ETV Bharat / bharat

624 শিশুর মৃত্যুর কারণে আড়াই হাজার নেকড়েকে হত্যা ! রইল আতঙ্কের অজানা ইতিহাস - Wolf Attack Chronology - WOLF ATTACK CHRONOLOGY

History of Wolf Attack in India: সম্প্রতি নেকড়ের হামলায় মৃত্যু ও জখম হওয়ার ঘটনায় খবরের শিরোনামে উত্তরপ্রদেশ ৷ ভারতের নেকড়ে হামলার ইতিহাস বলছে এই ঘটনা নতুন নয় ৷ অতীতে এমন বেশ কিছু নেকড়ের হামলা হয়েছে যা শুনলে গায়ে কাঁটা দেবে ! জেনে নিন তেমনই কিছু অজানা তথ্য...

Wolf Attack in india
ভারতে নেকড়ে হামলার ইতিহাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 7:44 PM IST

হায়দরাবাদ, 30 অগস্ট: উত্তরপ্রদেশে নয়া আতঙ্কের নাম নেকড়ে ৷ বাহরাইচ ও সীতাপুর জেলা মিলিয়ে এখনও পর্যন্ত নেকড়ের হামলায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আহতের সংখ্যা প্রায় 50 ৷ যা নতুন করে নেকড়ে হামলার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়েছে ৷

ইন্টারন্যাশনাল উলফ সেন্টারের মতে, 2020 সালে ভারতে 4,400-7,100টি নেকড়ে ছিল । দেশের একটি বৈজ্ঞানিক জনসংখ্যার অনুমান বর্তমানে নেকড়ের জনসংখ্যা কমে গিয়েছে ৷ ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ডব্লিউআইআই) দ্বারা পরিচালিত এবং 2022 সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র 3,100 ভারতীয় নেকড়ে বর্তমানে বন্য রয়ে গিয়েছে । ভারতীয় নেকড়ে বন্যপ্রাণী সুরক্ষা আইন, 1972 এর তফসিল I-এর অধীনে শিকারের বিরুদ্ধে সর্বোচ্চস্তরের আইনি সুরক্ষা পেয়ে থাকে ৷

ভারতীয় নেকড়ে সম্পর্কিত তথ্য : ভারতে দুই ধরনের নেকড়ে আছে । তিব্বতি নেকড়ে বা ক্যানিস লুপাস চ্যাঙ্কো ৷ এটি ট্রান্স-হিমালয়ান অঞ্চলে পাওয়া যায় এবং সংখ্যায় কম । সেই দিক থেকে ভারতীয় ধূসর নেকড়ে বা ক্যানিস লুপাস প্যালিপস বেশি দেখা যায় । বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান উলফ বিশ্বের নেকড়ে বংশ নিয়ে গর্ব করে । ধূসর নেকড়ে (গ্রে উলফ) কাঁটা বন, ঝাড়া-জমি, শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলে পাওয়া যায় ৷ যেমন : উত্তর, পশ্চিম, মধ্য, পূর্ব ও উপদ্বীপের ভারতের কিছু অংশ খোলা সমভূমি এবং তৃণভূমি ।

নেকড়ের জনসংখ্যা বেশি কোন রাজ্যে : 2022 WII জনসংখ্যার অনুমান অনুসারে, নেকড়ে জনসংখ্যা সবচেয়ে বেশি কেন্দ্রীভূত মধ্যপ্রদেশে (772), রাজস্থান (532), গুজরাত (494), মহারাষ্ট্র (396) এবং ছত্তিশগড় (320) ৷ এর মধ্যে উত্তরপ্রদেশে শিশুদের উপর বেশি নেকড়ে হামলার ইতিহাস রয়েছে ৷ এটা এতটাই বেশি হয় যে ভারতীয় নেকড়েরা বাচ্চা অপহরণকারী হিসেবে পরিচিত ৷

1871 সাল : গোমতী ও সাই নদীর তীরে এলাহাবাদ, লখনউ এবং প্রতাপগড় অঞ্চলে নেকড়ের হামলায় 624টি শিশুর মৃত্যু হয় ৷ এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য প্রায় 2,500 নেকড়েকে মেরে ফেলা হয়েছিল ।

1981 সাল : বিহারের হাজারিবাগ জেলায় ছয়টি নেকড়ের হামলায় মোট 14 জন শিশুর মৃত্যু হয় ৷ আহত হয় 16 জন ৷ এই ছয়জন নেকড়ের দলকে হত্যা করতে শিকারীদের 10 মাস লেগেছে ।

1996 সাল : পূর্ব উত্তর প্রদেশের প্রতাপগড়, জৌনপুর এবং সুলতানপুরে 78টি নেকড়ে হামলায় 38 জন শিশুর মৃত্যু হয় ৷

1997 সাল : মার্চ এবং এপ্রিলে একই এলাকার 10 জন নেকড়ের হামলার শিকার হয় ৷ নিহতদের প্রায় সবাই ছিল 10 বছরের কম বয়সি ৷ তারা বড় গাছপালায় ঘেরা ছোট গ্রামের উপকণ্ঠে খেলছিল ৷ কেউ বা বসেছিল ৷

মধ্যপ্রদেশ নেকড়ে সন্ত্রাস :

1985-1986 সাল : 6 মানুষ খেকো ভারতীয় নেকড়ের একটি দল 1985 সালের শেষ ত্রৈমাসিক থেকে 1986 সালের জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশের সেহোর জেলার অষ্টা শহরে 17 জন শিশুকে হত্যা করেছিল ।

ফেব্রুয়ারি-অগস্ট 2003: নেকড়ে আক্রমণের ছয় মাসের ব্যবধানে, উত্তর প্রদেশের লালিয়া, আউরাইয়া এবং বলরামপুর এই তিনটি জেলাজুড়ে 14টি বাচ্চার মৃত্যু হয় ৷

2007 সাল : ডিসেম্বরে, গাজিয়াবাদের কাছে নেকড়ে হামলার জেরে 15 দিনের মাথায় মৃত্যু হয় এক বৃদ্ধের ৷ হামলার আঘাত এতটাই গুরুতর ছিল ৷

2012 সাল : কর্ণাটকের গুলবার্গার কাছে বেলুর গ্রামে একটি নেকড়ে 18 মাস বয়সের ঘুমন্ত শিশুকে ছিনিয়ে নিয়ে গিয়ে খেয়ে ফেলে ।

2014 সাল : দুটি হিংস্র নেকড়ে আক্রমণের জেরে মোট 11 জন আহত হয় । প্রথম ঘটনায়, ক্ষেতে কাজ করার সময় একটি নেকড়ের আক্রমণে ছয় গ্রামবাসী আহত হয় । দ্বিতীয় হামলায় ৫ জন আহত হয়েছিলেন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাশামপুর গ্রামে ।

2015 সাল : কর্ণাটকের আমেনগাদ হোবলির ভাদাগেরি গ্রামে নেকড়ের আক্রমণের মুখে পড়ে বছর বারোর সাকরাপ্পা হনুমপ্পা ইটাগি ৷ কাকার সঙ্গে ভেড়া চরাচ্ছিল সে ৷ একইভাবে, কৃষক ইয়ামানুরাপ্পা বাসাপা মুশিগেরির (30) উপরেও হামলা চালায় নেকড়ে ৷ মাঠে কাজ করার সময় এই জংলি পশুর আক্রমণে প্রাণ যায় তাঁর ৷

2018 এবং 2019 সাল : ডিসেম্বর 2018 এবং জানুয়ারি 2019 এর রিপোর্টগুলি থেকে জানা গিয়েছে, উত্তর প্রদেশের সম্বল জেলার একটি সীমিত এলাকায় দুই মাস ধরে শিশুদের উপর 4টি নেকড়ে হামলার ঘটনা ঘটে ৷ যার মধ্যে দুটি ছিল মারাত্মক ৷

জুলাই 2019: উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারাতে নেকড়েদের আক্রমণে কমপক্ষে 15 জন আহত হন ৷ চারটি নেকড়ে লাঙ্গেট, ক্রালগুন্ড, মালবাগ, মাকদামবাগ, উজরু, সেহপোরা এলাকায় মানুষদের তাড়া করছিল গত এক সপ্তাহ ধরে ।

14.02.2019: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার তিনটি গ্রামে নেকড়েদের আক্রমণে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা আহত হন ৷

24.01.2019: উত্তরপ্রদেশের সম্বলের গুন্নৌর থানার অন্তর্গত কাশীপুর গ্রামে নেকড়ে হামলায় দুটি শিশু গুরুতর আহত হয় ।

22.01.2019: হাকিমপুর গ্রাম থেকে প্রায় 3 কিমি দূরে, নেকড়েরা সাত বছরের একটি মেয়েকে টেনে নিয়ে যায় । উত্তরপ্রদেশের পার্শ্ববর্তী আলিপুর গ্রামের মাঠ থেকে তার খুলি পাওয়া উদ্ধার হয়েছিল ।

30.12.2018: নেকড়েদের দল উত্তরপ্রদেশের হাকিমপুর গ্রামে আড়াই বছরের একটি ছেলে বিকেশকে নিয়ে চলে যায় । দু'দিন পর তার বিকৃত দেহ মেলে ৷

সাম্প্রতিক সময়ে উত্তর প্রদেশে মারাত্মক নেকড়ে হামলা :

নেকড়েদের রেঞ্জের পূর্ব অংশে শিশুদের উপর নেকড়ে আক্রমণের বেশ কয়েকটি রিপোর্ট পাওয়া গিয়েছে । 1996 সালে পূর্ব উত্তর-প্রদেশে এই সংঘাত চরমে পৌঁছেছিল যখন একটি নেকড়ে 76টি শিশুর (যার মধ্যে 50টিরও বেশি প্রাণঘাতী) উপর হামলার জন্য দায়ী ছিল ৷ 1997, 1998 এবং 1999 সালে উত্তরপ্রদেশের অন্যান্য অংশ থেকে নেকড়েদের দ্বারা শিশুদের উপর বিক্ষিপ্ত প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গিয়েছে । নেকড়েরা বাহরাইচ জেলার মহাসি মহকুমায় 1 থেকে 8 বছর বয়সি আটটি শিশু এবং 45 বছর বয়সী এক মহিলাকে হত্যা করেছে । স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চ এবং অগস্ট 2024 ।

10.03.2024: নেকড়েদের প্রথম শিকার ছিল সিসাইয়া চুরামনি গ্রামের মিশরনপুরা কলোনিতে তিন বছরের একটি মেয়ে । 10 মার্চ নেকড়েরা তাকে টেনে নিয়ে যায় ।

23.03.2024: নয়াপুরা উপ-গ্রাম থেকে একটি দুই বছরের ছেলেকে তুলে নিয়ে যায় নেকড়ের দল ।

17.07.2024: সিকান্দারপুর গ্রামে নেকড়ের শিকার হয়ে 1 বছরের বাচ্চার মৃত্যু হয় ৷

26.07.2024: তিন বছরের মেয়ে প্রতিভাকে হত্যা করে নেকড়েরা ।

03.08.2024: কুলেলা গ্রামে নেকড়ের আক্রমণে আট বছরের কিষান মারা যায় ৷

17.08.2024: হারদি থানা এলাকায় চার বছরের মেয়ে সন্ধ্যাকে হত্যা করে জংলি পশু ৷

21.08.2024: গাদরিয়া গ্রামে ছয় বছরের কুশবুকে হত্যার নেপথ্যে নেকড়ে হামলা ৷

25.08.2024: 45 বছর বয়সি রীতা দেবী কুমহারানপুরওয়া গ্রামে নেকড়ের আক্রমণে নিহত হন ।

26.08.2024: খাইরিঘাট পিএস এলাকার রায়পুর গ্রামের দেওয়ানপুরওয়া গ্রামে তার বাড়িতে তার মা রোলির সঙ্গে ঘুমন্ত অবস্থায় একটি নেকড়ে আক্রমণ করে এবং 5 বছরের আয়ানশকে নিয়ে যায় । মঙ্গলবার সকালে তার বিকৃত দেহ উদ্ধার করা হয় আখ ক্ষেত থেকে ।

26.08.2024 : ছাতারপুর গ্রামের বারুহী গ্রামে নেকড়ের আক্রমণে তিন শিশু আহত হয় । তাদের নাম হরিয়ালি, শিবানী এবং বংশ কুমার । তাদের সবাইকে মহসির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ।

উত্তরপ্রদেশের বাহরাইচে নেকড়ে হামলার প্রধান কারণ :

স্থানীয় বন কর্মকর্তারা এই ধরনের বিপজ্জনক মানব-প্রাণীর মুখোমুখি হওয়ার জন্য কাছাকাছি জঙ্গলে বন্যাকে দায়ী করেছেন বলে জানা গিয়েছে ।

দিল্লি চিড়িয়াখানার একজন সিনিয়র অফিসার সৌরভ বশিষ্ঠ বলেছেন, নেকড়েরা মানুষকে আক্রমণ করে যখন তারা হুমকি বোধ করে বা খাবারের জন্য ছোট প্রাণী শিকার করতে পারে না ।

ভারতীয় নেকড়ে নিয়ে কাজের জন্য পরিচিত সংরক্ষণবাদী যাদবেন্দ্রদেব বিক্রমসিংহ ঝালার ব্যাখা, একটি কুকুর এবং একটি নেকড়ে ক্রস-প্রজাতির প্রাণী এই আক্রমণের পিছনে থাকতে পারে ৷ নেকড়েদের দল নয় । মানুষের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জন্য কুকুরের সঙ্গে নেকড়েদের ক্রস-প্রজননের অনুশীলনকে দায়ী করে ৷ এই ধরনের নেকড়েরা মানুষের ভয় হারিয়ে ফেলতে পারে ৷ যা মানুষের সঙ্গে সংঘর্ষে বিপজ্জনক হতে পারে ৷ শিকারী নেকড়ে হয়তো শিখেছে যে প্রাপ্তবয়স্ক বা গবাদি পশুর চেয়ে শিশুদের টার্গেট করা সহজ । কারণ পূর্ব উত্তরপ্রদেশের এই অংশগুলিতে, শিশুরা প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রায়ই মাঠে যায় ।

তথ্যসূত্র: আরকেসি

হায়দরাবাদ, 30 অগস্ট: উত্তরপ্রদেশে নয়া আতঙ্কের নাম নেকড়ে ৷ বাহরাইচ ও সীতাপুর জেলা মিলিয়ে এখনও পর্যন্ত নেকড়ের হামলায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আহতের সংখ্যা প্রায় 50 ৷ যা নতুন করে নেকড়ে হামলার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়েছে ৷

ইন্টারন্যাশনাল উলফ সেন্টারের মতে, 2020 সালে ভারতে 4,400-7,100টি নেকড়ে ছিল । দেশের একটি বৈজ্ঞানিক জনসংখ্যার অনুমান বর্তমানে নেকড়ের জনসংখ্যা কমে গিয়েছে ৷ ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ডব্লিউআইআই) দ্বারা পরিচালিত এবং 2022 সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র 3,100 ভারতীয় নেকড়ে বর্তমানে বন্য রয়ে গিয়েছে । ভারতীয় নেকড়ে বন্যপ্রাণী সুরক্ষা আইন, 1972 এর তফসিল I-এর অধীনে শিকারের বিরুদ্ধে সর্বোচ্চস্তরের আইনি সুরক্ষা পেয়ে থাকে ৷

ভারতীয় নেকড়ে সম্পর্কিত তথ্য : ভারতে দুই ধরনের নেকড়ে আছে । তিব্বতি নেকড়ে বা ক্যানিস লুপাস চ্যাঙ্কো ৷ এটি ট্রান্স-হিমালয়ান অঞ্চলে পাওয়া যায় এবং সংখ্যায় কম । সেই দিক থেকে ভারতীয় ধূসর নেকড়ে বা ক্যানিস লুপাস প্যালিপস বেশি দেখা যায় । বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান উলফ বিশ্বের নেকড়ে বংশ নিয়ে গর্ব করে । ধূসর নেকড়ে (গ্রে উলফ) কাঁটা বন, ঝাড়া-জমি, শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলে পাওয়া যায় ৷ যেমন : উত্তর, পশ্চিম, মধ্য, পূর্ব ও উপদ্বীপের ভারতের কিছু অংশ খোলা সমভূমি এবং তৃণভূমি ।

নেকড়ের জনসংখ্যা বেশি কোন রাজ্যে : 2022 WII জনসংখ্যার অনুমান অনুসারে, নেকড়ে জনসংখ্যা সবচেয়ে বেশি কেন্দ্রীভূত মধ্যপ্রদেশে (772), রাজস্থান (532), গুজরাত (494), মহারাষ্ট্র (396) এবং ছত্তিশগড় (320) ৷ এর মধ্যে উত্তরপ্রদেশে শিশুদের উপর বেশি নেকড়ে হামলার ইতিহাস রয়েছে ৷ এটা এতটাই বেশি হয় যে ভারতীয় নেকড়েরা বাচ্চা অপহরণকারী হিসেবে পরিচিত ৷

1871 সাল : গোমতী ও সাই নদীর তীরে এলাহাবাদ, লখনউ এবং প্রতাপগড় অঞ্চলে নেকড়ের হামলায় 624টি শিশুর মৃত্যু হয় ৷ এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য প্রায় 2,500 নেকড়েকে মেরে ফেলা হয়েছিল ।

1981 সাল : বিহারের হাজারিবাগ জেলায় ছয়টি নেকড়ের হামলায় মোট 14 জন শিশুর মৃত্যু হয় ৷ আহত হয় 16 জন ৷ এই ছয়জন নেকড়ের দলকে হত্যা করতে শিকারীদের 10 মাস লেগেছে ।

1996 সাল : পূর্ব উত্তর প্রদেশের প্রতাপগড়, জৌনপুর এবং সুলতানপুরে 78টি নেকড়ে হামলায় 38 জন শিশুর মৃত্যু হয় ৷

1997 সাল : মার্চ এবং এপ্রিলে একই এলাকার 10 জন নেকড়ের হামলার শিকার হয় ৷ নিহতদের প্রায় সবাই ছিল 10 বছরের কম বয়সি ৷ তারা বড় গাছপালায় ঘেরা ছোট গ্রামের উপকণ্ঠে খেলছিল ৷ কেউ বা বসেছিল ৷

মধ্যপ্রদেশ নেকড়ে সন্ত্রাস :

1985-1986 সাল : 6 মানুষ খেকো ভারতীয় নেকড়ের একটি দল 1985 সালের শেষ ত্রৈমাসিক থেকে 1986 সালের জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশের সেহোর জেলার অষ্টা শহরে 17 জন শিশুকে হত্যা করেছিল ।

ফেব্রুয়ারি-অগস্ট 2003: নেকড়ে আক্রমণের ছয় মাসের ব্যবধানে, উত্তর প্রদেশের লালিয়া, আউরাইয়া এবং বলরামপুর এই তিনটি জেলাজুড়ে 14টি বাচ্চার মৃত্যু হয় ৷

2007 সাল : ডিসেম্বরে, গাজিয়াবাদের কাছে নেকড়ে হামলার জেরে 15 দিনের মাথায় মৃত্যু হয় এক বৃদ্ধের ৷ হামলার আঘাত এতটাই গুরুতর ছিল ৷

2012 সাল : কর্ণাটকের গুলবার্গার কাছে বেলুর গ্রামে একটি নেকড়ে 18 মাস বয়সের ঘুমন্ত শিশুকে ছিনিয়ে নিয়ে গিয়ে খেয়ে ফেলে ।

2014 সাল : দুটি হিংস্র নেকড়ে আক্রমণের জেরে মোট 11 জন আহত হয় । প্রথম ঘটনায়, ক্ষেতে কাজ করার সময় একটি নেকড়ের আক্রমণে ছয় গ্রামবাসী আহত হয় । দ্বিতীয় হামলায় ৫ জন আহত হয়েছিলেন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাশামপুর গ্রামে ।

2015 সাল : কর্ণাটকের আমেনগাদ হোবলির ভাদাগেরি গ্রামে নেকড়ের আক্রমণের মুখে পড়ে বছর বারোর সাকরাপ্পা হনুমপ্পা ইটাগি ৷ কাকার সঙ্গে ভেড়া চরাচ্ছিল সে ৷ একইভাবে, কৃষক ইয়ামানুরাপ্পা বাসাপা মুশিগেরির (30) উপরেও হামলা চালায় নেকড়ে ৷ মাঠে কাজ করার সময় এই জংলি পশুর আক্রমণে প্রাণ যায় তাঁর ৷

2018 এবং 2019 সাল : ডিসেম্বর 2018 এবং জানুয়ারি 2019 এর রিপোর্টগুলি থেকে জানা গিয়েছে, উত্তর প্রদেশের সম্বল জেলার একটি সীমিত এলাকায় দুই মাস ধরে শিশুদের উপর 4টি নেকড়ে হামলার ঘটনা ঘটে ৷ যার মধ্যে দুটি ছিল মারাত্মক ৷

জুলাই 2019: উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারাতে নেকড়েদের আক্রমণে কমপক্ষে 15 জন আহত হন ৷ চারটি নেকড়ে লাঙ্গেট, ক্রালগুন্ড, মালবাগ, মাকদামবাগ, উজরু, সেহপোরা এলাকায় মানুষদের তাড়া করছিল গত এক সপ্তাহ ধরে ।

14.02.2019: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার তিনটি গ্রামে নেকড়েদের আক্রমণে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা আহত হন ৷

24.01.2019: উত্তরপ্রদেশের সম্বলের গুন্নৌর থানার অন্তর্গত কাশীপুর গ্রামে নেকড়ে হামলায় দুটি শিশু গুরুতর আহত হয় ।

22.01.2019: হাকিমপুর গ্রাম থেকে প্রায় 3 কিমি দূরে, নেকড়েরা সাত বছরের একটি মেয়েকে টেনে নিয়ে যায় । উত্তরপ্রদেশের পার্শ্ববর্তী আলিপুর গ্রামের মাঠ থেকে তার খুলি পাওয়া উদ্ধার হয়েছিল ।

30.12.2018: নেকড়েদের দল উত্তরপ্রদেশের হাকিমপুর গ্রামে আড়াই বছরের একটি ছেলে বিকেশকে নিয়ে চলে যায় । দু'দিন পর তার বিকৃত দেহ মেলে ৷

সাম্প্রতিক সময়ে উত্তর প্রদেশে মারাত্মক নেকড়ে হামলা :

নেকড়েদের রেঞ্জের পূর্ব অংশে শিশুদের উপর নেকড়ে আক্রমণের বেশ কয়েকটি রিপোর্ট পাওয়া গিয়েছে । 1996 সালে পূর্ব উত্তর-প্রদেশে এই সংঘাত চরমে পৌঁছেছিল যখন একটি নেকড়ে 76টি শিশুর (যার মধ্যে 50টিরও বেশি প্রাণঘাতী) উপর হামলার জন্য দায়ী ছিল ৷ 1997, 1998 এবং 1999 সালে উত্তরপ্রদেশের অন্যান্য অংশ থেকে নেকড়েদের দ্বারা শিশুদের উপর বিক্ষিপ্ত প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গিয়েছে । নেকড়েরা বাহরাইচ জেলার মহাসি মহকুমায় 1 থেকে 8 বছর বয়সি আটটি শিশু এবং 45 বছর বয়সী এক মহিলাকে হত্যা করেছে । স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চ এবং অগস্ট 2024 ।

10.03.2024: নেকড়েদের প্রথম শিকার ছিল সিসাইয়া চুরামনি গ্রামের মিশরনপুরা কলোনিতে তিন বছরের একটি মেয়ে । 10 মার্চ নেকড়েরা তাকে টেনে নিয়ে যায় ।

23.03.2024: নয়াপুরা উপ-গ্রাম থেকে একটি দুই বছরের ছেলেকে তুলে নিয়ে যায় নেকড়ের দল ।

17.07.2024: সিকান্দারপুর গ্রামে নেকড়ের শিকার হয়ে 1 বছরের বাচ্চার মৃত্যু হয় ৷

26.07.2024: তিন বছরের মেয়ে প্রতিভাকে হত্যা করে নেকড়েরা ।

03.08.2024: কুলেলা গ্রামে নেকড়ের আক্রমণে আট বছরের কিষান মারা যায় ৷

17.08.2024: হারদি থানা এলাকায় চার বছরের মেয়ে সন্ধ্যাকে হত্যা করে জংলি পশু ৷

21.08.2024: গাদরিয়া গ্রামে ছয় বছরের কুশবুকে হত্যার নেপথ্যে নেকড়ে হামলা ৷

25.08.2024: 45 বছর বয়সি রীতা দেবী কুমহারানপুরওয়া গ্রামে নেকড়ের আক্রমণে নিহত হন ।

26.08.2024: খাইরিঘাট পিএস এলাকার রায়পুর গ্রামের দেওয়ানপুরওয়া গ্রামে তার বাড়িতে তার মা রোলির সঙ্গে ঘুমন্ত অবস্থায় একটি নেকড়ে আক্রমণ করে এবং 5 বছরের আয়ানশকে নিয়ে যায় । মঙ্গলবার সকালে তার বিকৃত দেহ উদ্ধার করা হয় আখ ক্ষেত থেকে ।

26.08.2024 : ছাতারপুর গ্রামের বারুহী গ্রামে নেকড়ের আক্রমণে তিন শিশু আহত হয় । তাদের নাম হরিয়ালি, শিবানী এবং বংশ কুমার । তাদের সবাইকে মহসির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ।

উত্তরপ্রদেশের বাহরাইচে নেকড়ে হামলার প্রধান কারণ :

স্থানীয় বন কর্মকর্তারা এই ধরনের বিপজ্জনক মানব-প্রাণীর মুখোমুখি হওয়ার জন্য কাছাকাছি জঙ্গলে বন্যাকে দায়ী করেছেন বলে জানা গিয়েছে ।

দিল্লি চিড়িয়াখানার একজন সিনিয়র অফিসার সৌরভ বশিষ্ঠ বলেছেন, নেকড়েরা মানুষকে আক্রমণ করে যখন তারা হুমকি বোধ করে বা খাবারের জন্য ছোট প্রাণী শিকার করতে পারে না ।

ভারতীয় নেকড়ে নিয়ে কাজের জন্য পরিচিত সংরক্ষণবাদী যাদবেন্দ্রদেব বিক্রমসিংহ ঝালার ব্যাখা, একটি কুকুর এবং একটি নেকড়ে ক্রস-প্রজাতির প্রাণী এই আক্রমণের পিছনে থাকতে পারে ৷ নেকড়েদের দল নয় । মানুষের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জন্য কুকুরের সঙ্গে নেকড়েদের ক্রস-প্রজননের অনুশীলনকে দায়ী করে ৷ এই ধরনের নেকড়েরা মানুষের ভয় হারিয়ে ফেলতে পারে ৷ যা মানুষের সঙ্গে সংঘর্ষে বিপজ্জনক হতে পারে ৷ শিকারী নেকড়ে হয়তো শিখেছে যে প্রাপ্তবয়স্ক বা গবাদি পশুর চেয়ে শিশুদের টার্গেট করা সহজ । কারণ পূর্ব উত্তরপ্রদেশের এই অংশগুলিতে, শিশুরা প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রায়ই মাঠে যায় ।

তথ্যসূত্র: আরকেসি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.