ETV Bharat / bharat

রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ হল কেরল বিধানসভায় - KERALA TO RENAME KERALAM - KERALA TO RENAME KERALAM

Kerala State Name Keralam: রাজ্যের নাম পরিবর্তনের পক্ষে সায় দিল বিধানসভা ৷ কেরল বিধানসভা সোমবার সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম 'কেরলম'-এ আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়েছে ৷

Kerala State Name Keralam
কেরালা বিধানসভা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 25, 2024, 9:46 AM IST

তিরুঅনন্তপুরম, 24 জুন: কেরল বিধানসভা সোমবার সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম 'কেরলম'-এ আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়েছে ৷ একইসঙ্গে রাজ্যের নাম পরিবর্তন করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায় ৷

বিধানসভা এই নিয়ে দ্বিতীয়বার প্রস্তাবটি পাস করেছে ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, প্রথম প্রস্তাবটি পর্যালোচনা করেছে ৷ সেখানে কিছু প্রযুক্তিগত পরিবর্তনের পরামর্শ দিয়েছিল ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এদিন প্রস্তাবটি ফের উত্থাপন করেন ৷ তিনি চেয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সমস্ত ভাষায় দক্ষিণ রাজ্যের নাম 'কেরালা' থেকে 'কেরলম'-এ পরিবর্তন করুক। প্রস্তাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যটিকে মালায়ালম ভাষায় কেরলম বলা হয়েছিল ৷ মালয়ালাম-ভাষী সম্প্রদায়ের জন্য একটি যুক্ত কেরালা গঠনের দাবি জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই জোরালোভাবে উঠেছিল।

মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের রাজ্যের নাম কেরল হিসাবে লেখা হয়েছে সংবিধানের প্রথম তফসিলে। এই বিধানসভা কেন্দ্রীয় সরকারকে সংবিধানের অনুচ্ছেদ 3-এর অধীনে এটিকে কেরলম হিসাবে সংশোধন করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে ৷ সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত সমস্ত ভাষায় এর নাম পরিবর্তন করে কেরলম হিসাবে রাখা হয় ৷"

এই নিয়ে দ্বিতীয়বার রাজ্য বিধানসভা রাজ্যের নাম পরিবর্তনের দাবিতে একটি প্রস্তাব পাস করল। গত বছরের অগস্টে একইরকম সর্বসম্মত প্রস্তাব পাস করে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এতে কিছু প্রযুক্তিগত পরিবর্তনের পরামর্শ দেয় বলে বিধানসভা সচিবালয় সূত্রে বলা হয়েছে। এদিন বিধানসভায় প্রস্তাবনা উপস্থাপনের পরে, মুখ্যমন্ত্রী আরও বলেন, "আগের রেজোলিউশনে কিছু পরিবর্তনের দাবি করেছে। এই প্রস্তাবটি ক্ষমতাসীন এলডিএফ এবং বিরোধী কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ-এর উভয় সদস্যই গৃহীত করেছিল। প্রস্তাবের কাঠামো, যা পরে সরকার প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীকালে, স্পিকার এ এন শামসী কর্তৃক বিধানসভায় সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয় বলে ঘোষণা করা হয়।" (পিটিআই)

তিরুঅনন্তপুরম, 24 জুন: কেরল বিধানসভা সোমবার সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম 'কেরলম'-এ আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়েছে ৷ একইসঙ্গে রাজ্যের নাম পরিবর্তন করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায় ৷

বিধানসভা এই নিয়ে দ্বিতীয়বার প্রস্তাবটি পাস করেছে ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, প্রথম প্রস্তাবটি পর্যালোচনা করেছে ৷ সেখানে কিছু প্রযুক্তিগত পরিবর্তনের পরামর্শ দিয়েছিল ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এদিন প্রস্তাবটি ফের উত্থাপন করেন ৷ তিনি চেয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সমস্ত ভাষায় দক্ষিণ রাজ্যের নাম 'কেরালা' থেকে 'কেরলম'-এ পরিবর্তন করুক। প্রস্তাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যটিকে মালায়ালম ভাষায় কেরলম বলা হয়েছিল ৷ মালয়ালাম-ভাষী সম্প্রদায়ের জন্য একটি যুক্ত কেরালা গঠনের দাবি জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই জোরালোভাবে উঠেছিল।

মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের রাজ্যের নাম কেরল হিসাবে লেখা হয়েছে সংবিধানের প্রথম তফসিলে। এই বিধানসভা কেন্দ্রীয় সরকারকে সংবিধানের অনুচ্ছেদ 3-এর অধীনে এটিকে কেরলম হিসাবে সংশোধন করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে ৷ সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত সমস্ত ভাষায় এর নাম পরিবর্তন করে কেরলম হিসাবে রাখা হয় ৷"

এই নিয়ে দ্বিতীয়বার রাজ্য বিধানসভা রাজ্যের নাম পরিবর্তনের দাবিতে একটি প্রস্তাব পাস করল। গত বছরের অগস্টে একইরকম সর্বসম্মত প্রস্তাব পাস করে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এতে কিছু প্রযুক্তিগত পরিবর্তনের পরামর্শ দেয় বলে বিধানসভা সচিবালয় সূত্রে বলা হয়েছে। এদিন বিধানসভায় প্রস্তাবনা উপস্থাপনের পরে, মুখ্যমন্ত্রী আরও বলেন, "আগের রেজোলিউশনে কিছু পরিবর্তনের দাবি করেছে। এই প্রস্তাবটি ক্ষমতাসীন এলডিএফ এবং বিরোধী কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ-এর উভয় সদস্যই গৃহীত করেছিল। প্রস্তাবের কাঠামো, যা পরে সরকার প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীকালে, স্পিকার এ এন শামসী কর্তৃক বিধানসভায় সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয় বলে ঘোষণা করা হয়।" (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.