ETV Bharat / bharat

আত্মহত্যার হুমকি দিয়ে আমেদাবাদ বিমানবন্দরে আটক করণী সেনাপ্রধান রাজ শেখাওয়াত - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Raj Shekhawat Detained: আমেদাবাদ বিমানবন্দরে আটক করণী সেনাপ্রধান রাজ শেখাওয়াত । আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছনোর আগে তিনি হুমকি দেন যে কেউ তাকে বাধা দিলে তিনি আত্মহত্যা করবেন ।

Karni Sena
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 10:56 PM IST

আমেদাবাদ, 9 এপ্রিল: লোকসভা বিজেপি প্রার্থী পুরুষোত্তম রূপালার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে ক্ষত্রিয় সম্প্রদায় থেকে সর্বত্র প্রতিবাদ চলছে । করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত ক্ষত্রিয়দের মঙ্গলবার দুপুর 2টোয় কমলামে জাফরান পতাকা ও লাঠি নিয়ে বিক্ষোভে যোগ দিতে বলেন । তবে, আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজ শেখাওয়াতকে হেফাজতে নেওয়া হয় ।

করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত আমেদাবাদে আসার আগে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তখন তিনি বলেছিলেন, "আমি জাফরান পতাকা এবং একটি শক্ত লাঠি নিয়ে গান্ধিনগর ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক কার্যালয় কমলামে পৌঁছে যাচ্ছি । আপনাদের সকলের উপস্থিতিও জরুরি । আমেদাবাদ বিমানবন্দরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করেছে, আমি বা আমার ক্ষত্রিয় ও সমর্থকদের বাধা দিলে আমি আত্মহত্যা করব ।"

বিজেপি হাইকমান্ড রাজকোট লোকসভা আসন থেকে প্রার্থী পুরুষোত্তম রূপালাকে ধরে রাখায় ক্ষত্রিয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে । অন্যদিকে ক্ষত্রিয় নারীরা আগ্রাসী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলে ক্ষত্রিয় নারীরা যাতে কোনও অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয় সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে । রূপালার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হচ্ছে । ক্ষত্রিয় সম্প্রদায়ের ধৈর্যের অবসান হয়েছে । কমলামে ক্ষত্রিয় সম্প্রদায়ের বিক্ষোভের হুমকির পর রাজ্য সরকার, বিজেপি সংগঠন এবং পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । আমেদাবাদে ক্ষত্রিয় সমাজ ও করণী সেনার কর্মীদের নজরদারি করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. করণী সেনার রাজ্য সভাপতিকে গুলি ! অভিযুক্তকে মারধর স্থানীয়দের
  2. জয়পুরের ফ্ল্যাট থেকে চলছিল অপারেশন, রাজপুত করণি সেনা-প্রধান সুখদেব সিং গোগোমেডি খুনে গ্রেফতার এক মহিলা

আমেদাবাদ, 9 এপ্রিল: লোকসভা বিজেপি প্রার্থী পুরুষোত্তম রূপালার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে ক্ষত্রিয় সম্প্রদায় থেকে সর্বত্র প্রতিবাদ চলছে । করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত ক্ষত্রিয়দের মঙ্গলবার দুপুর 2টোয় কমলামে জাফরান পতাকা ও লাঠি নিয়ে বিক্ষোভে যোগ দিতে বলেন । তবে, আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজ শেখাওয়াতকে হেফাজতে নেওয়া হয় ।

করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত আমেদাবাদে আসার আগে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তখন তিনি বলেছিলেন, "আমি জাফরান পতাকা এবং একটি শক্ত লাঠি নিয়ে গান্ধিনগর ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক কার্যালয় কমলামে পৌঁছে যাচ্ছি । আপনাদের সকলের উপস্থিতিও জরুরি । আমেদাবাদ বিমানবন্দরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করেছে, আমি বা আমার ক্ষত্রিয় ও সমর্থকদের বাধা দিলে আমি আত্মহত্যা করব ।"

বিজেপি হাইকমান্ড রাজকোট লোকসভা আসন থেকে প্রার্থী পুরুষোত্তম রূপালাকে ধরে রাখায় ক্ষত্রিয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে । অন্যদিকে ক্ষত্রিয় নারীরা আগ্রাসী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলে ক্ষত্রিয় নারীরা যাতে কোনও অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয় সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে । রূপালার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হচ্ছে । ক্ষত্রিয় সম্প্রদায়ের ধৈর্যের অবসান হয়েছে । কমলামে ক্ষত্রিয় সম্প্রদায়ের বিক্ষোভের হুমকির পর রাজ্য সরকার, বিজেপি সংগঠন এবং পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । আমেদাবাদে ক্ষত্রিয় সমাজ ও করণী সেনার কর্মীদের নজরদারি করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. করণী সেনার রাজ্য সভাপতিকে গুলি ! অভিযুক্তকে মারধর স্থানীয়দের
  2. জয়পুরের ফ্ল্যাট থেকে চলছিল অপারেশন, রাজপুত করণি সেনা-প্রধান সুখদেব সিং গোগোমেডি খুনে গ্রেফতার এক মহিলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.