ETV Bharat / bharat

বেডরুমে পাঁচ ঘণ্টা আটকে চিতাবাঘ, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

Leopard in Bedroom: জঙ্গল থেকে সোজা বাড়ির শোবার ঘরে চিতাবাঘ ৷ ঘুম পাড়ানি গুলি চালানোর পরও চিতাবাঘটিকে ধরতে ব্যর্থ বন দফতর ৷ তারপর যা ঘটল ভিডিয়ো দেখলে শিউড়ে উঠবেন আপনিও ৷

Leopard
চিতাবাঘ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 8:38 PM IST

দেখুন চিতাবাঘের হাড়হিম করা ভিডিয়ো

রোহতাস (বিহার), 31 জানুয়ারি: জঙ্গল থেকে সোজা বাড়ির বেডরুমে ঢুকে পড়ল একটি চিতাবাঘ ৷ মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে দেহরি শহরে ৷ এমনকী পাঁচ ঘণ্টা গৃহস্থের ঘরে আটকেও থাকল চিতাবাঘটি ৷ এই সময়ের মধ্যে তাকে ধরতে ব্যর্থ হয় বন দফতর ৷ শেষে সেখানে থেকে পালিয়ে যায় চিতাবাঘটি ৷

জানা গিয়েছে, চিতাবাঘটিকে ধরতে দেহরি থানার লালা কলোনিতে অবস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক শশী প্রভার বাড়িতে পৌঁছেছিল বন দফতরের দল । প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টাতেও চিতাবাঘটি ধরা পড়েনি তাদের জালে এবং তারপর চিতাবাঘটি বাড়ির বাথরুমের পাশে একটি ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যায় । বাথরুমের দেওয়ালে চিতাবাঘের পায়ের চিহ্ন মিলেছে । চিতাবাঘের পালিয়ে যাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায় । ঘটনায় হতবাক বন দফতরের আধিকারিকরা । শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার কথা জানানো হয়েছে বন বিভাগের তরফে ।

কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো সত্ত্বেও কোনও সাফল্য পাওয়া যায়নি। বন বিভাগের দল ঘুম পাড়ানি গুলি দিয়ে চিতাবাঘটিকে অজ্ঞান করার চেষ্টা করছিল ৷ কিন্তু তা না-হওয়ায় গভীর রাতে চিতাবাঘটি জঙ্গলে পালিয়ে যায়। পটনা থেকে একটি দল ডেকে ওই এলাকায় ফের তল্লাশি অভিযান শুরু হয়। রেঞ্জ অফিসার অভয় কুমার বলেন, "একটি বাড়িতে চিতাবাঘ ঢুকে গিয়েছিল। তাকে উদ্ধার করতে অভিযান চালানো হয় ৷ কিন্তু কয়েক ঘন্টা ধরে কঠোর পরিশ্রম করেও কোনও সাফল্য পাওয়া যায়নি । চিতাবাঘটি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গিয়েছে। চিতাবাঘটিকে ধরতে পটনা থেকে একটি দল ডাকা হয়েছে । সকলকে সতর্ক থাকতে বলছি ৷"

আরও পড়ুন:

  1. আতঙ্কের অবসান! দীর্ঘ তল্লাশির পর খাঁচাবন্দি 70 কেজি ওজনের চিতাবাঘ
  2. ভয়ে কাঁপছে চিতাবাঘ! 26 ঘণ্টা ধরে লুকিয়ে বাড়িতে, কিন্তু কেন? দেখুন ভিডিয়ো
  3. ভাইরাসে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর জাতীয় উদ্যানে মৃত্যু 7 চিতাবাঘ শাবকের

দেখুন চিতাবাঘের হাড়হিম করা ভিডিয়ো

রোহতাস (বিহার), 31 জানুয়ারি: জঙ্গল থেকে সোজা বাড়ির বেডরুমে ঢুকে পড়ল একটি চিতাবাঘ ৷ মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে দেহরি শহরে ৷ এমনকী পাঁচ ঘণ্টা গৃহস্থের ঘরে আটকেও থাকল চিতাবাঘটি ৷ এই সময়ের মধ্যে তাকে ধরতে ব্যর্থ হয় বন দফতর ৷ শেষে সেখানে থেকে পালিয়ে যায় চিতাবাঘটি ৷

জানা গিয়েছে, চিতাবাঘটিকে ধরতে দেহরি থানার লালা কলোনিতে অবস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক শশী প্রভার বাড়িতে পৌঁছেছিল বন দফতরের দল । প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টাতেও চিতাবাঘটি ধরা পড়েনি তাদের জালে এবং তারপর চিতাবাঘটি বাড়ির বাথরুমের পাশে একটি ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যায় । বাথরুমের দেওয়ালে চিতাবাঘের পায়ের চিহ্ন মিলেছে । চিতাবাঘের পালিয়ে যাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায় । ঘটনায় হতবাক বন দফতরের আধিকারিকরা । শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার কথা জানানো হয়েছে বন বিভাগের তরফে ।

কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো সত্ত্বেও কোনও সাফল্য পাওয়া যায়নি। বন বিভাগের দল ঘুম পাড়ানি গুলি দিয়ে চিতাবাঘটিকে অজ্ঞান করার চেষ্টা করছিল ৷ কিন্তু তা না-হওয়ায় গভীর রাতে চিতাবাঘটি জঙ্গলে পালিয়ে যায়। পটনা থেকে একটি দল ডেকে ওই এলাকায় ফের তল্লাশি অভিযান শুরু হয়। রেঞ্জ অফিসার অভয় কুমার বলেন, "একটি বাড়িতে চিতাবাঘ ঢুকে গিয়েছিল। তাকে উদ্ধার করতে অভিযান চালানো হয় ৷ কিন্তু কয়েক ঘন্টা ধরে কঠোর পরিশ্রম করেও কোনও সাফল্য পাওয়া যায়নি । চিতাবাঘটি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গিয়েছে। চিতাবাঘটিকে ধরতে পটনা থেকে একটি দল ডাকা হয়েছে । সকলকে সতর্ক থাকতে বলছি ৷"

আরও পড়ুন:

  1. আতঙ্কের অবসান! দীর্ঘ তল্লাশির পর খাঁচাবন্দি 70 কেজি ওজনের চিতাবাঘ
  2. ভয়ে কাঁপছে চিতাবাঘ! 26 ঘণ্টা ধরে লুকিয়ে বাড়িতে, কিন্তু কেন? দেখুন ভিডিয়ো
  3. ভাইরাসে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর জাতীয় উদ্যানে মৃত্যু 7 চিতাবাঘ শাবকের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.