ETV Bharat / bharat

সমুদ্রের গভীরে শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করবে নতুন এই হেলিকপ্টার, রইল বিস্তারিত - Indian Navy

MH60R Seahawk Helicopters: ভারতের নৌবাহিনীতে নতুন সংযোজন MH60R সিহক হেলিকপ্টার ৷ আমেরিকায় তৈরি এই হেলিকপ্টার কেনার জন্য ভারত চুক্তিতে স্বাক্ষর করেছে ৷ ইতিমধ্যে দেশে এসেছে 6টি হেলিকপ্টার ৷ এই সপ্তাহে কোচিতে এর সূচনা হবে ৷

ETV Bharat
সিহক হেলিকপ্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 6:14 PM IST

ভারতীয় নৌবাহিনীর নতুন সদস্য হেলিকপ্টার সাবমেরিন ধ্বংস করতে সক্ষম

কোচি, 3 মার্চ: ভারতীয় নৌবাহিনীর অভিযানকে আরও শক্তিশালী করে তুলতে আসছে সিহক হেলিকপ্টার ৷ ফরেন মিলিটারি সেলস প্রোগ্রামের অংশ হিসেবে প্রথম দফায় ভারত আমেরিকার থেকে এই MH60R সিহক হেলিকপ্টারগুলি কিনবে ৷ 2020 সালের ফেব্রুয়ারি মাসে MH60R সিহক হেলিকপ্টার কেনার বিষয়ে ভারত আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল ৷ ভারতের শত্রু সাবমেরিন বা ডুবোজাহাজ দেশের জলসীমায় প্রবেশ করলে নিমেষে তাকে ধ্বংস করে ফেলার ক্ষমতা রয়েছে MH60R সিহক হেলিকপ্টারের ৷ সেই যুদ্ধে এই হেলিকপ্টারের গায়ে একটা আঁচড়ের দাগও পড়বে না ৷ এই হেলিকপ্টারের সবচেয়ে বড় দিকটি হল, কয়েক মিনিটের মধ্যে এটি শত্রুকে চিহ্নিত করে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা সাবমেরিন এবং শত্রু দেশের জাহাজের উপর আক্রমণ হানতে পারে ৷

MH60R হেলিকপ্টারের স্কোয়াড্রন কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন এম অভিষেক রাম ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, যা সমুদ্রের যে কোনও গভীরতা দিয়ে যাওয়া শত্রু সাবমেরিনকে শনাক্ত করে তাকে ধ্বংস করতে পারে ৷ যদিও এই হেলিকপ্টার আমেরিকায় তৈরি হয়েছে, তবে এর সব যন্ত্রগুলিই ভারতের নিজস্ব ৷ ভারতের এই অবস্থায় MH60R হেলিকপ্টারগুলি দুর্দান্ত খাপ খায় ৷ এই হেলিকপ্টারকে কমিশনের জন্য প্রস্তুত করতে পারাটা সৌভাগ্যের বিষয় ৷"

এয়ার টেকনিক্যাল অফিসার লেফটেন্যান্ট কলোনেল দীপক কৃষ্ণ জানিয়েছেন, বিশ্বে মেরিটাইম সেক্টরে সামরিক MH60R সবচেয়ে ভালো হেলিকপ্টার ৷ ভারতের আন্তর্জাতিক জলসীমায় শত্রুদের মোকাবিলায় এই হেলিকপ্টার খুবই সাহায্য করবে ৷ অভিযান চালানোর এলাকায় প্রয়োজন অনুসারে MH60R সিহককে যে কোনও কাজে লাগানো যেতে পারে ৷ অতীতে প্রমাণিত হয়েছে যে, এই হেলিকপ্টারগুলি একেবারে সঠিক এবং নানাকাজে ব্যবহার করা যায় ৷

MH60R সিহক হেলিকপ্টারের এমন বিবিধ ব্যবহারের জন্য মাল্টি-রোল হেলিকপ্টার বলা হয় ৷ এই হেলিকপ্টারটি অ্যান্টি-সাবমেরিন অ্যাটাক করতে পারে ৷ শত্রুদের জাহাজে হামলা চালাতে পারে, তল্লাশি এবং উদ্ধারকার্যে কাজে লাগতে পারে, পরিবহণের কাজেও ব্যবহার করা যায়, জরুরি ভিত্তিতে চিকিৎসাজনতি কারণে উদ্ধারকার্যেও ব্যবহার করা যায় MH60R সিহক হেলিকপ্টারকে ৷

এই হেলিকপ্টারের আরেকটি সুবিধেজনক বিষয়, এটি রাখতে খুব বেশি জায়গা লাগে না ৷ তাই ছোট্ট যুদ্ধজাহাজেও একে সহজেই রাখা যায় ৷ এই হেলিকপ্টারের সামনে ইনফ্রারেড সেনসর আছে, যা কোনও বস্তু থেকে নির্গত তাপমাত্রাকে ইলেক্ট্রিক্যাল সিগন্যালে পরিণত করতে পারে এবং ওই বস্তুর হুবহু ছবি তৈরি করতে পারে ৷ কোনও একটি এলাকায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে কি না, তার জন্য স্ক্যান করতে পারে এবং পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিতে পারে ৷ সিহক হেলিকপ্টারের গ্লাস ককপিটটি মাল্টি-মিশন ডিজিটাল ককপিট ৷ এই ককপিটের মাধ্যমে দিনে ও রাতে আলাদাভাবে দেখা যায় ৷ এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটটি খুব শক্তিশালী ৷ এর মধ্যে মিসাইল ওয়ার্নিং সিস্টেম, লেজার ওয়ার্নিং সিস্টেম এবং ইনফ্রারেড মিসাইল জ্যামিং সিস্টেম আছে ৷ তাই এটি একদিকে যেমন প্রতিরক্ষা ক্ষেত্রে কার্যকর, তেমনই যুদ্ধক্ষেত্রেও ৷

ইতিমধ্যে 6টি MH60R হেলিকপ্টার ভারতে এসে গিয়েছে ৷ এটি ফার্স্ট স্কোয়াড্রন 'INAS 334'-এর অংশ ৷ এটি শত্রুপক্ষকে ধন্দে ফেলে দিতে সিদ্ধহস্ত ৷ এর মধ্যে 38টি লেজার-গাইডেড রকেট আছে, 4টি MK54 টরপেডো, মেশিন গান এবং জলের তলায় ব্যবহারযোগ্য বোমা আছে ৷ এই বোমাগুলি ভারতের নিজস্ব ৷ এই সপ্তাহে কোচিতে আইএনএস গারুদায় এর সূচনা হবে, জানিয়েছে নৌবাহিনী ৷

আরও পড়ুন:

  1. দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোসের সফল উৎক্ষেপণ, জানাল নৌসেনা
  2. মানবিক মুখ, ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজকে সাহায্য ভারতীয় নৌ সেনার

ভারতীয় নৌবাহিনীর নতুন সদস্য হেলিকপ্টার সাবমেরিন ধ্বংস করতে সক্ষম

কোচি, 3 মার্চ: ভারতীয় নৌবাহিনীর অভিযানকে আরও শক্তিশালী করে তুলতে আসছে সিহক হেলিকপ্টার ৷ ফরেন মিলিটারি সেলস প্রোগ্রামের অংশ হিসেবে প্রথম দফায় ভারত আমেরিকার থেকে এই MH60R সিহক হেলিকপ্টারগুলি কিনবে ৷ 2020 সালের ফেব্রুয়ারি মাসে MH60R সিহক হেলিকপ্টার কেনার বিষয়ে ভারত আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল ৷ ভারতের শত্রু সাবমেরিন বা ডুবোজাহাজ দেশের জলসীমায় প্রবেশ করলে নিমেষে তাকে ধ্বংস করে ফেলার ক্ষমতা রয়েছে MH60R সিহক হেলিকপ্টারের ৷ সেই যুদ্ধে এই হেলিকপ্টারের গায়ে একটা আঁচড়ের দাগও পড়বে না ৷ এই হেলিকপ্টারের সবচেয়ে বড় দিকটি হল, কয়েক মিনিটের মধ্যে এটি শত্রুকে চিহ্নিত করে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা সাবমেরিন এবং শত্রু দেশের জাহাজের উপর আক্রমণ হানতে পারে ৷

MH60R হেলিকপ্টারের স্কোয়াড্রন কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন এম অভিষেক রাম ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, যা সমুদ্রের যে কোনও গভীরতা দিয়ে যাওয়া শত্রু সাবমেরিনকে শনাক্ত করে তাকে ধ্বংস করতে পারে ৷ যদিও এই হেলিকপ্টার আমেরিকায় তৈরি হয়েছে, তবে এর সব যন্ত্রগুলিই ভারতের নিজস্ব ৷ ভারতের এই অবস্থায় MH60R হেলিকপ্টারগুলি দুর্দান্ত খাপ খায় ৷ এই হেলিকপ্টারকে কমিশনের জন্য প্রস্তুত করতে পারাটা সৌভাগ্যের বিষয় ৷"

এয়ার টেকনিক্যাল অফিসার লেফটেন্যান্ট কলোনেল দীপক কৃষ্ণ জানিয়েছেন, বিশ্বে মেরিটাইম সেক্টরে সামরিক MH60R সবচেয়ে ভালো হেলিকপ্টার ৷ ভারতের আন্তর্জাতিক জলসীমায় শত্রুদের মোকাবিলায় এই হেলিকপ্টার খুবই সাহায্য করবে ৷ অভিযান চালানোর এলাকায় প্রয়োজন অনুসারে MH60R সিহককে যে কোনও কাজে লাগানো যেতে পারে ৷ অতীতে প্রমাণিত হয়েছে যে, এই হেলিকপ্টারগুলি একেবারে সঠিক এবং নানাকাজে ব্যবহার করা যায় ৷

MH60R সিহক হেলিকপ্টারের এমন বিবিধ ব্যবহারের জন্য মাল্টি-রোল হেলিকপ্টার বলা হয় ৷ এই হেলিকপ্টারটি অ্যান্টি-সাবমেরিন অ্যাটাক করতে পারে ৷ শত্রুদের জাহাজে হামলা চালাতে পারে, তল্লাশি এবং উদ্ধারকার্যে কাজে লাগতে পারে, পরিবহণের কাজেও ব্যবহার করা যায়, জরুরি ভিত্তিতে চিকিৎসাজনতি কারণে উদ্ধারকার্যেও ব্যবহার করা যায় MH60R সিহক হেলিকপ্টারকে ৷

এই হেলিকপ্টারের আরেকটি সুবিধেজনক বিষয়, এটি রাখতে খুব বেশি জায়গা লাগে না ৷ তাই ছোট্ট যুদ্ধজাহাজেও একে সহজেই রাখা যায় ৷ এই হেলিকপ্টারের সামনে ইনফ্রারেড সেনসর আছে, যা কোনও বস্তু থেকে নির্গত তাপমাত্রাকে ইলেক্ট্রিক্যাল সিগন্যালে পরিণত করতে পারে এবং ওই বস্তুর হুবহু ছবি তৈরি করতে পারে ৷ কোনও একটি এলাকায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে কি না, তার জন্য স্ক্যান করতে পারে এবং পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিতে পারে ৷ সিহক হেলিকপ্টারের গ্লাস ককপিটটি মাল্টি-মিশন ডিজিটাল ককপিট ৷ এই ককপিটের মাধ্যমে দিনে ও রাতে আলাদাভাবে দেখা যায় ৷ এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটটি খুব শক্তিশালী ৷ এর মধ্যে মিসাইল ওয়ার্নিং সিস্টেম, লেজার ওয়ার্নিং সিস্টেম এবং ইনফ্রারেড মিসাইল জ্যামিং সিস্টেম আছে ৷ তাই এটি একদিকে যেমন প্রতিরক্ষা ক্ষেত্রে কার্যকর, তেমনই যুদ্ধক্ষেত্রেও ৷

ইতিমধ্যে 6টি MH60R হেলিকপ্টার ভারতে এসে গিয়েছে ৷ এটি ফার্স্ট স্কোয়াড্রন 'INAS 334'-এর অংশ ৷ এটি শত্রুপক্ষকে ধন্দে ফেলে দিতে সিদ্ধহস্ত ৷ এর মধ্যে 38টি লেজার-গাইডেড রকেট আছে, 4টি MK54 টরপেডো, মেশিন গান এবং জলের তলায় ব্যবহারযোগ্য বোমা আছে ৷ এই বোমাগুলি ভারতের নিজস্ব ৷ এই সপ্তাহে কোচিতে আইএনএস গারুদায় এর সূচনা হবে, জানিয়েছে নৌবাহিনী ৷

আরও পড়ুন:

  1. দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোসের সফল উৎক্ষেপণ, জানাল নৌসেনা
  2. মানবিক মুখ, ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজকে সাহায্য ভারতীয় নৌ সেনার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.