিবামে গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, জিরিবামের মেইতেই জনগোষ্ঠীদের বসবাসের এলাকায় ঢুকে একদল লোক বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে ৷ তবে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করা যায়নি ৷ ঘটনাটি ঘটেছে, সোমবার ভোর রাত 3টে থেকে ৷ পুলিশ ও সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সকাল 7টা পর্যন্ত গুলিযুদ্ধ চলে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকটি বাড়িতেও গুলি চালিয়েছে ওই জঙ্গিরা ৷

তবে, এই ঘটনার জেরে রাহুলের জিরিবাম সফরে কোনও ব্যাঘাত ঘটেনি ৷ জিরিবাম মাধ্যমিক বিদ্যালয়ে তৈরি হওয়া ত্রাণ শিবিরে আটকে থাকা লোকজন, বিশেষত মহিলাদের সঙ্গে রাহুল গান্ধি কথা বলেছেন ৷ মণিপুর কংগ্রেসের এক নেতা সংবাদসংস্থা পিটিআই-কে একথা জানিয়েছেন ৷ বিরোধী দলনেতা তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন, এই সমস্যার যত দ্রুত সমাধান করা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তিনি দরবার করবেন ৷ প্রয়োজনে সরকারের উপর এনিয়ে চাপ তৈরি করা হবে বলেও জানিয়েছেন রাহুল ৷

জিরিবাম থেকে রাহুল সোজা শিলচরে ফিরবেন ৷ সেখানে তিনি অসম প্রদেশ কংগ্রেস সভাপিত ভূপেন বোরহার সঙ্গে বৈঠক করবেন ৷ সেই বৈঠকে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে ফের আলোচনা হওয়ার কথা রয়েছে ৷ শিলচর থেকে রাহুল আবার মণিপুর যাবেন ৷ দ্বিতীয় দফার এই সফরে রাহুল গান্ধির গন্তব্য ইম্ফল ৷

ইম্ফল, 8 জুলাই: মণিপুরের জিরিবামে পৌঁছালেন রাহুল গান্ধি ৷ সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা ৷ রাহুল গান্ধির সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজন মহিলা ৷ দ্রুত মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়গুলি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল ৷

অন্যদিকে, আজ রাহুল জিরিবামে পৌঁছানোর আগে নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুরের এই জেলা ৷ সোমবার সকালে জিরিবামে গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, জিরিবামের মেইতেই জনগোষ্ঠীদের বসবাসের এলাকায় ঢুকে একদল লোক বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে ৷ তবে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করা যায়নি ৷ ঘটনাটি ঘটেছে, সোমবার ভোর রাত 3টে থেকে ৷ পুলিশ ও সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সকাল 7টা পর্যন্ত গুলিযুদ্ধ চলে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকটি বাড়িতেও গুলি চালিয়েছে ওই জঙ্গিরা ৷

তবে, এই ঘটনার জেরে রাহুলের জিরিবাম সফরে কোনও ব্যাঘাত ঘটেনি ৷ জিরিবাম মাধ্যমিক বিদ্যালয়ে তৈরি হওয়া ত্রাণ শিবিরে আটকে থাকা লোকজন, বিশেষত মহিলাদের সঙ্গে রাহুল গান্ধি কথা বলেছেন ৷ মণিপুর কংগ্রেসের এক নেতা সংবাদসংস্থা পিটিআই-কে একথা জানিয়েছেন ৷ বিরোধী দলনেতা তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন, এই সমস্যার যত দ্রুত সমাধান করা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তিনি দরবার করবেন ৷ প্রয়োজনে সরকারের উপর এনিয়ে চাপ তৈরি করা হবে বলেও জানিয়েছেন রাহুল ৷

জিরিবাম থেকে রাহুল সোজা শিলচরে ফিরবেন ৷ সেখানে তিনি অসম প্রদেশ কংগ্রেস সভাপিত ভূপেন বোরহার সঙ্গে বৈঠক করবেন ৷ সেই বৈঠকে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে ফের আলোচনা হওয়ার কথা রয়েছে ৷ শিলচর থেকে রাহুল আবার মণিপুর যাবেন ৷ দ্বিতীয় দফার এই সফরে রাহুল গান্ধির গন্তব্য ইম্ফল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.